ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ | কম বাজেটে সেরা ব্লেন্ডার মেশিন
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ জানাটা জরুরী। কারণ ঘরে ঘরে এখন ব্লেন্ডার মেশিন ছাড়া চলে না। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে ওয়ালটন ব্লেন্ডার মেশিনের চাহিদা আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
সূচিপত্রঃ ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫
- ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫
- ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়ালটন ব্লেন্ডার মেশিন
- বাংলাদেশের ওয়ালটন ব্লেন্ডার মেশিন কেনার আগে জানুন
- ভীষণ ব্লেন্ডার মেশিন এর দাম ও মডেল বাংলাদেশ
- ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
- অনলাইন ব্লেন্ডার মেশিন দাম বনাম শোরুম দাম বাংলাদেশ
- ওয়ালটন ব্লেন্ডার মেশিনের সঠিক ব্যবহার
- ওয়ালটন ব্লেন্ডার মেশিন দিয়ে যেসব কাজ সহজ হয়
- ওয়ালটন ব্লেন্ডার মেশিন সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর
- শেষ মন্তব্যঃ ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ সালে আরো বেশি বৈচিত্র্যপূর্ণ ও গুণমান, উন্নত হয়েছে। বিস্তারিত আলোচনা করব ওয়ালটন ব্লেন্ডার মেশিন এর দাম বিষয়ক তথ্য যা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কেনার ক্ষেত্রে। ওয়াল্টন ব্লেন্ডার মেশিন গুলো বিভিন্ন মডেলের এবং ফিচার অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
ওয়ালটন যেহেতু একটি বাংলাদেশি পণ্য তাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে তাই এই ওয়ালটন ব্লেন্ডার মেশিন বেছে নেয়া ভালো। এর বিভিন্ন ফিচারের মডেল ও বিভিন্ন ক্ষমতা সম্পন্ন মেশিন পাওয়া যায়। এবং এই প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি। চলুন কিছু ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো।
মডেল | মোটর ক্ষমতা | আনুমানিক দাম |
---|---|---|
Walton WBL-13CX25 | ২৫০ ওয়াট | ১,৪৫০ - ১,৯৯৯ |
Walton WBL-13EX25 | ২৫০ ওয়াট | ১,৬৫০ |
Walton WBL-13C330N | ৩৩০ ওয়াট | ২,২৯০ |
Walton WBL-50SL26 | ২৬০ ওয়াট | ১,৪৫০ |
Walton WBL-12TCG5 | ৫০০ ওয়াট | ৩,৩০০ |
Walton WBL-15GC40N | ৪০০ ওয়াট | ২,৬৫০ |
Walton WBL-13PX35N | ৩৫০ ওয়াট | ২,৪২০ |
Walton WBL-13C225N | ৩৫০ ওয়াট | ২,০৬৫ (১২% ছাড়ে) |
Walton WBL-15GC40 | 400ওয়াট | ২,৪৫০ |
Walton WBL-15G35 | 350ওয়াট | ২,১৫০ |
২০২৫ সালে সবচেয়ে জনপ্রিয় ওয়ালটন ব্লেন্ডার মডেল
২০২৫ সালে সবচেয়ে জনপ্রিয় ওয়ালটন ব্লেন্ডার মডেল গুলো খুবই আকর্ষণীয় এবং গুণগত মান সম্পন্ন। কারণ এই মেশিন গুলোর বিভিন্ন উপকারী ফিচার রয়েছে যেগুলো খুবই তথ্যবহুল। বাংলাদেশের বাজারে ওয়ালটনের বেশ কয়েকটি মডেল জনপ্রিয়তা অর্জন করেছে যারা ভাবছেন বাসা বাড়ি কিংবা গিফট দেয়ার জন্য ভালো মানসম্পন্ন ব্লেন্ডার মেশিন কিনতে তারা নিজের এই জনপ্রিয় মডেল গুলো কিনতে পারেন।
