ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সম্পর্কে হয়তো এখনো অনেকেই অজানা রয়েছেন। আর রমজান মাস সবচাইতে ফজিলত পূর্ণ মাস এজন্য সেহরি ও ইফতারের সময়সূচি জানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। 
ইসলামিক-ফাউন্ডেশন-সেহরি২০২৫ সালের প্রথম রোজা ইনশাল্লাহ শাবান মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেন ২ মার্চ ২০২৫।  যারা রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জানতে চান এ পোস্টটি সম্পূর্ণ ফলো করুন।

সূচিপত্তেঃ ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ 

ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ 

ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচী নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের শাবান মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২ মার্চ ২০২৫ রবিবার থেকে প্রথম রোজা অনুষ্ঠিত হবে। আর আপনারা সকলে জানেন রমজান মাস মমিন মুসলমানের জন্য খুবই ফজিলতপূর্ণ একটি মাস। হিজরী সন অনুযায়ী রমজান মাস অন্যান্য মাসের চাইতে হাজারগুন গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন ঢাকার সময়ের সাথে ৯ মিনিট অন্যান্য জেলার সাথে যোগ-বিয়োগ করতে হবে। পবিত্র মাহে রমজান আগামী ২ মার্চ ২০২৫ থেকে শুরু হবে এবং ৩০ রমজান ৩১ মার্চ ২০২৫ শেষ হবে। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা এবং চাঁদ দেখার উপর নির্ভর করে এই সময়সূচী নির্ধারণ করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী পবিত্র মাহে রমজানের প্রথম রহমতের ১০ দিন ঢাকা বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি।

হিজরি ১৪৪৬ রমজান ২০২৫ খ্রিষ্টাব্দ বার সেহরির শেষ সময় ফজরের ওয়াক্ত ইফতারের সময়
১ রমজান ২মার্চ রবিবার ৫ঃ০৪মিনিট ৫ঃ০৫মিঃ ৬ঃ০২মিনিট
২ রমজান ৩মার্চ সোমবার ৫ঃ০৩মিনিট ৫ঃ০৪মিঃ ৬ঃ০৩ মিনিট
৩ রমজান ৪মার্চ মঙ্গলবার ৫ঃ০২মিনিট ৪ঃ৫৩মিঃ ৬ঃ০৩ মিনিট
৪ রমজান ৫মার্চ বুধবার ৫ঃ০১মিনিট ৫ঃ০২মিঃ ৬ঃ০৪ মিনিট
৫ রমজান ৬মার্চ বৃহস্পতিবার ৫ঃ০০মিনিট ৫ঃ০১মিঃ ৬ঃ০৪ মিনিট
৬ রমজান ৭মার্চ শুক্রবার ৪ঃ৫৯মিনিট ৫ঃ০০মিঃ ৬ঃ০৫মিনিট
৭ রমজান ৮মার্চ শনিবার ৪ঃ৫৮মিনিট ৪ঃ৫৯মিঃ ৬ঃ০৫ মিনিট
৮ রমজান ৯মার্চ রবিবার ৪ঃ৫৭মিনিট ৪ঃ৫৮মিঃ ৬ঃ০৬মিনিট
৯ রমজান ১০মার্চ সোমবার ৪ঃ৫৬মিনিট ৪ঃ৫৭মিঃ ৬ঃ০৬মিনিট
১০ রমজান ১১মার্চ মঙ্গলবার ৪ঃ৫৫মিনিট ৪ঃ৫৬মিঃ ৬ঃ০মিনিট

মাঝের ১০ দিন মাগফেরাতের সেহরি ও ইফতারের সময়সূচি নিচে দেওয়া হলো।

হিজরি ১৪৪৬ রমজান ২০২৫ খ্রিষ্টাব্দ বার সেহরির শেষ সময় ফজরের ওয়াক্ত ইফতারের সময়
১১ রমজান ১২মার্চ বুধবার ৪ঃ৫৪মিনিট ৪ঃ৫৫মিঃ ৬ঃ০৭ মিনিট
১২ রমজান ১৩মার্চ বৃহস্পতিবার ৪ঃ৫৩মিনিট ৪ঃ৫৪মিঃ ৬ঃ০৭ মিনিট
১৩ রমজান ১৪মার্চ শুক্রবার ৪ঃ৫২মিনিট ৪ঃ৫৩মিঃ ৬ঃ০৮ মিনিট
১৪ রমজান ১৫মার্চ শনিবার ৪ঃ৫১মিনিট ৪ঃ৫২মিঃ ৬ঃ০৮ মিনিট
১৫ রমজান ১৬মার্চ রবিবার ৪ঃ৫০মিনিট ৪ঃ৫১মিঃ ৬ঃ০৮ মিনিট
১৬ রমজান ১৭মার্চ সোমবার ৪ঃ৪৯মিনিট ৪ঃ৫০মিঃ ৬ঃ০৯ মিনিট
১৭ রমজান ১৮মার্চ মঙ্গলবার ৪ঃ৪৮মিনিট ৪ঃ৪৯মিঃ ৬ঃ০৯ মিনিট
১৮ রমজান ১৯মার্চ বুধবার ৪ঃ৪৭মিনিট ৪ঃ৪৮মিঃ ৬ঃ১০ মিনিট
১৯ রমজান ২০মার্চ বৃহস্পতিবার ৪ঃ৪৬মিনিট ৪ঃ৪৭মিঃ ৬ঃ১০ মিনিট
২০ রমজান ২১মার্চ শুক্রবার ৪ঃ৪৫মিনিট ৪ঃ৪৬মিঃ ৬ঃ১০ মিনিট

