শান্তা নামের ইসলামিক অর্থ কি - শান্তা নামের বিখ্যাত ব্যক্তি
পোস্টার সূচিপত্রঃ শান্তা নামের ইসলামিক অর্থ কি
- শান্তা নামের ইসলামিক অর্থ কি
- শান্তা নামটি কুরআন ও হাদিসের আলোকে
- শান্তা নামের ইসলামিক বৈশিষ্ট্য
- শান্তা নামের ব্যক্তি কেমন হয়
- শান্তা নামটি কোন ভাষার শব্দ
- শান্তা নামটি ছেলে নাকি মেয়েদের জন্য উপযুক্ত
- শান্তা নামের সাথে মিলিয়ে বাংলা আরবি উর্দু নাম
- সন্তান নামে কিছু বিখ্যাত ব্যক্তি
- শান্তা নামের ইংরেজি বানান
- শান্তা নাম নিয়ে কিছু (FAQ) প্রশ্নোত্তর
- শেষ মন্তব্যঃ শান্তা নামের ইসলামিক অর্থ কি
শান্তা নামের ইসলামিক অর্থ কি
শান্তা নামের ইসলামিক অর্থ কি? জানার জন্য পোস্টটি সম্পূর্ণ পড়ুন তাহলে শান্তা সম্পর্কে যত কিছু তথ্য আছে সকল কিছু আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন শান্তা নামটি আপনার ছোট্ট সোনামনির জন্য সঠিক কিনা। প্রথমেই আমরা বলব শান্তা নামের ইসলামিক অর্থ শান্ত, ধৈর্যশীল যা ইসলামে প্রশংসিত গুণ।
এক কথায় যদি বলতে যাই তাহলে শান্তা নামটি অবশ্যই একটি সুন্দর নাম। আপনারা চাইলেই আপনাদের আত্মীয়-স্বজন কিংবা ছোট্ট বাচ্চার নাম রাখতে পারেন। শান্তা নামটি মূলত মেয়ে বাচ্চার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। শান্তা নামের অর্থ যেহেতু সুন্দর তাই এ নামটি নির্দ্বিধায় রাখতে পারেন। তবে অনেকেই শান্তা নামটিকে একটু ঘুরিয়ে শান্তি রাখতে পারেন।
শান্তা নামটি কুরআন ও হাদিসের আলোকে
শান্তা নামটি কুরআন ও হাদিসের আলোকে যাচাই করতে চাইলে শান্তা নামটি কুরআনের কোথাও লেখা নাই। তবে কুরআন ও হাদিসের আলোকে বলতে গেলে কোন বাচ্চার নাম রাখার আগে অবশ্যই তার অর্থ যাচাই করে এবং সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই কুরআন ও হাদিসে সান্তা নামটি উল্লেখ নাই কিন্তু যেহেতু শান্তা নামের অর্থ ধৈর্যশীল বা শান্ত ভালো সেহেতু রাখা যাবে।
আরো পড়ুন
এছাড়া শান্তা নামের অর্থ যেহেতু ধৈর্যশীল শুধু কুরআনের অনেক জায়গাতেই এই অর্থ অনুযায়ী কিছু কুরআনের আয়াত আছে। কোরআনের কিছু আয়াতের অর্থ আছে যেখানে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। এ দৃষ্টিকোণ থেকে যদি শান্তা নামটি রাখতে চান তাহলে রাখা যায় কোন সমস্যা নাই। যেহেতু এর অর্থ ভালো তাই রাখলে কোন সমস্যা হবে না আশা করি।
শান্তা নামের ইসলামিক বৈশিষ্ট্য
শান্তা নামের ইসলামিক বৈশিষ্ট্য জানার আগ্রহ প্রকাশ করেছেন তাই না? শান্তা নামের ইসলামিক বৈশিষ্ট্য বলার আগে আপনাকে শান্তা নামের অর্থ সঠিক ভাবে জানতে হবে। যেহেতু পূর্বেই শান্তা নামের অর্থ জেনেছেন এবং এই নামের অর্থটি অনেক সুন্দর সে হিসেবে ইসলামিক বৈশিষ্ট্যে অনেক মহিলাদের বা মেয়েদের ধৈর্যশীল, শান্ত, স্থির এ ধরনের অনেক প্রমাণ রয়েছে।