Walton WBL-13EX25N
এই মডেলটির ক্ষমতা ২৫০ ওয়াট। জারের ক্যাপাসিটি ১.৩ লিটার (BPA ফ্রি)। এর ভেতরে কয়েকটি জার আছে একটি ব্লেন্ডিং জার, একটি গ্রাইন্ডার। এর কয়েক ধরনের কালার আছে। হালকা ওজনের এবং উজ্জ্বল রঙিন, সহজে ব্যবহারযোগ্য। এ মেশিনের মটর ওভারহিট অতিরিক্ত হিট প্রটেকশন করে। ব্লেড গুলো স্টেনলেস স্টিলের। এই ব্লেন্ড গুলো দিয়ে ব্লেন্ড করার সময় শব্দ কম হয়।
আরো পড়ুন
৬ মাসের ওয়ারেন্টি রয়েছে। এর দাম বিভিন্ন প্লাটফর্মে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ওয়ালটন ই-প্লাজা: ২০৩৮ ঢাকা (১১% ডিসকাউন্ট সহ)। ULA.com.bd: ২০১৫ টাকা (১২% ডিসকাউন্ট সহ)। One Eleven Store: ২২৩০ টাকা।
Walton WBL-15S250
এই মডেলটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এর শক্তিশালী মোটর এবং স্টেইনলেস স্টিলের যার আধুনিক ডিজাইন এবং রান্না ঘরের জন্য একটি চমৎকার পছন্দনীয় একটি মেশিন। ক্ষমতা ৫০০ ওয়াট। গতি প্রায় ২০০০০ RPM, জারের ক্যাপাসিটি ১.৫ লিটার গ্রাইন্ডার জার ১ লিটার চাটনি জার ৫০০ গ্রাম, ব্লেড গুলো স্টেনলেস স্টিলের।
এর সুইচ গুলো LED কন্ট্রোলিং সুইচ ও ইন্ডিকেটর রয়েছে। অতিরিক্ত হেড প্রটেকশন করে। সহজে ব্যবহার ও পরিষ্কার করার সুবিধা রয়েছে। ওয়ালটনের অফিসিয়াল সাইটে এর দাম ৪,১৯০ টাকা। Beemarte এ: দাম ৪০০০ টাকা। Atlantis Decora এ: দাম ৪১৯০।
Walton WBL-15GM75
যদি আরেকটি জনপ্রিয় মডেল ওয়ালটন ব্লেন্ডারের। এটি শক্তিশালী এবং মাল্টি ফাংশন এন্ড ব্লেন্ডার ও মিক্সচার গ্রাইন্ডার। এর ক্ষমতার ৭৫০ ওয়াট। ভোল্টেজ ২২০-২৪০V, ৫০Hz। এর গতি প্রায় 20000 RPM, মোটর কপার ওয়াইন্ডিং। ব্লেন্ডার জার ১.৫ লিটার, গ্রাইন্ডার জার ১.০ লিটার, চাটনি জার ২০০ থেকে ২৫০ গ্রাম। ব্লেড স্টেইনলেস স্টিলের। ওভারহিট প্রটেকশন এর নিরাপত্তা রয়েছে।
খুব উচ্চগতি সম্পন্ন শব্দ হয় না এবং উচ্চ ক্ষমতার মটর দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক এবং সহজে পরিষ্কার যোগ্য ডিজাইন। Walton ই-প্লাজা দাম ৪৯৩৯(১১% ডিসকাউন্টার)। Beemart এ দাম ৫৫৫০ টাকা। Online global shop এ দাম ৪৫৫০ টাকা। Ayashmart এ দাম ৪৮০০ টাকা (বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট)।
বাংলাদেশে ওয়ালটন ব্লেন্ডার মেশিন কেনার আগে জানুন
বাংলাদেশের ওয়ালটন ব্লেন্ডার মেশিন কেনার আগে কিছু তথ্য জানা দরকার। কারণ ইলেকট্রিক পণ্য কেনার আগে এর বিভিন্ন তথ্য সঠিকভাবে জানলে ক্রয় করার সময় বিভ্রান্তিতে পড়বেন না। যেহেতু ওয়ালটন বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড তবে কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকলে সহজেই নিজের চাহিদা অনুযায়ী সেরা মডেলটি বেছে নিতে পারবেন।
আরো পড়ুন
