ফেসবুকে কত ভিউ কত টাকা ও আয় বৃদ্ধির কার্যকারী টেকনিক

ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায় এ প্রশ্নের উত্তর অনেকেই খুঁজে থাকেন। সঠিক গাইডলাইন এবং ফেসবুকের সকল নীতিমালা অনুযায়ী কাজ করলে আপনিও পেতে পারেন ফেসবুক থেকে ইনকাম। ফেসবুক থেকে আয় করা অনেকের স্বপ্ন।
ফেসবুকে-কত-ভিউ-কত-টাকা
কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেকেই বুঝে উঠতে পারেন না। এছাড়াও ফেসবুকের বিভিন্ন পলিসি রয়েছে যেগুলো সম্পর্কে জানা দরকার। আজকে আপনাদের সাথে ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় ফলোয়ার সংখ্যা কত হলে আয় হয় এ সকল কিছু আলোচনা করব। 

সূচিপত্রঃ ফেসবুকে কত ভিউ কত টাকা 

ফেসবুকে কত ভিউ কত টাকা 

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় এটি বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে ফেসবুকে টাকা মূলত কোথা থেকে আসে। ফেসবুকে ইনকাম হয় অ্যাড দেখানোর মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানি গুলো facebook কোম্পানিকে বড় অঙ্কের টাকা দিয়ে থাকেন। এবং সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা কনটেন্ট ক্রিয়েটারদের দিয়ে থাকেন এবং সেই টাকার কিছু অংশ ফেসবুক নিজের জন্য রাখেন।

ফেসবুক থেকে আয় করতে হলে ফেসবুক থেকে মনিটাইজেশন একটি জনপ্রিয় উপায়। ফেসবুক কত ভিউতে কত টাকা দেয় তা নির্ভর করে কনটেন্টের ধরন, instream apps বা ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেখিয়ে আয়, ভিউয়ারের দেশ, বিজ্ঞাপন দাতাদের বিনিয়োগ, ও RMP (revenue per mille) এর ওপর।

আরো পড়ুনঃ Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ ২০২৫

বাংলাদেশ ফেসবুক থেকে প্রতি ১০০০ ভিউতে $১-$১০ অর্থাৎ ১ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত আয় করা যায়। এছাড়া ফেসবুকে ভিউ থেকে ইনকাম বিজ্ঞাপনদাতার চাহিদার উপর নির্ভরশীল। অর্থাৎ যদি কোন ভিডিওতে বেশি লাইক কমেন্ট ও শেয়ার থাকে তাহলে বিজ্ঞাপন ভালোভাবে চলে এবং ইনকাম বাড়ে। 

১০০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় 

১০০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। ফেসবুকের RPM বা প্রতি ১০০০ ভিউতে আই ভিন্ন ভিন্ন হতে পারে। দেশ ভেদে RPM কম বেশি হতে পারে। যেমন উন্নত দেশে (USA UK Canada) RPM বেশি এবং বাংলাদেশের তুলনামূলক কম। তবে ১০০০ ভিউতে যদি এক ডলার হয় তাহলে ১০০০০ ভিউতে হবে ১০ ডলার।

ফেসবুকের হিসাব মূলত প্রতি ১০০০০ ভিউতে গড় হিসাব করা হয়। In stream ads অর্থাৎ লম্বা ভিডিওর ক্ষেত্রে প্রতি ১০ হাজার ভিউতে ইনকাম $১০-$১০০=(১২২০-১২২০০) টাকা। অন্যথায় ফেসবুক রিলস এর ক্ষেত্রে প্রতি ১০০০০ ভিউতে ইনকাম $২-$২০=(২৪৪-২৪৪০) টাকা। তবে এ সকল ক্ষেত্রে। ফেসবুকের ইনকাম পরিবর্তনশীল। 

এছাড়া যদি আপনার ভিডিও RPM ৫ ডলার হয় তাহলে দশ হাজার ভিউতে আপনি ৫০ ডলার পাবেন। ফেসবুক থেকে ইনকামের ক্ষেত্রে RPM গুরুত্বপূর্ণ। কারণ এটি আপনার ইনকাম বোঝার জন্য দরকার কোন কনটেন্ট বেশি ইনকাম দিচ্ছে তা বুঝতে সাহায্য করে। RPM উন্নত মানের ভিডিও তৈরি ও ভালো বিজ্ঞাপন পাওয়ার সুযোগ করে দেয়। 

ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় 

ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এ ধরনের প্রশ্ন অনেক ফেসবুক ব্যবহারকারীদের মনে হয়ে থাকে। অনেকে মনে করেন ফেসবুকে ভিডিও ছাড়লেই টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এ ধারণাটি ভুল। কারণ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অনেক কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো পূরণ ছাড়া কখনো সম্ভব নয়। 

ফেসবুকের শর্তাবলী পূরণের ক্ষেত্রে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানো। ফলোয়ার না থাকলে ফেসবুকে ইনকাম সম্ভব নয়। তবে যারা মনে করছেন যে ফলোয়ার থাকলেই ফেসবুক থেকে ইনকাম হবে সেটাও ভুল ধারণা। কারণ ফলোয়ারের পাশাপাশি ওয়াচ টাইম থাকতে হবে ফেসবুক শর্তাবলী অনুসারে। 

আরো পাড়ুনঃ প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ

ফেসবুক থেকে ইনকামের জন্য অবশ্যই আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ফলোয়ারের পাশাপাশি সর্বশেষ ২ মাস অর্থাৎ ৬০ দিনে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম হতে হবে। এই শর্ত দুটি পূরণ হলেই কেবলমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম সম্ভব। দুইটি শর্ত পূরণ হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। 

এছাড়া ফেসবুক থেকে আরো ইনকাম করতে চাইলে  আরো বিভিন্ন উপায়ে ইনকাম সোর্স রয়েছে যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। যখন আপনার ফলোয়ার এবং ভিউয়ার্স এর সংখ্যা বেশি হবে তখন আপনি স্পন্সরের মাধ্যমে ইনকাম শুরু করতে পারেন। তবে ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে লোকজনের চাহিদা সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। 

তবে আরেকটু মজার বিষয় হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম বলতে মূলত ফেসবুক পেজ থেকে ইনকাম কে বুঝায়। অর্থাৎ আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার এবং গত ৬০ দিনে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে রিলস বাদে কমপক্ষে ৩ মিনিট দৈর্ঘ্যের ভিডিও থাকতে হবে, এছাড়া ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা 

ফেসবুকে এক মিলিয়ন ভিউতে কত টাকা আয় হয় তা নির্ভর করে RPM অর্থাৎ প্রতি এক হাজার ভিউতে আয়ের পরিমাণের ওপর। আয়ের পরিমাণ নির্ভর করে দর্শকের দেশ, কন্টেন্টের ধরন বিজ্ঞাপন দাদাদের বাজেট ইত্যাদির ওপর। চলুন যারা এখনো এ ব্যাপারে জানে না তাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করি।

ফেসবুকে-কত-ভিউ-কত-টাকা
ভিউয়ের পরিবর্তে ইনকাম বিভিন্ন কারণে বিভিন্ন রকম হতে পারে। কারণ আপনার ভিডিও যদি বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ১ মিলিয়ন ভিউ হয় এর পরিবর্তে আপনি ১০০ থেকে ২০০ ডলার পেতে পারেন। কিন্তু সেই একই ভিডিও যদি আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে এক মিলিয়ন ভিউ হয় তাহলে এর পরিবর্তে ১-২ হাজার ডলার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। 

এছাড়া বিভিন্ন ক্যাটাগরির ওপর ডলার ইনকাম কম বেশি হতে পারে। যেমন কমেডি ভিডিও, এগ্রিকালচার, ইসলামিক ভিডিও, সট ভিডিও, সামাজিক ভিডিও, শর্ট ফিল্ম, ইভেন্ট ভিডিও, পড়ালেখার ভিডিও এ সকল ভিডিও গুলোতে সাধারণত ১ মিলিয়ন ভিউ হলে ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত ইনকাম করা যায়।

কিন্তু যারা টেকনোলজি আর্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির অথবা অনলাইন ভিত্তিক কোর্স এ জাতীয় ভিডিও গুলোর কারণে এক মিলিয়ন ভিউ হয় এর পরিবর্তে সাধারণত ৪০০ থেকে ৫০০ ডলার ইনকাম করা যায়। অর্থাৎ ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ১ মিলিয়ন ভিউয়ের ইনকাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আশা করি কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন।

ফেসবুক ভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নোত্তর 

প্রশ্ন: ফেসবুকে ভিউ কিভাবে গণনা করা হয়? 