অন্যথায় অনেক শোনা যায় নামের সাথেও মানুষের চরিত্রের কিছু সামঞ্জস্য থাকে। কারণ আল্লাহতালা যেহেতু সুন্দর অর্থযুক্ত ইসলামিক নাম রাখার নির্দেশ দিয়েছেন সে হিসেবে নাম যদি সুন্দর হয় এবং এর অর্থ যদি অনেক ভালো হয় তাহলে ইনশাল্লাহ এইটুকু আশা করা যায় সে ধরনের ব্যক্তিত্ব গুলো আল্লাহর রহমতে ভালো হবে। তবে এরকম কোরআন বা হাদিসে প্রমাণিত নাই।
শান্তা নামের ব্যক্তি কেমন হয়
শান্তা নামের ব্যক্তি কেমন হয় এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনেই হয়। কিন্তু নাম দিয়ে কারো ব্যক্তিত্ব বা গুন বিচার করা যায় না। শান্তা নামের অর্থ যেহেতু ধৈর্যশীল, শান্ত, কোমল তাই নামের অর্থ হিসেবে শান্তার নামটি খুবই প্রশংসনীয়। কিন্তু নামের অর্থ হিসেবে ব্যক্তিত্ব কেমন হবে সেটা বলা খুব মুশকিল। ভালো নামের ব্যক্তিরা যে ভালো হবে তা কিন্তু নয়।
আরো পড়ুন
শান্তা নামের ব্যক্তি কেমন হবে সেটি নির্ভর করবে তার পারিপার্শ্বিক পরিবেশের উপরে। কারণ একটি শিশু জন্মের পর থেকে বেড়ে ওঠে তার পরিবারে। আর পরিবার থেকেই সেই ভালো-মন্দ শিখে। শান্তা নামের ব্যক্তি কেমন হবে তার পারিপার্শ্বিক পরিবেশ সেটা বলে দেবে। কারণ এভাবে বলা যায় না যে শান্তা নামের ব্যক্তিরা খুব ভালো হবে। তবে হ্যাঁ আমাদের পরিচিত বা জানা এরকম সান্তা নামের অনেক মেয়েদের দেখেছি যারা অনেক ভালো মনের শান্ত।
ব্যক্তিত্বের প্রকাশ কখনই নাম দিয়ে হয় না। যদি প্রত্যেকটা পরিবারে ছোট থেকেই এভাবে শিক্ষা দিত যে তোমার নামের অর্থ এটা তাহলে তুমি এভাবে চলাফেরা করবে তোমাকে এভাবে থাকতে হবে তাহলে প্রথম থেকেই কিন্তু একটা বাচ্চা সঠিক শিক্ষা লাভ করবে এবং তার নামের অধিকারী লাভ করতে পারবে। তবে সন্তান নামটি অর্থসহ যেহেতু ভালো সুন্দর নাম তাই বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের নামের ব্যক্তিরা ভালই হয়।
শান্তা নামটি কোন ভাষার শব্দ
শান্তা নামটি কোন ভাষার শব্দ অবশ্যই জানার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই নামটি অনেকের একটি পছন্দের নাম। শান্তা নামটি মূলত সংস্কৃত ও বাংলা ভাষার শব্দ। তবে এটি অনেক ক্ষেত্রে আরবি ও উর্দু ভাষাতে ব্যবহার করা হয়। সংস্কৃত ভাষা অনুযায়ী সন্তান নামের অর্থ শান্ত, নিরীহ। হিন্দুদের রামায়ণে শান্তা নামের চরিত্র পাওয়া যায়।
বাংলাতেও শান্তা নামের অর্থ নিরীহ, শান্ত, ধৈর্যশীল, কোমল, নিরিবিলি ইত্যাদি। তবে বাংলায় নামের অর্থ ছাড়াই যদি শান্তা নামটি বিচার করতে চান তাহলে অনেকের কাছে এই নামটি জনপ্রিয়। ইতিবাচক নাম হিসেবে এই নামটি কে ধরা যায়। শান্তা নামটি বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন ব্যবহার করে থাকেন। কারণ অনেক হিন্দু, খ্রিস্টান, মুসলিম মেয়েদের নাম শান্তা শোনা যায়।
ইসলামের দৃষ্টিকোণ থেকে শান্তা নামটি কোরআন ও হাদিসের কথা উল্লেখ নাই বা এটি রাখার নির্দেশ কিংবা না রাখার জন্য নির্দেশ দেয়া নাই। তবে অর্থ অনুযায়ী নামটি ভালো তবে ইসলামিক আরো ছোট নাম আছে যেমন তুবা, সাবা, নাবা ইত্যাদি। এই নামগুলো কোরআনে উল্লেখ আছে। এনাম গুলো দিয়ে কুরআনে তিনটি সূরা অবতীর্ণ হয়েছে। তবে যারা শান্তা নামটি পছন্দ করেন তারা চাইলে রাখতে পারেন।