সাধারণত ব্লেন্ডার মেশিন ব্যবহারের জন্য ২৫০-৫০০ w যথেষ্ট। মেশিনের মোটর যত শক্তিশালী হবে পারফরম্যান্স তত ভালো দিবে। তবে প্লাস্টিকের জারি চাইতে স্টেনলেসের জার গুলো খাবার তৈরির জন্য উপযুক্ত। ব্লেন্ডারের দুই থেকে তিনটি জার থাকলে সাধারণত ভালো। ব্লেড যদি স্টিল নাচের হয় তাহলে সেগুলোতে জং ধরে না এবং ধারালো থাকে বেশি।
যে সকল ব্লেন্ডারের সংখ্যা ৪-৫ টি সেগুলোতে ভালো পারফরম্যান্স পাওয়া যায় দ্রুত ব্লেন্ড বা গ্রাইন্ডার করা যায়। ২০২৫ সালে যদি ব্লেন্ডার মেশিন ক্রয় করতে চান তাহলে সাধারণ ব্লেন্ডার গুলো ২০০০-৫০০০ হাজার টাকা এবং মাল্টি ফাংশনাল গ্রাইন্ডার যুক্ত 3500 থেকে 5500 টাকা। যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির মডেলগুলো ৬০০০+ দাম।
কেনার আগে অবশ্যই ওয়ালটন ই-প্লাজা, Daraz,ULA,Beemart ইত্যাদিতে ব্লেন্ডারের রিভিউ গুলো চেক করে নিবেন। এছাড়াও বর্তমানে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে সেগুলো প্র্যাকটিক্যাল ভাবে দেখে আইডিটা নিতে পারেন। যে মেশিনগুলো মোটর শক্তিশালী সেগুলো বিদ্যুৎ খরচ বেশি, তবে কাজ দ্রুত হয়। যেগুলো মডেলের শব্দ কম হয় সেগুলো নিতে পারেন।
ভিশন ব্লেন্ডার মেশিন এর দাম ও মডেল বাংলাদেশ
ভিশন ব্লেন্ডার মেশিন এর দাম ও মডেল বাংলাদেশের বাজারে কেমন যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই পোস্টে ওয়ালটন ব্লেন্ডার মেশিনের দামের সাথে ভিশনের দামের তুলনা পেয়ে যাবেন। ভিশনের যার গুলো স্টেনলেস বডি থাকে। ভিশন ব্লেন্ডার গুলো ৩০০ থেকে ১২০০ ওয়াট পর্যন্ত মডেল হয়।
মডেল | মোটর ক্ষমতা | আনুমানিক দাম |
---|---|---|
VIS-SBL-011 (Crushers) | 750W | ৪,৪৬৯ |
VIS-SBL-015 (DynaMix) | 850W | ৪,১৩৯ |
VIS-SBL-017 (Cyclone) | 850W | ৪,৯৯৫ |
VIS-SBL-022 (1100W) | 1100W | ৫,১৯৯ |
VIS-SBL-023 (1200W) | 1200W | ৫,৫৯৯ |
VIS-PBL-009 (Couple Choice) | 300W | ১,৯৯০ |
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্ন: ২০২৫ সালের ওয়ালটন ব্লেন্ডার মেশিনের দাম কত?
উত্তর: সাধারণ মডেল ১৪৫০-২২০০, গ্রাইন্ডার সহ মডেল ২৫০০ থেকে ৪৫০০, মাল্টি ফাংশনাল মডেল ৫০০০+টাকা।
প্রশ্ন: কোথায় থেকে ওয়ালটন ব্লেন্ডার কিনলে দাম কম পড়ে?
উত্তর: অনলাইন প্লাটফর্ম যেমন ওয়ালটন ই-প্লাজা, দারাজ, অ্যান্ড pickaboo তে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়।
প্রশ্ন: কিস্তিতে (EMI) কি ওয়ালটন ব্লেন্ডার কেনা যায়?
উত্তর: হ্যাঁ, WALTON শোরুম এবং অনলাইন ই-প্লাজাতে কিস্তিতে কেনা যায়। শর্ত অনুযায়ী ৩-১২ মাসের EMI সুবিধা রয়েছে নির্দিষ্ট ব্যাংক কার্ডে অথবা শোরুমের নিজস্ব ফাইন্যান্স প্লানের মাধ্যমে।
প্রশ্ন: ওয়ালটন ব্লেন্ডারের সাথে ওয়ারেন্টি কি থাকে?
উত্তর: প্রায় সব ওয়ালটন ব্লেন্ডার মেশিনে ৬ মাস -১ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে কিছু মডেলের উপর বাড়তি ওয়ারেন্টি পাওয়া যায়।
প্রশ্ন: ওয়ালটন ব্লেন্ডার মেশিন কত ওয়াটার পাওয়া যায়?
উত্তর: ১৫০w-৭৫০w ওয়াটের মধ্যে পাওয়া যায়।
অনলাইন ব্লেন্ডার মেশিন দাম বনাম শোরুম দাম ২০২৫
অনলাইন ব্লেন্ডার মেশিন দাম বনাম শোরুম দাম 2025 সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে তাহলে আজকে পোস্টটি সম্পন্ন করে আপনারা জেনে নিতে পারেন। বর্তমানে প্রযুক্তির বিকাশের সাথে অনেকেই অনলাইনেই অন্য কিনতে পছন্দ করেন অনেক সময় পণ্যের দামের ভিন্ন হয় ২০২৫ সালে ওয়ালটন কেনার সময় আপনি কোথায় থেকে কিনবেন সেটা বুঝে নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ।
অনলাইন দামের সুবিধা
- অনলাইনে ব্লেন্ডার মেশিন বাজে কোন প্রোডাক্ট কিনতে গেলে ডিসকাউন্ট অফার থাকে কিছু ক্ষেত্রে। যেমন ওয়ালটনের ই-প্লাজা, দারাজ, প্রাইস বিডি, বিডি স্টল ইত্যাদিতে ১০% থেকে ১৫% ১৫ ডিসকাউন্ট পাওয়া যায়।
- বিকাশ নগর বা কার্ড পেমেন্ট অতিরিক্ত ৫% থেকে ১০% ছাড় থাকে।
- জার্নি বা বাইরে বের হওয়ার ঝামেলা থাকে না ঘরে বসেই অর্ডার করা যায়, সময় নষ্ট হয় না এবং ডেলিভারি চার্জ অনেক সময় ফ্রি থাকে।
- অনলাইনে বিভিন্ন সাইটে ঘুরে ঘুরে দাম তুলনা করে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে।
- ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে অর্থাৎ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পণ্যের দাম দেওয়া যায়।
শোরুম দামের সুবিধা
- শোরুমে দামের সুবিধা বলতে পণ্য সরাসরি দেখে যাচাই করে ক্রয় করা যায় এবং কোয়ালিটি চেক করার সুবিধা রয়েছে।
- শোরুম থেকে কিনলে ঝামেলা হীন ওয়ারেন্টি এবং গ্যারান্টি কার্ড এবং তাদের সাথে সরাসরি দামাদামি করে ক্রয় করা যায়।
- তাৎক্ষণিক ব্যবহার করার সুযোগ রয়েছে অর্থাৎ পণ্য কিনার আগে সেখানে তারা ব্যবহার করে বা অন্যটি টেস্ট করে দেন।
- শোরুম থেকে কিনলে সাধারণত ডিসকাউন্ট কম থাকে তবে নির্দিষ্ট অফারের ক্ষেত্রে আলাদা বিষয়।
- সুরমা বিভিন্ন ধরনের কালার পছন্দ করে যাচাই বাছাই করে নেওয়া যায়।
- শোরুম থেকে কিনলে বিভিন্ন ধরনের ডেমো এবং গাইডলাইন এর মাধ্যমে সহায়তা পাওয়া যায়।
ওয়ালটন ব্লেন্ডার মেশিনের সঠিক ব্যবহার
ওয়ালটন ব্লেন্ডার মেশিনের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ টিপস জানা থাকলে রান্নার ক্ষেত্রে আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। চলুন এর গুরুত্বপূর্ণ ব্যবহারবিধি ও রক্ষণাবেক্ষণ টিপস গুলো উল্লেখ করা যাক। Walton ব্লেন্ডার মেশিন কেনার পরে প্যাকেটের ভেতরে ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালটি পড়ে বুঝে কোন পার্টস কিভাবে কাজ করে এগুলো জেনে নিতে পারেন।
সঠিক পরিমাণে উপাদান ব্যবহার করুন অতিরিক্ত ব্লেন্ডারের চাপ দিবেন না, বেশি চাপ দিলে জারের ক্যাপাসিটি বা মোটর নষ্ট হতে পারে। কারণ মোটরে যত চাপ পড়বে একে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ব্লেন্ডার করার সময় যাদের ঢাকনা ভালোভাবে লাগাতে হবে নইলে ছিটকে পড়ে যেতে পারে প্রয়োজনে হাত দিয়ে হালকা চেপে ধরতে পারেন।ধাপে ধাপে এই স্পিড ব্যবহার করুন প্রথমে low স্পিডে শুরু করুন পরে high স্পিডে যান। low স্পিডে অল্প অল্প করে ব্যবহার করলে মটরের চাপ কম পড়ে। অতিরিক্ত গরম খাবার কিংবা ঠান্ডা বরফ সরাসরি দিবেন না। প্রথমে হালকা ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করুন। মোটরে যেন পানি না যায় সেভাবে সাবধানতা অবলম্বন করুন।
