ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ 2025 দেখে নিন

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক্সের বাজারে ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ওয়ালটন-স্মার্ট-টিভি-৩২-ইঞ্চি-প্রাইস
আধুনিক প্রযুক্তি স্টাইলিশ টিভি সাশ্রয় মূল্যের কারণে অনেকেই ওয়ালটন ৩২ ইঞ্চি টিভি বেছে নিচ্ছেন। তাই আজকের পোস্টে আপনাদের সুবিধার জন্য তুলে ধরব ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চির দাম এবং বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ দিক, আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 

সূচিপত্রঃ ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ 

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ 

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ নির্ভর করে মডেল, বিক্রয়ের প্রতিষ্ঠান ও এর ফিচারের উপর। টিভি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় হলো এর দাম সম্পর্কে ভালো ভাবে জেনে নেওয়া, বিশেষ করে যখন আপনি ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি কেনার কথা ভাবছেন তখন অবশ্যই আপনাকে এর বিভিন্ন বৈশিষ্ট্য গুলো ভালোভাবে জানার পর কিছুটা আইডিয়া নিয়ে তারপরে শোরুম অথবা কোন মার্কেটে কিনতে যাবেন।

ওয়ালটন স্মার্ট টিভি কেন কিনবেন, বেছে নেওয়ার কারণ কি এ ধরনের প্রশ্ন অবশ্যই অনেকের মনে আসে। যেহেতু ওয়ালটন একটি দেশীয় ব্র্যান্ড যা স্থানীয় বাজারে এ পণ্যের চাহিদা অনেক তাই গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা হয়। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন ব্র্যান্ডের সকল জিনিস তুলনামূলক প্রাইজ কম থাকে। এছাড়া প্রত্যেকটি পণ্যের বেশিরভাগ মডেল এ তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সুবিধা রয়েছে। 

আরো পড়ুনঃ ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ | কম বাজেটে সেরা ব্লেন্ডার মেশিন

এই টিভিতে অ্যান্ড্রয়েড ও গুগল টিভি অপারেটিং সিস্টেম ওয়াইফাই,HDMI, USB ভোট সহ বিভিন্ন বিভিন্ন ধরনের ফিচার রয়েছে তাই বেশিরভাগ মানুষ এ ওয়ালটন টিভি কেনার সাজেস্ট করেন। চলুন নিচে ওয়ালটন স্মার্ট টিভির ৩২ ইঞ্চি মডেল এর প্রাইস সম্পর্কে তুলে ধরা যাক।

মডেল দাম প্রধান বৈশিষ্ট্য
W32D210E11G ২৮,৯০০ Android 11.0, ১ GB RAM, ৮ GB ROM, ৩টি HDMI, ২টি USB, Wi-Fi, Bluetooth, ২x১০W স্পিকার, ৬০Hz রিফ্রেশ রেট
W32D120HG1 ২৬,১৯০ Android 9.0, ১ GB RAM, ৮ GB ROM, Wi-Fi, ৩টি HDMI, ২টি USB, ৬০Hz রিফ্রেশ রেট
WD-EF32EG ৩১,৯০০ Android 9.0, ১ GB RAM, ৮ GB ROM, Bluetooth, Chromecast, YouTube, Netflix, Amazon Prime, ৬০Hz রিফ্রেশ রেট
WE326DH-S ৩১,০০০ Android 4.4.3, ৫১২ MB RAM, ৪ GB ROM, ৩টি USB, ২টি HDMI, ১০x২W স্পিকার, ৬০Hz রিফ্রেশ রেট
W32E510IS ৩৪,৮২৩ Android OS, ৩২ ইঞ্চি ডিসপ্লে, ১৩৬৬ x ৭৬৮ রেজোলিউশন, ১২০০:১ কনট্রাস্ট রেশিও, ৬০Hz রিফ্রেশ রেট

ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভির সবচেয়ে জনপ্রিয় মডেল 

ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভির সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর বিস্তারিত তথ্য গুলোর মধ্যে উন্নত ফিচার, সাশ্রয়ী, বাজেট ফ্রেন্ডলি মধ্যবিত্ত পরিবারের জন্য উপযুক্ত মনে করা হয়। যদি আপনি মনে করেন ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি ক্রয় করবেন তাহলে নিচে কয়েকটি ৩২ ইঞ্চি ওয়ালটন টিভির কয়েকটি মডেল বিস্তারিত দেওয়া হল  দেখে নিতে পারেন।

