১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় ও মুনাফা কত
সূচিপত্রঃ এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- প্রতি এক লক্ষ টাকায় সুদের হার কত টাকা
- সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- যদি এক লক্ষ টাকায় ইসলামী ব্যাংকের মাসিক মুনাফার হিসাব
- ব্যাংকে টাকা রাখা ও মুনাফা সম্পর্কিত প্রশ্ন উত্তর
- বিভিন্ন ব্যাংকের মাসিক মুনাফা প্রতি ১ লক্ষ টাকায় কত
- ব্যাংকে ৫ লক্ষ টাকায় মাসিক মুনাফা বা আয়
- দশ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- পোস্ট অফিসে লাখে কত টাকা দেয়
- ব্যাংকে ১ লক্ষ টাকায় মাসে কত টাকা পাওয়া যায় এ বিষয়ে প্রশ্ন উত্তর
- শেষ মন্তব্যঃ ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় এ প্রশ্নের উত্তর জানার আগে জেনে নেয়া যাক কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাংকের মাসিক আয়। বর্তমান সময়ে অনেকেই টাকা নিরাপদ স্থানের রাখার জন্য ব্যাংকে টাকা রাখছেন। কিন্তু ব্যাংকের মাসিক মুনাফা কত এ সম্পর্কে জানেন না। বিভিন্ন ব্যাংকের মুনাফার হার ভিন্ন ভিন্ন হয়।
কেউ চাকরি থেকে অবসর নেওয়ার পরে কেউ জমানো টাকা এবং কেউ ব্যবসায়ের লভ্যাংশের হার বিভিন্ন কারণে ব্যাংকে টাকা রাখা সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে কত মুনাফার হার এ সম্পর্কে অনেকেরই কম বেশি জানা নেই। ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে যে মুনাফা পাওয়া যায় এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর।
যেমন ব্যাংকের ধরনের উপর অর্থাৎ সরকারি নাকি বেসরকারি ব্যাংক, একাউন্টের ধরন বিশেষ করে সেভিংস একাউন্ট, এফডিআর একাউন্ট এবং স্কিম ডিপোজিট বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন ব্যাংকের অর্থ রাখার মেয়াদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে আবার সুদের হার ও ভিন্ন। বাংলাদেশের অনেক সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে যেগুলো ভালো সুদ প্রদান করে থাকে।
প্রতি ১ লক্ষ টাকায় সুদের হার কত টাকা
প্রতি ১ লক্ষ টাকায় সুদের হার কত এ প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোন ব্যাংকে কোন ধরনের একাউন্ট এবং কত হার সুদে টাকা রাখছেন তার ওপর নির্ভর করে। ব্যাংক থেকে দুই মাধ্যমে ওষুধ পাওয়া যায় এক হচ্ছে সঞ্চয় হিসাব আরেকটি হচ্ছে ফিক্সড ডিপোজিট। সঞ্চয় হিসাবে ব্যাংকে টাকা রাখলে টাকা যে কোন সময় উত্তোলন করা সম্ভব।
এছাড়া দৈনন্দিন লেনদেনের উপযোগী বলা যায়। সঞ্চয় হিসেবে কোন ঝামেলা হয় না। সঞ্চয়ী হিসাব অনুযায়ী এক লক্ষ টাকায় মাসিক আয় ধরা যাক ৩ শতাংশ তাহলে (১০০০০০×৩%)÷১২=৩০০০÷১২=২৫০ টাকা প্রায়। এবং মেয়াদী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট/FDR হিসাব অনুযায়ী সুদের হার বেশি। এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে মোটা অংকের সুদ পাওয়া যায়।
আরো পড়ুনঃ মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার ৪০টি লাভজনক ব্যবসায়িক আইডিয়া
ফিক্সড ডিপোজিট হিসাবে ব্যাংকের বার্ষিক সুদের হার সাধারণত ৬%-৯%। যদি এক লক্ষ টাকায় মাসিক আয় ধরা হয় ৮ শতাংশ তাহলে (১০০০০০×৮%)÷১২=৮০০০÷১২=৬৬৬ টাকা প্রায়। তাহলে এক লক্ষ টাকায় মাসিক আয় দুইভাবে সম্ভব এবং সঞ্চয় হিসেবে সুবিধা যেকোনো সময় টাকা উত্তোলন করা যাবে এবং ফিক্সড ডিপোজিটে মেয়াদ শেষে তুলতে হবে।
সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায় এটি নির্ভর করবে আমানতের ধরন ওষুধের হার কামনা করার উপর। সোনালী ব্যাংকে মাসিক মুনাফা স্কিমে (monthly benefit scheme) বার্ষিক সুদের হার ৬% থেকে ৭%। তাহলে ৭% হার সুদে সোনালী ব্যাংক থেকে মাসে পাওয়া যাবে ৫৮৩ টাকা।
স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট করলে সুদের হার উপরিউক্ত আলোচনা অনুযায়ী প্রতি মাসে ৫০০ থেকে ৫৮৩ টাকা। তবে এই টাকা প্রতি মাসে তোলা যাবে না এককালীন ফিক্স ডিপোজিট এর মেয়াদ শেষ হলে তারপরে পাওয়া যাবে। সঞ্চয় হিসেবে সোনালী ব্যাংকের বার্ষিক সুদের হার ৩%-৪%। যদি যদি সুদের হার ৩.৫% ধরা হয় তাহলে মাসিক আয় ২৯১.৬৭ টাকা।
ব্যাংকের নীতির উপর নির্ভর করে সুদের হার সময়ের সাথে পরিবর্তিত হয়। তবে সোনালী ব্যাংক যেহেতু সরকারি অনুমোদনপ্রাপ্ত তাই ব্যাংক দেউলিয়া হলেও টাকা ফেরত পাওয়া যাবে। কারণ বাংলাদেশ সরকার এ টাকা ফেরত দেয়ার ক্ষমতা রাখেন।
প্রতি ১ লক্ষ টাকায় ইসলামী ব্যাংকের মাসিক মুনাফার হিসাব
প্রতি ১ লক্ষ টাকায় ইসলামী ব্যাংকের মাসিক মুনাফার হিসাব ব্যাংকের নির্দিষ্ট স্কিম ও মুনাফার অনুযায়ী হয়। সাধারণত ইসলামী ব্যাংক তাদের মুদারাবা মাসিক মুনাফা স্কিম এর মাধ্যমে গ্রাহকদের মাসিক মুনাফা প্রদান করে থাকে। সাধারণত ইসলামী ব্যাংকে বার্ষিক মুনাফার ৭% থেকে ৮%পর্যন্ত হতে পারে। সেই হিসেবে মাসিক মুনাফা যদি 7.5% হয় তাহলে প্রতি মাসে পাওয়া যাবে ৬২৫ টাকা।
আরো পড়ুনঃ প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ বি এল সি সঞ্চয় হিসাব বিনিয়োগ বৈদেশিক মুদ্রা লেনদেন রেমিটেন্স সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক আছে। বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ২.৩৫ কোটি। ব্যাংকটির মুনাফার হার সময় ও ব্যাংকের নীতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
ব্যাংকে টাকা রাখা ও মুনাফা সম্পর্কিত প্রশ্নোত্তর
প্রশ্ন: ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়?
উত্তর: ব্যাংকের ধরন ও সুদের হার ভিন্নতা থাকতে পারে তবে সাধারণত ৬০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত পাওয়া যায় ফিক্সড ডিপোজিট বা মাসিক স্কিমে।
প্রশ্ন: কোন ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়?
উত্তর: সাধারণত অগ্রণী, জনতা, বেসিক ব্যাংকে তুলে আমলের বেশি মনে ভাব পাওয়া যায়।
প্রশ্ন: ফিক্সড ডিপোজিট করলে মাসে কত টাকা পাওয়া যাবে ১ লক্ষ টাকায়?
উত্তর: সুদের হার যদি ৮% ধরা হয় তাহলে মাসে প্রায় ৬৬৬ টাকা পাওয়া যাবে।
প্রশ্ন: সঞ্চয়ী হিসাবে এক লক্ষ টাকা রাখলে কত টাকা পাওয়া যাবে?
উত্তর: সাধারণত ব্যাংকভেদে ২০০ থেকে ৪০০ টাকার মতো মাসিক সুদ পাওয়া যাবে।
প্রশ্ন: ব্যাংকে এক লক্ষ্য টাকা রাখলে কত বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে?
উত্তর: যদি সুদের হার ৮% ধরা হয় তবে প্রায় ৯ বছর লাগবে।
বিভিন্ন ব্যাংকের মাসিক মুনাফা প্রতি ১ লক্ষ টাকায় কত
বিভিন্ন ব্যাংকের মাসিক মুনাফা প্রতি এক লক্ষ টাকায় কত এ ব্যাপারে যারা এখনো জানেন না তারা আজকের এই পোস্ট থেকে ব্যাংকের মুনাফা সম্পর্কিত ধারণা পেয়ে যাবেন এর জন্য পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। নিচে বিভিন্ন ব্যাংকের মাসিক মুনাফা বা আয় সম্পর্কে তালিকা তৈরি করে দেয়া হলো।
ব্যাংকের নাম | বার্ষিক মুনাফা ও সুদের হার | ১ লক্ষ টাকায় মাসিক আয় |
---|---|---|
সোনালী ব্যাংক পি এল সি | ৭.২৫% হতে ৭.৭৫ % | row1 col 3 |
অগ্রণী ব্যাংক পি এল সি | ৭ % হতে ৭.৫০ % | ৭২৫ হতে টাকা ৭৭৫ টাকা(-) ১৫% ভ্যাট |
জনতা ব্যাংক পি এল সি | ৭.৫০ % হতে ৮ % | ৭৫০ হতে ৮০০ টাকা (-) ১৫% ভ্যাট |
রূপালী ব্যাংক পি এল সি | ৬.৫০ % হতে ৭ % | ৬৫০ হতে ৭০০টাকা(-) ১৫% ভ্যাট |
ইসলামী ব্যাংক পি এল সি | ৯.৩৫ হতে ১০.৭০ % | ৯৩৫ হতে ১০৭০ টাকা(-) ১৫% ভ্যাট |
বাংলাদেশ কৃষি ব্যাংক | ৬ % হতে ৭ % | ৬০০ হতে ৭০০ টাকা(-) ১৫% ভ্যাট |
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক | ৭.৫০ % হতে ৮.২৫ % | ৭৫০ হতে ৮২৫ টাকা (-) ১৫% ভ্যাট |
বেসিক ব্যাংক লিমিটেড | ৪ % হতে ৮ % | ৪০০ হতে ৮০০ টাকা(-) ১৫% ভ্যাট |
ব্রাক ব্যাংক লিমিটেড | ৯.২৫ হতে ৯.৭৫ % | ৯২৫ হতে ৯৭৫ টাকা(-) ১৫% ভ্যাট |
ন্যাশনাল ব্যাংক | ১৩.৪০ % | ১৩৪০ টাকা(-) ১৫% ভ্যাট |
এক্সিম ব্যাংক | ১৩.৪৩ % | ১৩৪৩ টাকা(-) ১৫% ভ্যাট |
ডাচ্-বাংলা ব্যাংক | ৭ % হতে ৭.২০ % | ৭০০ হতে ৭২০ টাকা (-) ১৫% ভ্যাট |
আইএফআইসি ব্যাংক | ৭ % হতে ৯.৭৫ % | ৭০০ হতে ৯৭৫ টাকা (-) ১৫% ভ্যাট |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৭ % হতে ৭.৫০ % | ৭০০ হতে ৭৫০ টাকা (-) ১৫% ভ্যাট |
পূবালী ব্যাংক | ৭ % হতে ৭.৫০ % | ৭০০ হতে ৭৫০ টাকা(-) ১৫% ভ্যাট |
সিটি ব্যাংক | ৮.০৫ % হতে ১০ % | ৮০৫ হতে ১০০০ টাকা (-) ১৫% ভ্যাট |
ব্যাংক এশিয়া | ১০.৪২ % | ১০৪২ টাকা(-) ১৫% ভ্যাট |
ব্যাংকে ৫ লক্ষ টাকায় মাসিক মুনাফা বা আয়
ব্যাংকে ৫ লক্ষ টাকায় মাসিক মুনাফা বা আই কত টাকা পাওয়া যাবে এটি নির্ভর করবে কোন ধরনের অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন সঞ্চয়ী মেয়াদী নাকি মাসিক স্কিমে ইত্যাদির ওপর। সঞ্চয়ী হিসেবে পাঁচ লক্ষ টাকায় বার্ষিক সুদের হার ২% থেকে ৪% হলে মাসিক আয় হবে ১২৫০ টাকা। মেয়াদী আমানত বা ফিক্সড ডিপোজিট এর বার্ষিক সুদের হার ৮% হলে মাসিক আয় ৩৩৩০ টাকা।
ব্যাংকের নাম | সুদের হার (বার্ষিক) | মাসিক আয় (প্রায়) |
---|---|---|
সোনালী ব্যাংক পি এল সি | ৭.৫% – ৮% | ৩,১২৫ – ৩,৩৩০ টাকা |
অগ্রণী ব্যাংক পি এল সি | ৭.৮% (গড়) | ৩,২৫০ – ৩,৩৫০ টাকা |
জনতা ব্যাংক পি এল সি | ৮% | ৩,১২৫ – ৩,৩৩০ টাকা |
রূপালী ব্যাংক পি এল সি | ৭.৮% (গড়) | ৩,১২৫ – ৩,৩৩০ টাকা |
ইসলামী ব্যাংক পি এল সি | ৭% | ২,৯১০ – ৩,০০০ টাকা |
ব্র্যাক ব্যাংক | ৭.৫% (গড়) | ৩,১২৫ টাকা |
ডাচ্-বাংলা ব্যাংক | ৭.৫% – ৮% | ৩,১২৫ – ৩,৩৩০ টাকা |
১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যাবে এটি নির্ভর করবে ব্যাংকে একাউন্টে ধরন, সুদের হার বাম মুনাফার ওপর এছাড়া ট্যাক্স কাটা হচ্ছে কিনা এরপর নির্ভর করে। চলুন নিচে জনপ্রিয় স্কিম গুলোর হিসাব বিস্তারিত আলোচনা করা যাক।
১০ লক্ষ টাকায় ব্যাংকে সঞ্চয়ী হিসাবে বার্ষিক সুদের হার ৩% ধরা হলে মাসিক আয় ২৫০০ টাকা। যদি ব্যাংকের ফিক্স ডিপোজিট হিসেবে ১০ লক্ষ টাকা রাখতে চান তাহলে এককালীন মেয়াদী আমানত হিসেবে মাসে ৬৬৬০ টাকা পাওয়া যাবে যদি বার্ষিক সুদের হার ৮% ধরা হয়। মাসিক আইসক্রিমে দশ লক্ষ টাকায় সুদের হার বার্ষিক ৮% ধরা হলে মাসিক আয় ৬৬৬০ টাকা।
ইসলামী ব্যাংকে ১০ লক্ষ টাকা রাখা হলে যদি বার্ষিক মুনাফার হার ৭%-৮% ধরা হয় তাহলে মাসিক আই হবে ৬০০০ থেকে ৬৬০০ টাকা। যদি TIN সার্টিফিকেট থাকে তাহলে সুদের উপর ১০% ভ্যাট কাটা হয়। আর যদি TIN না থাকে তাহলে ১৫ পার্সেন্ট ভ্যাট কাটে।
পোস্ট অফিসে লাখে কত টাকা দেয়
পোস্ট অফিসে লাখে কত টাকা দেয় এটি নির্ভর করবে আপনি কোন ধরনের সঞ্চয় স্কিমে বা সঞ্চয়পত্রে টাকা রাখছেন সেটার উপর। বাংলাদেশের পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে সুদের হার ভিন্ন ভিন্ন হয়। চলুন পোস্ট অফিসে নাকে কত টাকা দিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা যাক।
মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রের মেয়াদ ৩ বছর হলে এবং বার্ষিক সুদের হার ৮% হলে প্রতি এক লক্ষ টাকায় মাসিক আই ৬ হাজার ৬৬৬ টাকা।
মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রের মেয়াদ ৩ থেকে ৫ বছর প্রতি তিন মাসে একবার মুনাফা পাওয়া যায়। অর্থাৎ এক লক্ষ টাকায় পোস্ট অফিসে তিন মাসে মুনাফা পাওয়া যায় ২০০০ থেকে ২২০০ টাকা, মাসিক হিসেবে ৬৫০ থেকে ৭৫০ টাকা।
পোস্ট অফিসে সাধারণ সঞ্চয় হিসাব বার্ষিক ২.৫% থেকে ৪% হারে এক লক্ষ টাকায় মাসিক আয় প্রায় ২৫০ টাকা।
এছাড়া মেয়াদী আমানত অথবা টাইম ডিপোজিট এর মেয়াদ ১ থেকে ৫ বছর হলে স্কিম ভেদে সুদের হার ৮% হলে ১ লক্ষ টাকায় মাসিক আয় ৬৬৬ টাকা।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তুললে সুদের হার কমে যেতে পারে এবং চার্জ কাটতে পারে। TIN থাকলে সুদের উপর ১০% ট্যাক্স অতিরিক্ত ভ্যাট কাটে। এবং TIN না থাকলে 15% ভ্যাট কাটে।
১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় এ বিষয়ে প্রশ্ন উত্তর
প্রশ্ন: ব্যাংক সুদ কি হালাল?
উত্তর: ইসলামি দৃষ্টিকোণ থেকে সুদ হারাম, ইসলামিক ব্যাংকে মুনাফা ভিত্তিক সেবা পাওয়া যায়।
প্রশ্ন: মোবাইলে কোন অ্যাপে FDR করা যায়?
উত্তর: কিছু ব্যাংকের অ্যাপ যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এর মাধ্যমে FDR করা যায়।
প্রশ্ন: সুদের হার পরিবর্তন হয় কি?
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার উপর ভিত্তি করে ব্যাংকগুলো মাঝে মাঝে সুদের হার পরিবর্তন করে।
প্রশ্ন: কি সময়ের জন্য এফডিআর করলে ভালো রিটার্ন পাব?
উত্তর: সাধারণত এক বছর বা তার বেশি সময়ের জন্য এফডিআর করলে বেশি সুদ পাওয়া যায়।
প্রশ্ন: এক লক্ষ টাকা রেখে মাসে ১০০০ টাকায় সম্ভব কি?
উত্তর: না, সাধারণত ব্যাংকিং পদ্ধতিতে তা সম্ভব নয়।
শেষ মন্তব্যঃ ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
অবশেষে বলা যায় যে যারা নিজেদের উপার্জিত অর্জন অর্থাৎ টাকা ব্যাংকে রাখতে চান তারা চাইলে ফিক্স ডিপোজিট অথবা সঞ্চয়ী হিসাব অনুযায়ী ব্যাংকে টাকা রাখতে পারেন। তবে ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় আশা করি উপরে আলোচনায় বুঝতে পেরেছেন।
ব্যাংকের ১ লক্ষ টাকা রাখার চেয়ে যদি সেই টাকা কোন একটি কাজে কিংবা যেমন গয়না, জমি এবং আরো অন্যান্য জিনিস কিনে রাখেন পরবর্তীতে সেটি ডাবল টাকায় বিক্রি করতে পারবেন। ১ লক্ষ টাকায় ব্যাংক থেকে খুব কম পরিমাণে মুনাফা পাওয়া যায় তাই সে টাকা কোন একটি ইনভেস্ট করতে পারেন।
202511
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url