উত্তর: ফেসবুকে ৩ সেকেন্ড বা তার বেশি সময় দেখা হলে সেটি একটি ভিউ হিসেবে গণনা হয়। 

প্রশ্ন: এক ব্যক্তি একাধিকবার দেখলে একাধিক ভিউ গণনা হয়? 

উত্তর: হ্যাঁ, একজন ব্যক্তি পুনরায় দেখলেও তা নতুন ভিউ হিসেবে গণনা হতে পারে। 

প্রশ্ন: ফেসবুক reels এর ভিউ গণনা কিভাবে হয়?

উত্তর: কেউ এক সেকেন্ডের বেশি সময় দেখলেই তা ভিউ হিসেবে ধরবে। 

প্রশ্ন: RPM কি? 

উত্তর: RPM এর পূর্ণরূপ হল Revenue per mille, যার অর্থ পড়তে ১০০০ ভিউতে আয়। 

প্রশ্ন: ফেসবুক ভিউ থেকে সরাসরি টাকা পাওয়া যায় কি? 

উত্তর: না, শুধু মনিটাইজড ভিডিওতেই ইনকাম পাওয়া যায়।

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় এটি নির্ভর করে কনটেন্ট দর্শকের দেশ মনিটাইজেশন পদ্ধতি ও এনগেজমেন্ট এর উপর। কারণ অনেকে ফেসবুক থেকে মাসে ১০০-১০০০০+ডলার পর্যন্ত ইনকাম করতে পারে, অনেক সময় বড় ক্রিয়েটরদের ক্ষেত্রে এটি লাখ কিংবা কোটি টাকাও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

লম্বা ভিডিওতে বিজ্ঞাপন

ফেসবুক থেকে ইনকামের প্রধান উপায় হচ্ছে ভিডিও আপলোড করা। নিয়মিত বড় ভিডিও আপলোড করে এবং সে ভিডিওতে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা যায়। তবে এর জন্য কিছু ফেসবুকের নীতিমালা আছে সেগুলো অবশ্যই পূরণকৃত হতে হবে। লম্বা ভিডিওতে বিজ্ঞাপন, ৫০০০ ফলোয়ার ও ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।

১০০K(১ লাখ) ভিউ=২০ থেকে ১০০০ ডলার 

১M(১০ লাখ)=$২০০-$১০০০+

শর্ট ভিডিও বা reels মনিটাইজেশন

৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের  ভিডিও থাকতে হবে। এবং প্রতি ১০০০ ভিউতে ১০ ডলার প্লাস ইনকাম হতে পারে। এছাড়াও ফেসবুকে শর্ট ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম সম্ভব। তবে মনিটাইজেশন পাওয়ার জন্য ৫০০০ ফলোয়ার বা ৬০০০০ মিনিট ওয়াচ টাইম ৩০ প্লাস সেকেন্ডের রিলস তৈরি করলে বেশি ইনকাম হয়। প্রতি ১০০০০ ভিউতে $০.২০-$২+ইনকাম হতে পারে।

১০০K(১ লক্ষ)=২০-২০০+ ডলার 

১K(১০ লক্ষ্য)=২০০ থেকে ২০০০+ডলার 

এছাড়া আরো রয়েছে ফেসবুক স্ট্রিমিং থেকে আয়, ব্র্যান্ড স্পন্সরশিপ ইনকাম। বাংলাদেশ ১০০০k+ফলোয়ারের পেজে প্রতি পোস্টে ১০০ থেকে ১০০০+ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ভিডিওর ভিউ ও মনিটাইজেশনের ধরন অনুযায়ী facebook থেকে আয়ের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

ফেসবুক রিলসে ভিউ বাড়িয়ে টাকা আয় 

ফেসবুক রিল সে ভিউ বাড়িয়ে টাকা আয় করার সহজ উপায় সম্পর্কে যদি না জানেন তাহলে আজকের পোস্ট থেকে জেনে নিতে পারেন। ফেসবুক বর্তমান সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই শর্ট ভিডিও তৈরি করে বড় আয় করতে পারেন। তবে এর জন্য কিছু কৌশল অনুসরণ করতে হবে, যাতে বেশি ভিউ পান এবং ইনকাম বৃদ্ধি করতে পারেন।

