সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জানার জন্য অনেকে অনলাইনে সার্চ করে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি, চাঁদ দেখার নিয়ম, পবিত্র মাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। 
সেহরি-ও-ইফতারের-সময়সূচি-২০২৫মুসলমানদের সবচাইতে ধর্মীয় উদযাপনের মধ্যে রয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর পবিত্র এক মাস রোজা রাখার পরে পালন করা হয়। তাই এ রমজান মাসের অনেক ফজিলত আছে।  আজকের পোস্টে রমজান মাসের সময়সূচী আলোচনা করা হলো। 

সূচিপত্রঃ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ 

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ 

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জানা জরুরী। কারণ দীর্ঘ এক মাস রোজা রাখার জন্য সঠিক সময় এবং দিকনির্দেশনা জানা না থাকলে মানুষ বুঝে উঠতে পারবে না কখন সেহরি খেতে হবে এবং কখন ইফতার করতে হবে? তাই আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সময় অনুযায়ী সেহরি ও ইফতারের সময়সূচি আলোচনা করা হলো।

আপনার হয়তো সবাই জানেন বর্তমানে হিজরী ১৪৪৬। আরবি মাস অনুযায়ী শাবান মাসের পর আসে রমজান মাস। আর এই রমজান মাস ঘিরে প্রত্যেক মমিন মুসলমানের অনেক জল্পনা কল্পনা থাকে। রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। রমজানের প্রথম ১০ দিন কে রহমতের দিন বলা হয়। এরপর দ্বিতীয় ১০ দিন কে বলা হয় মাগফিরাতের দিন। 

এবং তৃতীয় বা শেষ ১০ দিন কে বলা হয় নাজাতের দিন। তাই রমজান মাসকে অন্যান্য মাসে চাইতে অনেক গুরুত্বপূর্ণ বা ফজিলত পূর্ণ বলা হয়েছে। নিচে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার রমজানের সময়সূচী আলোচনা করা হলো। 

১৪৪৬ হিজরি রমজান ২০২৫ খ্রিষ্টাব্দ বার সেহরির শেষ সময় ফজরের ওয়াক্ত ইফতারের সময়
২ মার্চ রবি ৫ঃ০৪ মিনিট ৫ঃ০৫মিনিট ৬ঃ০২ মিঃ
সোম ৫ঃ০৩ মিনিট ৫ঃ০৪ মিনিট ৬ঃ০৩ মিঃ
মঙ্গলদ ৫ঃ০২ মিনিট ৫ঃ০৩ মিনিট ৬ঃ০৩ মিঃ
বুধ ৫ঃ০১ মিনিট ৫ঃ০২ মিনিট ৬ঃ০৪ মিঃ
বৃহস্পতি ৫ঃ০০ মিনিট ৫ঃ০১ মিনিট ৬ঃ০৪ মিঃ
শুক্র ৪ঃ৫৯ মিনিট ৫ঃ০০ মিনিট ৬ঃ০৫ মিঃ
শনি ৪ঃ৫৮ মিনিট ৪ঃ৫৯ মিনিট ৬ঃ০৫ মিঃ
রবি ৪ঃ৫৭ মিনিট ৪ঃ৫৮ মিনিট ৬ঃ০৬ মিঃ
১০ সোম ৪ঃ৫৬ মিনিট ৪ঃ৫৭ মিনিট ৬ঃ০৬ মিঃ
১০ ১১ মঙ্গল ৪ঃ৫৫ মিনিট ৪ঃ৫৬ মিনিট ৬ঃ০৬ মিঃ
১১ ১২ বুধ ৪ঃ৫৪ মিনিট ৪ঃ৫৫ মিনিট ৬ঃ০৭ মিঃ
১২ ১৩ বৃহস্পতি ৪ঃ৫৩ মিনিট ৪ঃ৫৪ মিনিট ৬ঃ০৭ মিঃ
১৩ ১৪ শুক্র ৪ঃ৫২ মিনিট ৪ঃ৫৩ মিনিট ৬ঃ০৮ মিঃ
১৪ ১৫ শনি ৪ঃ৫১ মিনিট ৪ঃ৫২ মিনিট ৬ঃ০৮ মিঃ
১৫ ১৬ রবি ৪ঃ৫০ মিনিট ৪ঃ৫১ মিনিট ৬ঃ০৯ মিঃ
১৬ ১৭ সোম ৪ঃ৪৯ মিনিট ৪ঃ৫০ মিনিট ৬ঃ০৯ মিঃ
১৭ ১৮ মঙ্গল ৪ঃ৪৮ মিনিট ৪ঃ৪৯ মিনিট ৬ঃ১০মিঃ
১৮ ১৯ বুধ ৪ঃ৪৭ মিনিট ৪ঃ৪৮ মিনিট ৬ঃ১০ মিঃ
১৯ ২০ বৃহস্পতি ৪ঃ৪৬ মিনিট ৪ঃ৪৭ মিনিট ৬ঃ১০ মিঃ
২০ ২১ শুক্র ৪ঃ৪৫ মিনিট ৪ঃ৪৬ মিনিট ৬ঃ১১মিঃ
২১ ২২ শনি ৪ঃ৪৪ মিনিট ৪ঃ৪৫ মিনিট ৬ঃ১১মিঃ
২২ ২৩ রবি ৪ঃ৪৩ মিনিট ৪ঃ৪৪ মিনিট ৬ঃ১১ মিঃ
২৩ ২৪ সোম ৪ঃ৪২ মিনিট ৪ঃ৪৩ মিনিট ৬ঃ১২ মিঃ
২৪ ২৫ মঙ্গল ৪ঃ৪১ মিনিট ৪ঃ৪২ মিনিট ৬ঃ১২মিঃ
২৫ ২৬ বুধ ৪ঃ৪০ মিনিট ৪ঃ৪১ মিনিট ৬ঃ১৩ মিঃ
২৬ ২৭ বৃহস্পতি ৪ঃ৩৯ মিনিট ৪ঃ৪০ মিনিট ৬ঃ১৩ মিঃ
২৭ ২৮ শুক্র ৪ঃ৩৮ মিনিট ৪ঃ৩৯ মিনিট ৬ঃ১৪ মিঃ
২৮ ২৯ শনি ৪ঃ৩৬ মিনিট ৪ঃ৩৭ মিনিট ৬ঃ১৪মিঃ
২৯ ৩০ রবি ৪ঃ৩৫ মিনিট ৪ঃ৩৬ মিনিট ৬ঃ১৪ মিঃ
৩০ ৩১ সোম ৪ঃ৩৪ মিনিটঃ ৪ঃ৩৫ মিনিট ৬ঃ১৫ মিঃ