শান্তা নামটি ছেলে নাকি মেয়েদের জন্য উপযুক্ত
সন্তান আন্টি ছেলে নাকি মেয়েদের জন্য উপযুক্ত আপনারা হয়তো আলোচনার সাপেক্ষে বুঝতে পেরেছেন। তারপর আপনাদের ক্লিয়ার জানানোর চেষ্টা করছি, শান্ত মূলত মেয়েদের নাম এর জন্য উপযুক্ত। যদি আপনারা কেউ ছেলেদের নাম হিসেবে রাখতে চান তাহলে শান্ত নামটি পছন্দ করতে পারেন। শান্ত নামের অর্থ নিরীহ। তাই ছেলেদের ক্ষেত্রে শান্ত এবং মেয়েদের ক্ষেত্রে শান্তি /শান্তা থাকতে পারেন।
শান্তা এবং শান্ত ২ টি নামেরই অর্থ ভালো তবে নামের অর্থ অনুযায়ী যে মানুষ টি ভালো হবে তার কোন ভিত্তি নেই। তবে যারা ছেলে বাবুর নাম খুঁজছেন তারা শান্ত নামটি রাখতে পারেন। যেহেতু নামটি অনেক ছোট এবং সুন্দর অর্থে যুক্ত তাই সে নামটি ডাকতে পারেন এবং সে নামের অর্থ অনুযায়ী তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আর অন্যথায় শান্তা নামটি ছোট মেয়ে বাচ্চার জন্য উপযুক্ত। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান নামটি মেয়েদের হয়।
শান্তা নামের সাথে মিলিয়ে বাংলা আরবি উর্দু নাম
শান্তা নামের সাথে মিলিয়ে বিভিন্ন ভাষার নাম রাখা যায়। শান্তা নামটি অনেকের পছন্দের একটি নাম তাই এই নামের সাথে মিল রেখে কিছু নাম নিচে উল্লেখ করা হলো যারা আপনাদের ছোট অনাগত সোনামনির জন্য নাম তারা খোঁজাখুঁজি করছেন তারা এ ধরনের নামগুলো রাখতে পারেন।
- শান্তা মরিয়ম
- রুকাইয়া শান্তা
- শান্ত ফাতেমা
- শান্তা জারা
- নাবিলা শান্তা
- শান্তা সামিহা
- শান্তা ইয়াসমিন
- শান্তা চৌধুরী
- শান্তা মনিরা
- মেহজাবিন শান্তা
- শান্তা জারিন
- তাহাসিন শান্তা
- শান্তা নগরিন
- শান্তা মির্জা
- শান্তা খাতুন
- শান্ত তানিশা
- শান্তা আক্তার
- নুরজাহান শান্তা
- শান্ত শিফা
- উম্মে শান্তা
- খাদিজাতুল শান্তা
- শান্তা সিদ্দিকা
- মাইমুনা শান্তা
- শান্তা খান
- শান্তা রহমান
- শান্ত ইসলাম
- শান্তা মরিয়ম
- শান্তা রাওদা
- আজমেরি শান্তা
- শান্তা শারমিন
- শান্তা মেহেরিন
- সানজিদা আক্তার শান্তা
- সাদিয়া রহমান শান্তা
- রুপালী আক্তার সন্তান
- নওশীন রহমান শান্তা
- শান্তা সুমাইয়া
- শান্তা শোভা
- শান্তা কুসুম
- শান্ত ফাতিমা
শান্তা নামে কিছু বিখ্যাত ব্যক্তি
যারা শান্তা নামটি খুব বেশি পছন্দ করেন তারা এ ধরনের প্রশ্ন করে থাকেন যে শান্তা নামের কোন বিখ্যাত ব্যক্তিবর্গ আছে কিনা। মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে যেমন অনেকে মনে করে কিছু বিখ্যাত ব্যক্তির নাম অনুযায়ী নাম রাখলে হয়তো তার মত চরিত্রের এবং তার মত খ্যাতিমান হবে। কিন্তু আসলে সম্পূর্ণটাই একটি ভ্রান্ত ধারণ। কারো নামের সাথে মিলিয়ে নাম রাখলেই তার মত স্বভাবের হয় না।