  • আকর্ষণীয় কনটেন্ট তৈরি করুন। অর্থাৎ বর্তমান ট্রেন্ডিং বিষয় বেছে নিন, ফানি ও এন্টারটেইনিং ভিডিও তৈরি করুন ,ইনফরমেটিভ ও শিক্ষামূলক কনটেন্ট যেগুলো মানুষ বেশি পছন্দ করে। এ ধরনের ভিডিওতে আয় খুব দ্রুত বাড়ে। 
  • ভালো থাম্বনেইল ও টাইটেল ব্যবহার করুন যেন মানুষ দেখে আকৃষ্ট হয় এবং ভিডিও দেখার প্রতি আগ্রহ বাড়ে। ভিডিও টাইটেল আকর্ষণীয় ও সংক্ষেপ হওয়া উচিত। 
  • এসইও ব্যবহার করুন অর্থাৎ আপনার রিলসে রিলেটেড জনপ্রিয় কিছু হ্যাশট্যাগ ব্যবহার করুন যাতে ভিডিও আরো মানুষের কাছে পৌঁছে যায়। যেমন #trending, #reels, ইত্যাদি।
  • ভিডিওর দৈর্ঘ্য সংক্ষিপ্ত রাখুন অর্থাৎ এক মিনিটের মধ্যে ভিডিও সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন মূলত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম তাই ভিডিও অতিরিক্ত দীর্ঘ করা যাবে না কারণ এতে দর্শকের দেখার আগ্রহ কমে যায়।
  • রিলস ভাইরাল করার জন্য বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও শেয়ার করলে আপনার ভিডিও আরো বেশি মানুষের কাছে পৌঁছাই যার ফলে ভিউ বাড়ে, এছাড়া ফেসবুক গ্রুপে বা কমিউনিটিতে শেয়ার করতে পারেন। 
  • দর্শকের সাথে এনগেজমেন্ট বাড়ান অর্থাৎ কমেন্টের উত্তর দেওয়া। ভিডিওতে দর্শকের কমেন্ট গুলোতে উত্তর দিলে এনগেজমেন্ট বাড়ে, ফলে ভিডিও বেশি ভিউ পাবে, ভিডিও শেষে দর্শকের মন্তব্য করতে উৎসাহিত করার চেষ্টা করুন। 
  • জনপ্রিয় ইন প্ল্যান্ট স্যারদের সাথে কোলাবরেশন করুন এবং এর ফলে আপনি তাদের ফলোয়ারদের কাছে পৌছাতে পারবেন এবং ভিউ করাতে পারবেন।
  • ফেসবুকের অ্যালগরিদম বুঝার চেষ্টা করুন অর্থাৎ নিয়মিত সঠিক কনটেন্ট পোস্ট করুন তাহলে অ্যালগরিদম অনুযায়ী আপনার ভিডিওটি ফেসবুকের নিউজফিডে বেশি দেখাবে।

ফেসবুকে বিভিন্ন ভিউ সংখ্যায় ইনকাম 

ফেসবুকে বিভিন্ন ভিউ সংখ্যা ইনকাম সিস্টেমের মধ্যে RPM ও দর্শকের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ভিউ সংখ্যাই বাড়াতে কিভাবে পরিবর্তিত হতে পারে নিচে সেগুলো চুল তুলে ধরা যায়। ফেসবুক থেকে ইনকাম করতে হলে অনেক কিছু জানতে এবং নীতিমালা ফলো করতে হবে। তবে কিভাবে ইনকাম করা যায় এবং কত টাকা ইনকাম করা যায় তা জানা জরুরি। 