ঢাকার সময়ের সাথে সেহরি ও ইফতারের সময় বাড়াতে হবে

ঢাকার সময়ের সাথে সেহরি ইফতারের সময় বাড়াতে হবে যে সকল জেলা সেগুলো নিচে দেওয়া হল।

জেলার নাম সেহরি ইফতার
গাজীপুর, শরীয়তপুর, মাদারিপুর, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ১ মিঃ ১ মিঃ
ময়মনসিংহ, টাঙ্গাইল, বাগেরহাট, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ ২ মিঃ ২ মিঃ
ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা, নড়াইল ৩ মিঃ ৩ মিঃ
মাগুরা, পাবনা, রাজবাড়ী ৪ মিঃ ৪ মিঃ
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ ৬ মিঃ ৬ মিঃ
নীলফামারী, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা ৬ মিঃ ৬ মিঃ
রাজশাহী, বগুড়া, মেহেরপুর ৭ মিঃ ৭ মিঃ
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ৮ মিঃ ৮ মিঃ
দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ৬ মিঃ ১১ মিঃ

ঢাকার সময়ের সাথে সেহরি ও ইফতারের সময় কমাতে হবে 

টাকার সবার সাথে সেহরি ইফতারের সময় কমাতে হবে যে সকল জেলাগুলো সেগুলো নিজে সময় নির্ধারণ করে দেয়া হলো।

জেলার নাম সেহরি ইফতার
নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মুন্সিগঞ্জ ১ মিঃ ১ মিঃ
কিশোরগঞ্জ, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর ২ মিঃ ২ মিঃ
নেত্রকোনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ৩ মিঃ ৩ মিঃ
ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ হবিগঞ্জ ৪ মিঃ ৪ মিঃ
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ ৫ মিঃ ৫ মিঃ
কক্সবাজার, মৌলভীবাজার, সিলেট ৬ মিঃ ৬ মিঃ
বান্দরবান, রাঙ্গামাটি,খাগড়াছড়ি ৭ মিঃ ৭ মিঃ

রমজানের চাঁদ দেখার নিয়ম 

রমজানের চাঁদ দেখার নিয়ম হচ্ছে আকাশে শাবান মাসের ২৯ তারিখে থেকে অর্ধ চাঁদের অনুসন্ধান করা নবীজির সুন্নাহর পরিপন্থী। নবীজি (সা:) চাঁদ দেখে রমজান এবং ঈদ করা নির্দেশ দিয়েছেন। বাইরে খোলা আকাশের নিচে গিয়ে শাবান মাসের শেষে চাঁদ দেখার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন চাঁদ দেখা না গেলে রোজা রাখবে না। 
সেহরি-ও-ইফতারের-সময়সূচি-২০২৫যদি আবহাওয়ার কারণে আকাশ মেঘলা থাকে তাহলে ৩০ দিন পূর্ণ করে তারপরে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শাবান মাসের ৩০ দিন পূর্ণ করার পরে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। চাঁদ দেখা ছাড়া রোজা রাখা নিষিদ্ধ। রমজান মাস হচ্ছে আরবি মাসের নবম তম মাস। আর অন্যান্য মাসের তুলানায় রমজান মাস কে নবীজি (সা:) সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন।