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দিয়ে যেসব কাজ সহজ হয়
ওয়ালটন ব্লেন্ডার মেশিন দিয়ে যেসব কাজ সহজ হয় তার মধ্যে বিশেষ করে এটি মসলা পিষে রান্না করার জন্য বেশি উপযুক্ত। আদা, রসুন, জিরা, ধনে, শুকনা মরিচ, ভেজা পেঁয়াজ বা বেরেস্তা ব্লেন্ড করার সহজ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফলের জুস আম, কলা, তরমুজ, আপেল, পেয়ারা দিয়ে জুস বানানো, মিল্কশেক ইত্যাদি সহজে বানানো যায়।
ডালের বড়া খাওয়ার জন্য ডাল ভিজে রেখে ডাল ব্লেন্ড পেঁয়াজ, মরিচ বাটা ইত্যাদি দিয়ে ব্লেন্ড করে ভর্তা বানানো যায়। ডেজার্ট খাবার যেমন কেক বানানোর ক্ষেত্রে ডিম, চিনি, দুধ, ময়দা ব্লেন্ড করে পুডিং, কাস্টার ইত্যাদি তৈরি করা অনেক সুবিধা হয়। দই,লাচ্ছি, বোরহানি মিক্স, আমসত্ত, আচার, বেল শরবত, শরবতের সিরাপ, ব্লেন্ড করা যায়।
ওয়ালটন ব্লেন্ডার মেশিন সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর
প্রশ্ন: walton ব্লেন্ডার কেনার সময় কি দেখে নিতে হবে?
উত্তর: মোটর পাওয়ার, ব্লেডের কোয়ালিটি, জার মেটেরিয়াল, ওয়ারেন্টি এবং প্রয়োজনীয় গ্রাইন্ডার ফিচার দেখে নেওয়া ভালো।
প্রশ্ন: ব্লেন্ডার চালাতে কত ওয়াটের বিদ্যুৎ লাগে?
উত্তর: হেভি ডিউটি মডেলের জন্য ৩৫০w থেকে ৭৫০ w এর মত বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার করে।
প্রশ্ন: ওয়ালটন ব্লেন্ডার মেশিন কোথায় সার্ভিস করানো যায়?
উত্তর: walton অথোরইজড সার্ভিস সেন্টার বাংলাদেশের ৭০০+লোকেশন আছে।
প্রশ্ন: কাঁচা মাছ বা মাংস ব্লেন্ড করা যায় কি?
উত্তর: হ্যাঁ, তবে হেভি ডিউটি বা গ্রাইন্ডার ফিচার যুক্ত মডেল ব্যবহার করা উত্তম।
প্রশ্ন: ব্লেন্ডার চালানোর সময় দুর্গন্ধ হয় কেন?
উত্তর: নতুন মেশিনে প্রথম দুই-তিনবার সামান্য মোটরের গন্ধ হতে পারে, দীর্ঘ মেয়েদের সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন।
শেষ মন্তব্যঃ ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫
২০২৫ সালে ওয়ালটন ব্লেন্ডার মেশিন বিভিন্ন মডেলের তৈরি হয়েছে। যেহেতু এটি বাংলাদেশী ব্র্যান্ড তাই টিভি ফ্রিজ থেকে শুরু করে ব্লেন্ডার মেশিন সকল কিছু ভালই সার্ভিস দেয়। রান্নার কাজকে সহজ দ্রুত এবং আরামদায়ক করে তুলতে ভালো ব্লেন্ডার মেশিনের গুরুত্ব অপরিসীম। আর ওয়ালটন সেই দিক থেকে বাংলাদেশের গ্রাহকদের বিশ্বাসযোগ্য আস্থা অর্জন করেছে। এবং কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। গুরুত্ব সকল আলোচনার প্রেক্ষিতে ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন।
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url