শান্তা নামে যত বিখ্যাত ব্যক্তিবর্গ দেখা গেছে তারা প্রায় হিন্দু ধর্মাবলম্বীর এবং অভিনেত্রী। শান্ত নামে একটি বিখ্যাত অভিনেত্রী হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতেন তার নাম ছিল শান্তা আপতে। বাংলাদেশ একটি বিখ্যাত অভিনেত্রী, নাট্যকার এবং পরিচালক হিসেবে পরিচিত ছিলেন শান্তা ইসলাম। এছাড়াও শান্তা গান্ধী নামে একজন বিখ্যাত ভারতীয় থিয়েটার পরিচালক ছিলেন।
শান্তা নামের ইংরেজি বানান
শান্তা নামের ইংরেজি বানান নিয়ে অনেকের মদ ভেদ রয়েছে তবে নামের ক্ষেত্রে spelling/বানানের কোন তারতম্য হয় না। তবে প্রত্যেকটি নামের সঠিক বানান জানা থাকলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যাই করা থেকে সাবধান থাকা যায়। শান্তা নামটি কঠিন কিছু নয়। শান্তা নামের বানান Santa লিখেন আবার অনেকে Shanta লিখেন। তবে সঠিক বানান লিখতে লিখতে গেলে শান্তা নামের সঠিক ইংরেজি বানান হচ্ছে Shanta. শান্তা নামের ইসলামিক অর্থ কি এ সম্পর্কে আপনারাই পূর্বেই ধারণা পেয়েছেন।
শান্তা নাম নিয়ে কিছু (FAQ)প্রশ্নোত্তর
প্রশ্ন: শান্তা নামের সমার্থক শব্দ কি?
উত্তর: প্রশান্তি, স্থির, নিরিবিলি, ধৈর্যশীল।
প্রশ্ন শান্তা নামের সাথে মিল রেখে ছেলেদের কিছু হয় কি?
উত্তর: শান্তনু, শান্ত, শান্ত খান ইত্যাদি।
প্রশ্ন: শান্তা নামের সংক্ষিপ্ত রূপ কি হতে পারে?
উত্তর: সন্তান আমি সংক্ষিপ্ত রূপ শান্ত, শান্তি, শানু।
প্রশ্ন: শান্তা নামটি কোন ধর্মাবলম্বী লোক বেশি পছন্দ করে?
উত্তর: শান্তা নামটি বাংলাদেশ সহ ভারত, নেপালে অনেক প্রচলিত রয়েছে এবং জনপ্রিয়।
প্রশ্ন: শান্ত নামটি কবে থেকে জনপ্রিয়?
উত্তর: সন্তান নামটি প্রায় ১৯৫০ এর দশক থেকে শুরু হতে থাকে।
প্রশ্ন: শান্তা নামের সংক্ষিপ্ত ডাক নাম গুলো কি কি হতে পারে?
উত্তর: শান্ত, শানু, তুয়া।
প্রশ্ন: সন্তান নামটি কেমন শোনায়?
উত্তর: সন্তান নামটি অনেক মধুর, কোমল এবং সুন্দর শোনায়।
প্রশ্ন: সন্তান নামটি কিভাবে সাথে আরো জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে?
উত্তর: হ্যাঁ, যেহেতু শান্তা নামটি অনেক সুন্দর একটি নাম এবং এর অর্থ অনেক ভালো তাই অবশ্যই এর জনপ্রিয়তা ধরে রাখতে পারে।
শেষ মন্তব্যঃ শান্তা নামের ইসলামিক অর্থ কি
প্রত্যেক মানুষের নাম তার পরিচয় বহন করে। আর নাম রাখার ক্ষেত্রে প্রত্যেকটা বাবা-মা চিন্তাভাবনা করে সুন্দর নাম রাখার চেষ্টা করেন। তাই যারা আপনাদের ছোট্ট বাবু সোনার জন্য নাম খুঁজছেন তারা এই শান্তা নামটি পছন্দ করতে পারেন। শান্তা নামটি যেমন ছোট তেমনি এর অর্থ অনেক সুন্দর। শান্তা নামের অর্থ ধৈর্যশীল স্থির তাই নামের অর্থ অনুসারী আপনারা আপনাদের সন্তানকে গড়ে তুলতে পারেন।
তবে নাম কোন বিষয় নয় মানুষের পরিচয় তার ব্যবহার আচার চলাফেরায়। তাই আপনার বাচ্চার নাম যেটাই রাখুন না কেন তাকে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন এবং সুন্দর জ্ঞান এবং সামাজিক হিসেবে তৈরি করার চেষ্টা করবেন। শান্তা নামটি মূলত মেয়েদের জন্য বেশি মানানসই তাই অনেকে তাদের ছেলে সন্তানের জন্য শান্তার নামের সাথে মিল করে শান্ত রাখতে পারেন ধন্যবাদ।
202511