২০২৫ সালের রোজা শুরুর তারিখ 

২০২৫ সালের রোজা শুরুর তারিখ আনুমানিক ১ অথবা ২ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের ঘোষণা অনুযায়ী মধ্যে প্রাচীর দেশগুলোতে আগামী ১ মার্চ পবিত্র মাহে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন। সেই হিসেবে বাংলাদেশ ২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান আরম্ভ হতে পারে। জানা গেছে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে রমজান মাসের চাঁদ দেখা গেলে ১ মার্চ ২০২৫ থেকে রোজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুনঃ

কারন মধ্যে প্রাচ্যের রোজা শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সে হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ মার্চ রোজা শুরু হলে বাংলাদেশে ২ মার্চ রোজা আরম্ভ হবে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ হতে পারে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল। বাংলাদেশে ২ মার্চ ২০২৫ রোজ রবিবার প্রথম রোজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ডেট ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী নির্ধারণ করেছেন।

রোজার নিয়ত ও প্রস্তুতি 

রোজার নিয়ত ও প্রস্তুতি প্রত্যেক মুসলমানের নেয়া উচিত। কারণ নবীজির শাওয়াল মাস থেকেই রমজান মাসের জন্য পূর্ব প্রস্তুতি নিতেন। বর্তমানে মানুষ রমজান মাসের প্রস্তুতি  বলতে রমজান মাসে কি খাবার খেতে হবে, কোন ধরনের খাবার ক্রয় করব, এসব নিয়ে চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু খাবারের চেয়ে সবচাইতে বেশি যেটি ভাবা উচিত সেটি হল ইবাদত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল ইত্যাদি নিয়ে।

মুসলমানকে রোজার নিয়ত করতে হবে তবে মুখে উচ্চারণ করে না বললেও হবে। মনে মনে রোজার নিয়ত করলেও হবে কারণ আল্লাহ অন্তর্যামী প্রকাশের চাইতে নিজের মনে মনে নিয়ত রাখলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। 

রমজান মাসের ফজিলত সমূহ

রমজান মাসের ফজিলত সমূহ প্রত্যেক মুসলমানের জানা নৈতিক দায়িত্ব। কারণ মুসলমান হিসেবে আমাদের জীবন ধারণ করতে হলে অবশ্যই রমজান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। রমজান মাসের কিছু ফজিলত আলোচনা করা হলো। 

রমজান মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস। আর এই কোরআন নাজিল হয়েছিল আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর ওপর। তাই এই রমজান মাসে কুরআন বেশি বেশি তেলাওয়াত করার আদেশ দিয়েছেন। 

  • রমজান মাসের জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে বদ্ধ রাখা হয় এ সকল কিছু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন।
  • বেশি বেশি দোয়া কবুল হওয়ার মাস। রমজান মাসে নবীজি সাল্লাহু সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন, কারণ এই মাসেই অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে।
  • সবর এবং ধৈর্য্য ধারণ করতে বলেছেন এই মাসে। এই মাসে বেশি বেশি ধৈর্য সহকারে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা এবং জিকির, ইস্তেগফার করার কথা  বলেছেন।

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল 

রমজান মাস আত্মশুদ্ধির মাস। অর্থাৎ নিজেকে পাপ মুক্ত করে পবিত্র করে নেওয়া এ রমজান মাসের উদ্দেশ্য। এই মাসে যত বেশি আমল করা সম্ভব তত বেশি নেকি পাওয়া যায়। চলুন এই রমজান মাসে কি কি আমল করা যায় সেগুলো দেখে নেয়া যাক। 

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। রমজান মাস পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ার এবং নিজেকে সংশোধন করার মাস। কারণ অনেকে ৪ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারে না বা অন্যান্য কারণে। রমজান মাসে সেহরি খাওয়ার বদৌলতে ফজরের নামাজ আদায় করা সম্ভব। এই মাসে প্রত্যেক মুসলমানকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস করা উচিত।

তাহাজ্জুদ নামাজ অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত।  তাহাজ্জুদ এমন একটি সালাত, যে সালাতে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ কখনো খালি হাতে ফেরায় না। তাহাজ্জতের সালাত রাত্রে শেষভাগে আদায় করতে হয়। হাদিসের বর্ণনায় বলা হয়েছে রাতের শেষ ভাগে আল্লাহ শেষ আসমানে নেমে আসে। এবং আল্লাহ তার বান্দাদের ডাকে বলে বলে "কে আছো তোমাদের কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারো"।