ফেসবুকে-কত-ভিউ-কত-টাকা

  • RPM প্রতি ১০০০ (১k) ভিউতে ০.২০-২ ডলার সম্ভাব্য ইনকাম। বাংলাদেশী টাকায় ২০-২০০ টাকা। 
  • RPM প্রতি ১০০০০(১০k) ভিউতে ০.৫০-৪ ডলার সম্ভাব্য ইনকাম, বাংলাদেশী টাকায় ৫০০-৪০০০ টাকা। 
  • RPM প্রতি ৫০০০০(৫০k) ভিউতে ১-৭ ডলার, সম্ভাব্য ইনকাম ৫০-৩৫০ ডলার, বাংলাদেশী টাকায় ৫০০০-৩৫০০০ টাকা। 
  • RPM প্রতি ১ লাখ (১০০k) ভিউতে ২-১০ ডলার, ২০-১০০০ ডলার সম্ভাব্য ইনকাম, বাংলাদেশী টাকায় ২১০০-১০০০০০ টাকা।
  • RPM প্রতি ৫ লাখ (৫০০k) ভিউতে ৫-১৫ ডলার, সম্ভাব্য ইনকাম ২৫০-৭৫০০ ডলার, বাংলাদেশী টাকায় ২৫০০০-৭৫০০০ টাকা। 
  • ১০ লাখ (১M) ভিউতে ১০-২০ ডলার, সম্ভাব্য ইনকাম ২০০-১০০০০ ডলার, বাংলাদেশী টাকায় ২০০০০-১০০০০০ টাকা। 
  •  RPM প্রতি ৫০ লাখ (৫M) ভিউতে ২০-৫০ ডলার, সম্ভাব্য ইনকাম ১০০০-২৫০০০ ডলার, বাংলাদেশী টাকায় ১-২৫ লক্ষ টাকা। 
  • RPM প্রতি এক কোটি (১০M) ভিউতে ৩০-৭০ ডলার, সম্ভাব্য ইনকাম ৩০০০-৭০ হাজার, বাংলাদেশী টাকায় ৩-৭ লক্ষ টাকা। 

ফেসবুকে ইনকাম কত হবে তা ভিউয়ের সংখ্যা RPM দর্শকের দেশ ও কনটেন্টের ধরন এর উপর নির্ভর করে তবে নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করে ভিডিও শেয়ারিং এর মাধ্যমে ভিউ বাড়ানো সম্ভব যা আই বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপায় বলা যায়। এছাড়াও আপনার কনটেন্ট টি ব্র্যান্ড স্পন্সরশিপ এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আরো লাভজনক হতে পারে। 

ফেসবুকে কত ভিউ কত টাকা সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর 

প্রশ্ন: ফেসবুকে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাওয়া যায়? 

উত্তর: ফেসবুকে প্রতি ১০০০ ভিউতে ০.২০-১০ ডলার পর্যন্ত আয় হতে পারে তবে অবশ্যই আপনার কনটেন্ট দর্শক ও বিজ্ঞাপনের উপর নির্ভর করে। 

প্রশ্ন: বাংলাদেশ RPM কত? 

উত্তর: বাংলাদেশের গড় RPM ০.২০-২ ডলার তবে কিছু ক্ষেত্রে ৫ ডলার পর্যন্ত হতে পারে। 

প্রশ্ন: ফেসবুক স্টারস কি? 

উত্তর: লাইভ স্ট্রিমিং দেখে ভক্তরা স্টার পাঠালে ইনকাম হয়। 

প্রশ্ন: ফেসবুক রিলিস থেকে টাকা কিভাবে আসে?

উত্তর: Reels ads, Bonus program, Sponsorship ইত্যাদির মাধ্যমে ইনকাম হয়।

প্রশ্ন: ফেসবুক ওয়াচ এ ভিউ বাড়ানোর কৌশল কি? 

উত্তর: ভিডিও শেয়ার করুন, গ্রুপে পোস্ট করুন, ভালো ক্যাপশন ব্যবহার করুন। 

প্রশ্ন: ভিউ বাড়ানোর জন্য কি বুস্ট করা দরকার? 

উত্তর: না, অর্গানিক কৌশলে ভিউ বাড়ানো গেলে বেশি লাভজনক হয়। 

শেষ মন্তব্যঃ ফেসবুকে কত ভিউ কত টাকা 

উপরোক্ত সকল আলোচনায় বলা যায় যে ফেসবুক থেকে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করছে। তবে মূলত ফেসবুক থেকে নয় ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হয়। আর যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে বর্তমানে ট্রেনিং কিছু টপিক্স নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করতে পারেন। এবং সেই ভিডিও বিভিন্ন গ্রুপ কিংবা ফ্রেন্ডের সাথে শেয়ার করে ভিউ সংখ্যা বাড়াতে পারেন যার ফলে ইনকাম দ্রুত সম্ভব। আশা করি ফেসবুকে কত ভিউ কত টাকা এ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url