এসএসসি পাশে পার্ট টাইম জব সকল জেলার জন্য ২০২৫
সূচিপত্রঃ এসএসসি পাশের পার্ট টাইম জব
- এসএসসি পাশে পার্ট টাইম জব
- ঢাকা মোহাম্মদপুর পার্ট টাইম জব
- পার্ট টাইম জব উত্তরা ২০২৫
- পার্ট টাইম জব ঢাকা ২০২৫
- রংপুরে পার্ট টাইম জব ২০২৫
- এস এস সি পাশে পার্ট টাইম জব সম্পর্কিত সাধারণ প্রশ্ন উত্তর
- এসএসসি পাশে পার্ট টাইম জব ২০২৫
- কল সেন্টারে পার্টটাইম জব
- পার্ট টাইম জব চট্টগ্রাম ২০২৫
- এসএসসি পাশে পার্ট টাইম চাকরি সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর
- শেষ মন্তব্যঃ এসএসসি পাশে পার্ট টাইম জব
এসএসসি পাশে পার্ট টাইম জব
এসএসসি পাশে পার্ট টাইম জব রয়েছে। পার্ট টাইম জব মূলত পড়াশোনার পাশাপাশি কোন একটা সেক্টরে বা প্রতিষ্ঠানে ৬-৭ ঘন্টা চাকরি করা বুঝায়। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব সীমার কারণে অনেক পরিবার তাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে, যার ফলে অনেকে এসএসসি পাস অথবা ইন্টার পড়ুয়া ছেলেমেয়েরা পার্ট টাইম জব খোঁজেন।
তবে ভালোভাবে খোঁজ নিলে অথবা বিডি জবসের মাধ্যমে অনেক ধরনের এসএসসি পাশের পার্ট টাইম জব পাওয়া যায় যারা আগ্রহী রয়েছেন তারা bdjobs এ একাউন্ট খুলে পার্ট টাইম জব গুলো খুঁজে নিতে পারেন। তবে বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ সেই হিসেবে পার্ট টাইম জব এরমধ্যে ফ্রিল্যান্সিং, ফুড ডেলিভারি, টিউটর, রেস্টুরেন্টে ওয়েটার ইত্যাদি জব গুলো ভালো।
ঢাকা মোহাম্মদপুর পার্ট টাইম জব
ঢাকা মোহাম্মদপুর পার্ট টাইম জব সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। ঢাকার মোহাম্মদপুর এলাকায় পার্ট টাইম জবের বিভিন্ন সুযোগ রয়েছে। বর্তমানে মোহাম্মদপুরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে যার ফলে এই এলাকায় জব পাওয়ার সম্ভাবনা থাকে। চলুন মোহাম্মদপুরে কিছু পার্ট টাইম জব সম্পর্কে তথ্য তুলে ধরা যাক।
- এসএসসি পাশে প্যাকিং অফিসার পদে ফুল টাইম চাকরির সুযোগ রয়েছে। নিয়োগকর্তা সৈয়দ মেহেদী হাসান। আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত নিয়োগ কারীর ওয়েবসাইট এর নাম http://falaqfood.com
- মোটরসাইকেল মেকানিক পদে বারো হাজার টাকা বেতনে এসএসসি পাশে রাইডার্স এম্পায়ার নামক প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে।
- অফিস সহকারি পদে জারিন চৌধুরী নামে একজন নিয়োগকর্তা মহিলা কর্মী নিয়োগ দিচ্ছেন।
- থেরাপিস্ট পদে ফুল টাইম চাকরির জন্য নিয়োগ দিচ্ছেন। তবে এখানে দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে। যাদের স্পা থেরাপিস্ট এ ধরনের অভিজ্ঞতা আছে তারা এ পদে আবেদন করতে পারবেন।
- সাজঘর হারবাল এন্ড বিউটি পার্লার পি এম মোহাম্মদপুর ঢাকা তে মেকআপ আর্টিস্ট পদে ফুল টাইম জবের সুযোগ দিচ্ছেন। তবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- স্যার সাপোর্ট এক্সিকিউটিভ পদে ফুল টাইম কাজের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময়সীমা ২০ এপ্রিল ২০২৫।
পার্ট টাইম জব উত্তরা ২০২৫
পার্ট টাইম জব উত্তরা ২০২৫ বলতে আসলে বোঝানো হয়েছে 2025 উত্তরায় পার্ট টাইম কিছু জাবের অফার রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী হন। উত্তরা এলাকায় পার্টটইম।
আরো পড়ুনঃ Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ ২০২৫
- সেলফ এক্সিকিউটিভ পদে চাকরি। অন্য বাসা বা বিক্রয় গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন ও বজায় রাখা হয় ভালো যোগাযোগ দক্ষতা বিক্রয় কৌশল সম্পর্কে জ্ঞান বেতন প্রতিষ্ঠান ও কাজের উপর নির্ভরশীল। নিয়োগ কারি Abriana it.
- মার্কেটিং এক্সিকিউটিভ পদে দায়িত্ব যেমন বাজার গবেষণা প্রচারণা পরিকল্পনা ও বাস্তবায়ন মার্কেটিং কোষা সম্পর্কে জ্ঞান সৃজনশীলতা। নিয়োগ গাড়ি আলম ইঞ্জিনিয়ারিং এন্ড সন।
- নিয়োগ গাড়ি প্রাইভেট ড্রাইভার চাকরি ফুলটাইম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ও লেভেল। তবে অভিজ্ঞতা পাঁচ বছর। আবেদনের সময় সীমা ৩১ মার্চ ২০২৫। নিয়োগকারী private service holder.
- পদের নাম সহকারী সুপারভাইজার, জবের ধরন ফুল টাইম, এসএসসি পাস, কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই আবেদনের সময়সীমা ৩০ মার্চ ২০২৫। আবেদনকারী raselkhan.
- পদের নাম সিকিউরিটি গার্ড চাকরি ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা জেএসসি অথবা এসএসসি কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই। আবেদনের সময়সীমা ২৩ এপ্রিল ২০২৫। নিয়োগকারী steel security service limited.
- পদের নাম বাইকার এন্ড সাইকলিং নিয়োগ। চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা psc বা এসএসসি কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই। আবেদনের সময়সীমা ৩১ মার্চ ২০২৫। নিয়োগ গাড়ি chaldal LTD
পার্ট টাইম জব ঢাকা ২০২৫
পার্ট টাইম জব ঢাকা ২০২৫ সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ বর্তমানে এমন একটা যুগ জ্বলছে যেখানে চাকরির খুবই অভাব। তাই অনেকেই ঢাকাতে জাবের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু সঠিক জায়গা বা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না। ঢাকাতে অনেক পার্ট টাইম জব রয়েছে যেগুলো আপনি করতে পারবেন চলুন কিছু জব সম্পর্কে জানা যাক।
- পদের নাম রিক্রুটিং এজেন্সির মার্কেটিং অফিসার। চাকরির ধরন ফুল টাইম এবং শিক্ষাগত যোগ্যতা এস এস সি অথবা ও লেভেল এক বছর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময়সীমা ১০ এপ্রিল ২০২৫। নিয়োগ কারি green world overseas।
- স্টিল গার্ড সিকিউরিটি কোম্পানিতে নিয়োগের জন্য কিছু সংখ্যক সিকিউরিটি সুপারভাইজার প্রয়োজন। ফুল টাইম চাকরি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ও লেভেল। আবেদনের সময় সীমা 9 এপ্রিল ২০২৫। নিয়োগকারী Saurav Hossain.
- প্রাইভেট ড্রাইভার এ নিয়োগ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ও লেভেল কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সময়সীমা ৩১ মার্চ ২০২৫। নিয়োগকারী private service holder.
- পদের নাম আফটার সেলস এক্সিকিউটিভ। শিক্ষা মতে যোগ্যতা এইচএসসি বা এ লেভেল চাকরির ধরন ফুল টাইম। আবেদনের সময় সীমা ৪ মে ২০২৫। নিয়োগকারী new Nasir and brothers.
- পদের নাম টেলি মারকেটিং এক্সিকিউটিভ পার্ট টাইম মহিলা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি অথবা এসএসসি আবেদনের সময়সীমা ১৫ মে ২০২৫। নিয়োগ গাড়ি BKMC consultancy.
রংপুরে পার্ট টাইম জব ২০২৫
রংপুরে পার্ট টাইম জব ২০২৫ বিভিন্ন সুযোগ রয়েছে। বিশেষ করে নিজ এলাকা অথবা নিজ জেলায় পার্ট টাইম জব পেলে স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলাতে জবের সুযোগ রয়েছে। তবে যারা যবে আগ্রহী তারা bdjobs থেকে বিভিন্ন ধরনের জাবের সার্কুলার গুলো দেখে নিতে পারেন। চলুন রংপুরে কিছু সম্ভাব্য চাকরির তালিকা অভিবাদন দেয়া যাক।
পদের নাম কম্পিউটার অপারেটর। পার্ট টাইম বেতন আলোচনা সাপেক্ষ শিক্ষকতা যোগ্যতা এসএসসি অথবা ও লেভেল। আবেদনের সময়সীমা ৩১ মার্চ ২০২৫। নিয়োগ কারি lab assistant. কাজের সময়সীমা ছয় ঘন্টা।
আরো পাড়ুনঃ প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ
পদের নাম কেয়ারটেকার এবং হেলপার। কাজের ধরন ফুলটইম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা লেভেল। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ কারি আমজাদ হোসেন। লোকেশন জাহাজ কম্পানি মোড়, রংপুর।
হোমিওপ্যাথিক চিকিৎসা সম্প্রসারণ এর লক্ষ্যে কিছু সংখ্যক চিকিৎসা পদ্ধতি নিয়োগ দেওয়া হবে। কাজের ধরন ফুলটাই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা লেভেল কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ কারী Dr. Shahadat Hossain.লোকেশন কলেজ পাড়া, রংপুর।
ক্যারিয়ার কাউন্সিলর পদে ৩ জন কে নিয়োগ দেয়া হবে। লোকেশন লালবাগ মোড়, রংপুর। চাকরির ধরন ফুল টাইম সে ক্ষমতা যোগ্যতা psc অথবা এসএসসি কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিয়োগ করি MD biplab Islam.
এস এস সি পাশে পার্ট টাইম জব সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
প্রশ্ন: এসএসসি পাশের পর চাকরি পেতে কি অভিজ্ঞতা দরকার?
উত্তর: অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না তবে যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার জ্ঞান থাকলে ভালো হয়।
প্রশ্ন: কোন কোন সেক্টরে পার্টটাইম চাকরির সুযোগ বেশি?
উত্তর: ই কমার্স, কাস্টমার সার্ভিস, টেলি মার্কেটিং ফুড ডেলিভারি, অনলাইন টিউশন, ডাটা এন্ট্রি ইত্যাদি।
প্রশ্ন: পার্ট টাইম চাকরির সময়সীমা কতক্ষণ হতে পারে?
উত্তর: সাধারণত দৈনিক চার থেকে ছয় ঘন্টা তবে কোম্পানির শর্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে।
প্রশ্ন: এসএসসি পাশের পর কিভাবে পার্টটাইম চাকরির জন্য আবেদন করতে হয়?
উত্তর: অনলাইন জব পোর্টাল, সোশ্যাল মিডিয়া, বিডি জবস এবং সরাসরি অফিসে গিয়েও আবেদন করা যায়।
প্রশ্ন: কোন অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া সম্ভব?
উত্তর: হ্যাঁ, অনেক চাকরিতে ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায়।
এসএসসি পাশে পার্ট টাইম জব ২০২৫
এসএসসি পাশে পার্ট টাইম জব ২০২৫ বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে। তবে আপনার পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ করে নিতে পারেন এর জন্য আপনার পছন্দমত জব বেচে নিতে পারেন বিভিন্ন প্লাটফর্ম থেকে। এসএসসি পাশে বিভিন্ন ধরনের পার্টটাইম জব রয়েছে যেগুলো দৈনন্দিন জীবনে পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। কিছু চাকরির তালিকা দেওয়া হল।
আরো পড়ুন
কল সেন্টার এজেন্ট হিসেবে এসএসসি পাশেই চাকরি পাওয়া যায়। কারণ এখানে গ্রাহকদের ফোন কলের মাধ্যমে সেবা প্রদান ও বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। ভালো কথা বলার এবং কমিউনিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের সময় এবং ধরন প্রতিষ্ঠান এর উপর নির্ভর করে।
পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় প্রান্তের সাথে কথা বলা এবং সুসম্পর্ক তৈরি এ ধরনের চাকরি কে সেলস এক্সিকিউটিভ বলা হয়। এ ধরনের চাকরি এসএসসি পাশেই করা সম্ভব।
এছাড়া রয়েছে ডেলিভারি রাইডার। এ ধরনের চাকরি এসএসসি পাশের যোগ্যতায় করা সম্ভব তবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং ডেলিভারির সময় প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেবেন।
গ্রাফিক্স ডিজাইনার এর কাজ করতে কোন যোগ্যতার প্রয়োজন হয় না। এসএসসি ছাড়াও জেএসসি অথবা পি এস সি পাশেও এ ধরনের জব করা যায়। তবে এজন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে এরপর বিভিন্ন কোম্পানির ব্যানার লোগো পোস্টার ইত্যাদি ডিজাইন তৈরি করে দিতে পারবেন।
এছাড়াও রয়েছে কন্টেন্ট রাইটিং এর কাজ। কন্টাক্ট রাইটিং করতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না এসএসসি পাস হলেও চলবে। ব্লগ বা আর্টিকেল কোন ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করে দেওয়ার যোগ্যতা বা অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। এসএসসি পাশে এধরনের কাজ করা যায়। এজন্য কম্পিউটারের বিভিন্ন তথ্য ইনপুট ও পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। দ্রুত টাইপিং এবং কম্পিউটারের জ্ঞান থাকা জরুরী।
আরেকটি রয়েছে প্রাইভেট বা হোম টিউটর।পড়াশোনার পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রীরা তারা পার্ট টাইম জব হিসেবে টিউশনি কে বেছে নিয়েছে। চাইলে আপনিও আপনার দক্ষতা দিয়ে বিষয় ভিত্তিক হোম টিউশনি করাতে পারেন।
এ ধরনের জব গুলো পেতে bdjobs অথবা chakri.com ইত্যাদি ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারেন। এগুলোতে বিভিন্ন ধরনের চাকরির অফার রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুলে ধরা হয়। এছাড়াও ফেসবুকে চাকরির গ্রুপ রয়েছে যেগুলো থেকে খুব সহজে আপনি আপনার যোগ্যতা সম্পন্ন চাকরি কে বেছে নিতে পারেন।
কল সেন্টারে পার্ট টাইম জব
কল সেন্টারে পার্ট টাইম জব অনেক শিক্ষার্থীরা খুঁজে থাকেন তবে কাঙ্খিত কোন ফলাফল পান না। কল সেন্টারে পার্ট টাইম জব করতে হলে সেখানে কাজের ধরন, যোগ্যতা, বেতন সুবিধা ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কল সেন্টারে জব মূলত গ্রাহকের সাথে ফোনে কথা বলা কাস্টমার সাপোর্ট সেলস মার্কেটিং ডেলি মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার।
এ সকল কাজে গ্রাহকের প্রশ্নের উত্তর দেয়া অভিযোগ গ্রহণ করা সমাধান দেওয়া নতুন গ্রাহকের আকর্ষণ করা কোম্পানির সেবা বা প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেওয়া। এ ধরনের জব এর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেও হয়। তবে এইচএসসি কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি দেওয়া হয়।
কল সেন্টারের পার্ট টাইম জব করা যায় এবং ফুল টাইম করা যায়। অনেকের সাধারণত চার থেকে ছয় ঘন্টা সকাল সন্ধ্যা সিফট থাকে এবং কিছু কোম্পানিতে রাতের শিফট পাওয়া যায়। কল সেন্টারে জব পাওয়ার জন্য BD jobs chakri.com bikroy jobs ইত্যাদিতে আবেদন করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াই call centre jobs in Bangladesh এই গ্রুপে খোঁজ নিতে পারেন।
এছাড়া যারা নির্দিষ্ট কোন কল সেন্টারে জব করতে আগ্রহী তারা নির্দিষ্ট কিছু কোম্পানির ওয়েবসাইট যেমন Teletalk, Grameenphone, Banglalink, Robi Ajker deal, pathau ইত্যাদিতে সার্চ করে জব অফার গুলো দেখে নিতে পারেন।
পার্ট টাইম জব চট্টগ্রাম ২০২৫
পার্ট টাইম জব চট্টগ্রাম ২০২৫ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। কারণ যারা চট্টগ্রামে বসবাস করেন অথবা সেখানে পড়াশোনা করে সে রকম কিছু শিক্ষার্থী বা লোকজনের জন্য সম্ভাব্য কিছু চাকরির তালিকা ও তাদের বিবরণ দেওয়া হলো।
জরুরী ভিত্তিতে চট্টগ্রামের আগ্রাবাদে দারোয়ান নিয়োগ দেওয়া হচ্ছে। চাকরির সময় ফুলটাইম বেতন ১১০০০-১২৫০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি অথবা এসএসসি আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল ২০২৫। নিয়োগকারী রুবেল।
চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনীতে ক্লাউড কিচেন কাজ করার জন্য একজন সহকারী মেয়ে প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা পিএসসি অথবা জেএসসি। আবেদনের সময়সীমা ১৫ জুন ২০২৫। নিয়োগ কারি cloud kitchen. চাকরির ধরেন ফুল টাইম। বেতন আলোচনা সাপেক্ষ।
এসএসসি পাশে পার্ট টাইম চাকরি সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর
প্রশ্ন: এসএসসি পাশে কি সরকারি পার্ট টাইম চাকরি পাওয়া যায়?
উত্তর: সাধারণত সরকারি পার্টটাইম চাকরি খুব কম পাওয়া যায়, তবে বিভিন্ন প্রকল্প বা আউটসোর্সিং এর মাধ্যমে সুযোগ পাওয়া যেতে পারে।
প্রশ্ন: পার্ট টাইম চাকরির জন্য কি কোন সার্টিফিকেট দরকার?
উত্তর: অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আবার অনেক ক্ষেত্রে হয় না, তবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদির ক্ষেত্রে সার্টিফিকেট থাকলে ভালো হয়।
প্রশ্ন: এসএসসি পাশে পার্ট টাইম চাকরিতে কত টাকা ইনকাম করা সম্ভব?
উত্তর: কাজের ধরন অনুযায়ী প্রতি মাসে ৫০০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
প্রশ্ন: এসএসসি পাসের জন্য কি অনলাইনে কাজের সুযোগ আছে?
উত্তর: হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, অনলাইন টিউশন ইত্যাদি কাজ করা যায়।
প্রশ্ন: এসএসসি পাসের পরে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি?
উত্তর: অনলাইনে কোর্স করে এবং ছোট কাজ দিয়ে শুরু করা যায়।
শেষ মন্তব্যঃ এসএসসি পাশে পার্ট টাইম জব
পার্ট টাইম জব অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে। কারণ বিভিন্ন শ্রেণীর লোকজন আছে যারা পার্ট টাইম জব খুঁজে থাকেন। তবে পার্টটাইম জব করা ভালো এ ধরনের জব করলে অভিজ্ঞতা বাড়ে, ইনকাম করা যায় এবং পাশাপাশি পড়াশোনাও করা যায়। তবে পার্ট পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। আপনারা যারা পার্ট টাইম জব করতে চান তারা অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে পছন্দমত পার্ট টাইম জব সার্চ করতে পারেন।
202511
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url