আরো পড়ুনঃ

কোরআন তেলাওয়াত করা রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। এটা রমজান মাসে কুরআন নাযিল হয়েছিল তাই এই মাসেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার ফজিলত। এ মাসে অর্থসহ বুঝে বুঝে কোরআন পড়লে অন্যান্য মাসের তুলনায় ১০ গুণ নাকি বেশি হয়। 

বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করা এই মাসের আর একটি গুরুত্বপূর্ণ আমল। এ মাসে এত গুনাহ মাফের মাস তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি দরুদ পড়া,  জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো 'সুবহানাল্লাহ', 'আলহামদুলিল্লাহ', 'লা ইলাহা ইল্লাল্লাহ','আল্লাহু আকবার'।
সেহরি-ও-ইফতারের-সময়সূচি-২০২৫রমজান মাসে আরেকটি ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের তালাশ করা। লাইলাতুল কদর বলতে মূলত ২৭ রমজানকে ধরা হয়। কিন্তু নবীজি (সা:) লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। একুশ রমজান থেকে ৩০ রমজানের মধ্যে বিজোড় (২১,২৩,২৫,২৭,২৯) রাতগুলোতে বেশি বেশি সালাত আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন।

রমজান মাসে আরেকটি আমল হচ্ছে বেশি বেশি দান সদকা করা।  রমজান মাসের দান শতকরা করলে ৭০ গুণ বেশি নেকি পাওয়া যায়। রমজান মাসে ফিতরা দিতে বলেছে যেটিকে শরীরের যাকাত বলা হয়। 

এছাড়াও যারা ধনসম্পদ আছে তাদেরকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাদের ধন সম্পদ বেশি তাদের সম্পদের অংশ থেকে যাকাত বের করে, নিজের অসচ্ছল প্রতিবেশী বা আত্মীয় স্বজন, গরিবদের দান করতে হবে সে টাকা হোক কিংবা কাপড়-চোপড়। 

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ (FAQ) প্রশ্নোত্তর 

প্রশ্ন: ২০২৫ সালের রমজান কবে শুরু হবে? 

উত্তর: রমজান চাঁদ দেখার উপর নির্ভর করে, তবে ২০২৫ সালের সম্ভাব্য প্রথম রমজান ১ মার্চ অথবা ২ মার্চ।

প্রশ্ন: সেহেরির হওয়ার সময় অনুযায়ী নির্ধারণ করা হয়?

উত্তর: ফজরের নামাজের শুরু হওয়ার সময় নির্ধারণ অনুযায়ী সেহরীর সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ ফজরের আযানের ৬ মিনিট আগে সেহরি শেষ করতে হয়। 

প্রশ্ন: ইফতারের সঠিক সময়ই কিভাবে জানা যায়? 

উত্তর: ইফতারের সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের পর মাগরিবের আযানের সাথে শুরু হয়।

প্রশ্ন: সেহরি ইফতারের সময়সূচি কি প্রতিদিন পরিবর্তন হয়? 

উত্তর: হ্যাঁ, প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় একটু করে পরিবর্তন হয় তাই সেহরি ও ইফতারের সময় ও প্রতিদিন পরিবর্তন হতে থাকে। 

প্রশ্ন: বিভিন্ন দেশের জন্য সেহরি ইফতারের সময় ভিন্ন কেন? 

উত্তর: ভৌগোলিক অবস্থান অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হয়ে থাকে তাই প্রতিদিন দেশের সময়সূচি ও ভিন্ন ভিন্ন হয়। 

প্রশ্ন: সফরে থাকলে সেহরি ও ইফতারের সময় কিভাবে মেনে চলা যায়? 

উত্তর: যে কোন যানবাহনে চলার সময় হাতে থাকা ঘড়ি অথবা মোবাইলের সময় দেখে সময়সূচী নির্ধারণ করতে পারেন। এছাড় স্থানীয় সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অনুসরণ করে সেই ইফতার করুন।

প্রশ্ন: ইফতারের সময়সূচি অনুযায়ী একটু আগে ইফতার করলে রোজা ভঙ্গ হবে কি? 

উত্তর: হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আগে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে ভুলবশত হলে অনেক ক্ষেত্রে হয়ে যায়। 

শেষ মন্তব্যঃ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ 

রমজান মাসের ফজিলত অনেক। তাই রমজান মাসের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে শাবান মাস থেকেই। রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ উপরে আপনাদের সুবিধার্থে আলোচনা করা হলো যারা রমজান মাসে সে ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তিতে আছেন তারা আশা করি আজকের পর থেকে উপকৃত হবেন। রোজা/সিয়াম অর্থ বিরত থাকা তাই রোজার মাসে সকলেই বিরত থাকার চেষ্টা করা উচিত।

202511

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন