গ্রো কেয়ার আইটির সাধারণ টার্মস অ্যান্ড কন্ডিশন
গ্রো কেয়ার আইটি দেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি। গ্রো কেয়ার আইটির মূল লক্ষ্য সফল ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা তৈরি করা, যাতে দেশের বেকারত্ব দূর করে বাংলাদেশকে একটি উন্নত ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা যায়। আমরা বিশ্বাস করি, শুধুমাত্র নিজেকে দক্ষ করলেই চলবে না সেই দক্ষতাগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই নিজেদের বেকারত্ব দূর করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।
নিচে গ্রো কেয়ার আইটি-এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরা হলো, যা আমাদের কর্মী ও সার্ভিস গ্রহীতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণঃ
- কাজ জমা দেওয়ার নিয়মঃ যারা গ্রো কেয়ার আইটিতে বাংলা আর্টিকেল রাইটার পদে কাজ করছেন, তাদের প্রতিনিয়ত নির্ধারিত সময়ে কাজ জমা দিতে হবে। পরপর দুইদিন কাজ জমা দিতে ব্যর্থ হলে পূর্ব কোন নোটিশ ছাড়াই আপনার চাকরি বাতিল করা হবে।
- কনটেন্টের সীমাবদ্ধতাঃ গ্রো কেয়ার আইটিতে কখনো সরকারবিরোধী, আইনবিরোধী, ধর্মবিরোধী, এবং কাউকে আক্রমণ করে এমন কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।
- উপকারী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টঃ গ্রো কেয়ার আইটি সবসময় এমন কনটেন্ট প্রকাশ করে যা তথ্যপূর্ণ এবং সেবামূলক। আমাদের লক্ষ্য হলো, আমাদের আর্টিকেলগুলো পড়ে সবাই উপকৃত হতে পারে।
- সোশ্যাল মিডিয়া দক্ষতাঃ গ্রো কেয়ার আইটি-তে যারা কাজ করবেন বা যারা আমাদের সার্ভিস গ্রহণ করবেন, তাদের অবশ্যই Google, Facebook, Twitter, Instagram, YouTube, এবং LinkedIn সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনায় দক্ষ হতে হবে।
- ইংরেজি জ্ঞানঃ ইংরেজি বলতে না পারলেও ইংরেজি পড়ে এবং শুনে বুঝতে সক্ষম হওয়া বাধ্যতামূলক।
- কর্মীর গুণাবলিঃ আপনাকে অবশ্যই ধৈর্যশীল, কর্মঠ এবং সৎ হতে হবে।
- সার্ভিস সংক্রান্ত শর্তঃ যদি কখনো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্রো কেয়ার আইটি বন্ধ করতে হয়, সেক্ষেত্রে সার্ভিস গ্রহীতারা কোনো আর্থিক বা অন্যান্য দাবি করতে পারবেন না।
আমাদের লক্ষ্য হলো সকলকে প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের সফলতার পথে এগিয়ে নিতে সহায়তা করা।
আপনার আস্থা এবং সহযোগিতার জন্য ধন্যবাদ
গ্রো কেয়ার আইটি
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url