Walton W32D120HG1

  • এ মডেলটি ৩২ ইঞ্চি HD Android স্মার্ট টিভি, যা বাংলাদেশের বাজারে ২০২৫ সালে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। 
  • এর ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি, 
  • রেজোলিউশন ১৩৬৬×৭৬৮ (HD), 
  • অপারেটিং সিস্টেম Android 9.0 (Android TV),
  • স্টোরেজ 1 GB RAM, 8 GB ROM,
  • সংযোগ পোর্ট গুলোর মধ্যে ৩টি HDMI, ২টি USB, ১টি RJ45 (LAN),
  • চ্যানেল সংখ্যা ২০০ টি।
  • তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি
  • ওয়ালটন ই-প্লাজা তে এর দাম ২৬,৪৬০ (১০% ছাড় সহ)।
  • Ponnobd electronics এ দাম ২৭,৯০০ টাকা।
  • Wattson Electro Mart এ দাম ২৫,১০০ ছাড় সহ।

Walton WD-EF32EG

  • এটা আরেকটি জনপ্রিয় মডেল ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভির। এর ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি 
  • অপারেটিং সিস্টেম Android 9.0
  • রেজোলিউশন HD ready ১৩৬৬×৭৬৮ 
  • স্টোরেজ 1 GB RAM, 8GB ROM
  • ৫ বছরের ওয়ারেন্টি LED প্যানেল, স্পিয়ার পার্টস ও ফ্রি সার্ভিস।
  • রিপ্লেসমেন্ট গ্যারান্টি ৬ মাস
  • ওয়ালটন ই প্লাজা তে দাম ৩১,৯০০ টাকা 
  • Ponnobd Electronics তে দাম ২৯,৯০০
  • Kabir e Mart এ দাম ৩১,৯৯০। দামের তারতম বিক্রেতা এবং অফারের উপর নির্ভর করবে। 

Walton W32D210E11G

  • এটি বাংলাদেশের আরেকটি অন্যতম জনপ্রিয় ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। বাংলাদেশের বাজারে এটি খুবই জনপ্রিয় হয়েছে। 
  • এর ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি 
  • রেজুলেশন ১৩৬৬×৭৬৮ HD 
  • অপারেটিং সিস্টেম Android 11.0 
  • স্টোরেজ 1 GB RAM, 8GB ROM 
  • Bluetooth সাপোর্ট করে। 
  • সংযোগ পোর্ট
  • চ্যানেলের সংখ্যা ৯৯ টি 
  • ওয়ালটন ই-প্লাজায় দাম ২৮,৯০০ 
  • Rokomari তে দাম ২৬,৮৭৭
  • ULA তে দাম ২৬,০১০ টাকা দামের তারতম্য বিক্রেতা এবং অফারের উপর নির্ভর করে।

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চির বৈশিষ্ট্য

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চির বৈশিষ্ট্য কেনার আগে জানা দরকার। কারণ এর বৈশিষ্ট গুলোর জানা না থাকলে আপনি শোরুম কিংবা স্থানীয় বাজারে কেনার সময় ভোগান্তিতে পড়তে পারেন। বাংলাদেশের বাজারে ওয়ালটন টিভি জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু টিভি নয় টিভিসহ ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্য যেমন ফ্রিজ, ব্লেন্ডার, আইপিএস, ইলেকট্রিক কেটলি ইত্যাদি।

আরো পড়ুনঃ

ওয়ালটন স্মার্ট টিভি গুলোর ডিসপ্লের সাইজ ৩২ ইঞ্চি সহ আরো বিভিন্ন সাইজের রয়েছে। রেজুলেশন এইচডি ডিসপ্লে টাইপ LED, অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড, অনেক ধরনের ফিচার বা অ্যাপ ইন্সটল রয়েছে যেমন: YouTube, Netflix, Facebook, Amazon prime ইত্যাদি তবে মডেল ভেদে ভিন্ন হতে পারে। ৩২ ইঞ্চি টিভিগুলোর RAM 1GB এবং ROM 8GB।

এর সাউন্ড সিস্টেম অনেক উন্নত। ইন্টারনেট এবং কানেক্টিভিটি গুলোর মধ্যে কিছু মডেলের ব্লুটুথ, LAN, পোর্ট সাপোর্ট করে। কিছু মডেলের ক্ষেত্রে ভয়েস কন্ট্রোল রিমোটে থাকে। মেটাল এবং উন্নত মানের প্লাস্টিক বডি। এই টিভিগুলোর মডেল ভেদে ওয়ারেন্টি রয়েছে। প্রায় পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে এবং সার্ভিস ওয়ারেন্টি ১-২ বছর। 

গুগল প্লে স্টোর সাপোর্ট করে যার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। ওয়ালটন স্মার্ট টিভি অটোমেটিক সফটওয়্যার আপডেট দেয় ওয়াইফাই কানেকশন থাকলে। ওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চি মডেলে স্বাভাবিক সাউন্ড কোয়ালিটি প্রদানের সাথে সাথে উন্নত সাউন্ডের জন্য আপনি এক্সটার্নাল স্পিকার বা সাউন্ডবার ব্যবহার করতে পারেন। কিছু নির্দিষ্ট মডেলে অতিরিক্ত ফিচার রয়েছে যেমন 

  • Child lock 
  • Power saving mode 
  • Eco mode 
  • Auto volume leveller
  • USB থেকে ভিডিও ও মিউজিক, ছবি প্লে করার সুবিধা। 

যদি আপনারা ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই ওয়ালটন ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভিগুলো নিতে পারেন কারণ এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি। 

ওয়ালটন স্মার্ট টিভি ৪২ ইঞ্চি দাম বাংলাদেশ 

ওয়ালটন স্মার্ট টিভি ৪২ ইঞ্চি দাম বাংলাদেশ সম্পর্কে জানতে হলে আজকের পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। ওয়ালটন টিভি কেনার আগে অবশ্যই ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান অথবা গ্রাহকের সাথে যোগাযোগ করা ভালো। চলুন কয়েকটি walton স্মার্ট টিভি ৪২ ইঞ্চির দাম এবং মডেল উল্লেখ করা যাক।

মডেল নাম রেজোলিউশন অপারেটিং সিস্টেম স্টোরেজ দাম (প্রায়)
W42E68S Full HD Google TV 2GB / 32GB ৭৫,৯০০
W32D120HG1 Full HD Google TV 2GB / 32GB ৫১,৯৯০
WD-EF32EG Full HD Android 9.0 1GB / 8GB ৪২,৯০০
WE326DH-S Full HD Android 9.0 1GB / 8GB ৩৪,৯০০

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

প্রশ্ন: walton স্মার্ট টিভি কি? 

উত্তর: পল্টনে স্মার্ট টিভি এমন একটি টিভি যার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করে এপ্লিকেশন, ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং অন্যান্য স্মার্ট ফিচার উপভোগ করতে পারেন। 

প্রশ্ন: ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ কত?

উত্তর: সাধারণত ২০০০০-৩০০০০ টাকা এর মধ্যে পাওয়া যায়। 

প্রশ্ন: walton স্মার্ট টিভিতে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়? 

উত্তর: ওয়ালটন স্মার্ট টিভিতে আপনি Netflix, YouTube, Google play movies, Amazon prime video এবং আরো অনেক জনপ্রিয় অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

প্রশ্ন: ওয়ালটন স্মার্ট টিভির অডিও কোয়ালিটি কেমন? 

উত্তর: ওয়ালটন স্মার্ট টিভির অডিও কোয়ালিটি বেশ ভালো তবে আপনি চাইলে এক্সটার্নাল স্পিকার সাথে সংযোগ করতে পারবেন।

প্রশ্ন: walton স্মার্ট টিভি কি অটোমেটিক সফটওয়্যার আপডেট দেয়? 

উত্তর: হ্যাঁ, আপনি wi-Fi এর মাধ্যমে সফটওয়্যার আপডেট পেতে পারেন।

বাজেট অনুযায়ী ওয়ালটন স্মার্ট টিভি 

বাজেট অনুযায়ী ওয়ালটন স্মার্ট টিভির মডেল গুলো খুবই উপযুক্ত। অন্যান্য ব্রান্ডের চাইতে ওয়ালটনের ব্র্যান্ডের টিভিগুলো তুলনামূলক কম তাই সব পেশার এবং সব ধরনের ফ্যামিলির লোকজন ক্রয় করতে পারে। ওয়ালটন বাংলাদেশি ব্র্যান্ড বলে সকলেই চেনে। যদি আপনারা কেউ মনে করেন পল্টন টিভি কিনবেন তাহলে  ওয়ালটন ব্র্যান্ডের বাজেট অনুযায়ী কিছু ফিচার নিচে উল্লেখ করা হলো। 

ওয়ালটন-স্মার্ট-টিভি-৩২-ইঞ্চি-প্রাইস
বাজেট ১৫০০০-২৫০০০ টাকাঃ  

ওয়ালটন W32D150EH1 মডেলের ৩২ ইঞ্চি টিভি কম বাজেটের জন্য উপযুক্ত। Resolution HD ready, অপারেটিং সিস্টেম Android 9.0 ram 1 GB, ROM HD বিশেষ এই স্মার্ট টিভিতে বিশেষ বিচার রয়েছে যেমন: web browser, YouTube, Netflix, apps, HDMI, USB port ইত্যাদি রয়েছেন। এ মডেলের টিভির দাম প্রায় ২৩,৫০০ টাকা।

বাজেট ২০০০০- ২৫০০০ টাকাঃ 

ওয়ালটন W32D120HG1 মডেলের ৩২ ইঞ্চি টিভিগুলো এইচডি রেজুলেশন সহ, অপারেটিং সিস্টেম android 9.0, ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রোম, Smart TV YouTube Netflix প্রি ইনস্টল, ওয়াইফাই সাপোর্ট মূল্য প্রায় ২৩৫০০ টাকা। HD ভিডিও এবং সাধারণ ব্যবহারকারী অর্থাৎ যারা টিভি ব্যবহার করে তাদের জন্য খুবই উপযুক্ত। তবে বর্তমানে টিভির প্রচলন অনেক কমে গেছে মোবাইল আসার কারণে। তবে মোবাইলের মত অ্যাপস ব্যবহার করা যায়।

বাজেট ২৫০০০-৩০০০০ টাকাঃ 

ওয়ালটন W32D210E11G মডেলের ৩২ ইঞ্চি টিভিগুলোর রেজুলেশন HD, অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড 9.0, ram 1 GB ROM 8GB। ইটিভি গুলোর মূল্য ২৭৫০০। ইটিভি গুলো সাউন্ড কোয়ালিটি ভালো স্মার্ট ফিচার এবং দুর্দান্ত বিভিন্ন অপশন রয়েছে,ভালো পারফরম্যান্স দেয়। যদিও মোবাইলের কারণে টিভি দেখা খুব কম হয় তবে অনেকেই আছেন যারা USB পোর্ট ব্যবহার করে ইউটিউব দেখেন টিভিতে।

ওয়ালটনের ২৪ ইঞ্চি টিভির দাম 

ওয়ালটনের ২৪ ইঞ্চি টিভির দাম দাম গুলো খুবই কম। ওয়ালটনের ২৪ ইঞ্চি টিভির দাম এবং বৈশিষ্ট্য জানা থাকলে টিভিগুলো ক্রয় করার সময় অনেকটা সুবিধা হবে। তবে টিভিগুলোর দাম ওয়ালটনের অফিসের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন এছাড়াও পল্টনের শোরুম গুলোতে খোঁজ নিলে পেয়ে যাবেন। 

Walton WD24L22 24" LED basic HD TV এই মডেলের টিভি LED মনিটর, রেজুলেশন এইচডি USB পোর্ট , VGA ইনপুট রয়েছে এই মডেলের টিভির মূল্য ১৩৪০০ টাকা। যেকোনো ওয়ালটনের শোরুমে এই টিভি গুলো পেয়ে যাবেন।

Walton WD24RG21 24" LED basic HD TV এই মডেলের টিভি এলইডি মনিটর বিশেষ ফিচারগুলোর মধ্যে HDMI, USB port, VGA input রয়েছে। মূল্য প্রায় ১৪,৬০০ টাকা। স্থানীয় শোরুম এবং অনলাইনে যোগাযোগ করলে ২৪ ইঞ্চি স্মার্ট টিভি গুলো পেয়ে যাবেন। 

ওয়ালটন ৩২ ইঞ্চি টিভি দাম অনলাইন বনাম শোরুম পার্থক্য 

ওয়ালটন ৩২ ইঞ্চি টিভির দাম অনলাইন বনাম শোরুম পার্থক্য অবশ্যই রয়েছে। অনলাইনে কিংবা শোরুমে দুইভাবেই টিভি ক্রয়ের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা উপায় রয়েছে। বাংলাদেশের যেহেতু ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। তবে অনলাইনে কিংবা শোরুমে দুইভাবে কিনতে গেলে দামে এবং অফারের কিছুটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায় নিজে সেই পার্থক্যগুলো বিশ্লেষণ করা হলো। 

অনলাইনে সুবিধা 

  • অনলাইনে যদি আপনি ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে চান তাহলে আপনাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ডিসকাউন্ট পেতে পারেন ৫%-১৫% পর্যন্ত।
  • অনেক অনলাইন প্লাটফর্ম ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে
  • গড়ে প্রায় ২৩০০০-২৮০০০ এরমধ্যে পাওয়া যায়।
  • EMI বা কিস্তিতে ক্রয় করার সুবিধা রয়েছে।
  • অনলাইনে ক্রয় করার ক্ষেত্রে ভাউচার বা ক্যাশবাকের সুবিধা থাকে।
  • অনলাইনে ক্রয় করার সময় পণ্যের কোন ত্রুটি থাকলে সেটি ব্যাক করার সুবিধা রয়েছে। 
  • এছাড়া বাইরে বেরোনোর ঝামেলা থাকে না, যার ফলে হোম ডেলিভারি পাওয়া যায়। মার্কেটে কিংবা শোরুমে ঘুরে ঘুরে কেনার সময় নষ্ট হয় না।
  • অনলাইন প্লাটফর্ম Walton E-plaza, daraz, peekaboo, rokomari, creatus computer ইত্যাদি শোরুম থেকে করে করা যায় 

শোরুমের সুবিধা 

  • শোরুমে কেনার সুবিধা অবশ্যই রয়েছে। সুবিধা বলতে হাতে কলমে, চোখে দেখে, যাচাই বাছাই করে কিনা যায়।
  • পণ্যের দাম যা থাকে তার কমে অর্থাৎ দামাদামি করে ক্রয় করা যায়। 
  • এখানেও কিস্তি সুবিধা অনেক সময় ডাউন পেমেন্ট পাওয়া যায়। 
  • কিছু কিছু শোরুমে স্থানীয় অফার বা পুরাতন পণ্যের বদল নিয়ে ছাড় পাওয়া যায়।
  • শরমে তাৎক্ষণিক পণ্য নিয়ে সরাসরি বাসায় যাওয়া যায়। 
  • কিস্তি কিংবা প্রমো অফার থাকে শোরুমে কেনার ক্ষেত্রে। 
  • স্থানীয় ইলেকট্রনিক্স এর দোকান, ওয়ালটন প্লাজা ইলেক্ট্রোমার্ট ইত্যাদিতে পাওয়া যায়।
  • প্রায় ২৫০০০-৩০০০০ টাকা দামে ক্রয় করা যায়।

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি সম্পর্কিত(FAQ) প্রশ্নোত্তর 

প্রশ্ন: ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চির ইন্টারনেট কানেক্টিভিটি কেমন?

উত্তর: এতে Wi-Fi এবং Ethernet কানেক্টিভিটি সাপোর্ট থাকে যা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়।

প্রশ্ন: walton স্মার্ট টিভি ৩২ ইঞ্চি কি  ব্লুটুথ সাপোর্ট করে? 

উত্তর: হ্যাঁ, বেশ কিছু মডেলের ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে বা হেডফোনের সাথে কানেকশন করা যায়। 

প্রশ্ন: ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি কি 4k সাপোর্ট করে? 

উত্তর: না, সাধারণত ফুল এইচডি অথবা এইচডি রেডি রেজুলেশন সাপোর্ট করে।

প্রশ্ন: ওয়ালটন স্মার্ট টিভি কি বিভিন্ন সাইজে পাওয়া যায়?

উত্তর: হ্যাঁ, এটি ২৪ ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যায়। তবে ৩২ ইঞ্চি একটি জনপ্রিয় সাইজ। 

প্রশ্ন: walton স্মার্ট টিভি ৩২ ইঞ্চি কি বিদ্যুৎ সাশ্রয়ী? 

উত্তর: হ্যাঁ, এটি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে, যা আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে দেয়। 

শেষ মন্তব্যঃ ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ

ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি মডেল গুলো খুবই জনপ্রিয় বাংলাদেশের গ্রাহকদের কাছে। কারণ এটি মিডিয়াম এবং খুবই আকর্ষণীয় একটি সাইজ যা সকলে দেখে আকৃষ্ট হয়। উপরিউক্ত সকল আলোচনায় ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ সহ এর বিভিন্ন ফিচার এবং সুবিধা অসুবিধা গুলো নিয়ে আলোচনা করেছি। যারা এই ওয়ালটন ৩২ ইঞ্চি টিভিগুলো ক্রয় করতে চান তারা আজকের পোস্টটি সহকারে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url