শেষ দশ দিন নাজাতের সেহরি ও ইফতারের সময়সূচি নিজের দেওয়া হল।

হিজরি ১৪৪৬ রমজান ২০২৫ খ্রিষ্টাব্দ বার সেহরির শেষ সময় ফজরের ওয়াক্ত ইফতারের সময়
২১ রমজান ২২মার্চ শনিবার ৪ঃ৪৪মিনিট ৪ঃ৪৫মিঃ ৬ঃ১১ মিনিট
২২ রমজান ২৩মার্চ রবিবার ৪ঃ৪৩মিনিট ৪ঃ৪৪মিঃ ৬ঃ১১ মিনিট
২৩ রমজান ২৪মার্চ সোমবার ৪ঃ৪২মিনিট ৪ঃ৪৩মিঃ ৬ঃ১১ মিনিট
২৪ রমজান ২৫মার্চ মঙ্গলবার ৪ঃ৪১মিনিট ৪ঃ৪২মিঃ ৬ঃ১২মিনিট
২৫ রমজান ২৬মার্চ বুধবার ৪ঃ৪০মিনিট ৪ঃ৪১মিঃ ৬ঃ১২মিনিট
২৬ রমজান ২৭মার্চ বৃহস্পতিবার ৪ঃ৩৯মিনিট ৪ঃ৪০মিঃ ৬ঃ১৩মিনিট
২৭ রমজান ২৮মার্চ শুক্রবার ৪ঃ৩৮মিনিট ৪ঃ৩৯মিঃ ৬ঃ১৩মিনিট
২৮ রমজান ২৯মার্চ শনিবার ৪ঃ৩৬মিনিট ৪ঃ৩৭মিঃ ৬ঃ১৪মিনিট
২৯ রমজান ৩০মার্চ রবিবার ৪ঃ৩৫মিনিট ৪ঃ৩৬মিঃ ৬ঃ১৪মিনিট
৩০ রমজান ৩১মার্চ সোমবার। ৪ঃ৩৪মিনিট ৪ঃ৩৫মিঃ ৬ঃ১মিনিট

রমজান মাসের ফজিলত 

রমজান মাসের ফজিলত সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা উচিত। কারণ রমজান মাস সবচাইতে ফজিলত পূর্ণ মাস এ মাসেই কোরআন নাযিল হয়েছিল এজন্য এই মাসটি অন্যান্য মাসের চাইতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি। রমজান মাসে শুধু রোজা রাখলেই সকল দায়িত্ব শেষ তা নয়। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি অনেক রহমত লাভ করা যায়। 

আরো পড়ুনঃ

রমজান মাসে রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস আর এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছিল আমাদের নবীজি হযরত মোহাম্মদ (সা:) ওপর। তাই আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার উপদেশ দিয়েছেন। অর্থ সহকারে পড়ার জন্য দ্বিগুণ পরিমাণ সোয়াব হয়।

ইসলামিক-ফাউন্ডেশন-সেহরিনবীজি (সাঃ) বলেছেন "যে ব্যক্তি ঈমানের সাথে এবং সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখল তার অতীতের সকল ছোট বড় পাপ ক্ষমা করে দেওয়া হবে"। রমজান মাসে কোরআনের একটি অক্ষর পড়লে ১০০ নিতে হয়। রমজান বাদে অন্যান্য মাসে কোরআনের একটি অক্ষর পড়লে একটি নেকি হয় তাহলে ১০ গুন বেশি নেকি পাওয়া যায় রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে। 

রমজান মাসের আমলসমূহ 

রমজান মাসের আমলসমূহ যারা জানেন না তারা অবশ্যই রমজান আসার আগে সকল আমলগুলো শিখে রমজান মাসে পালন করবেন। কারণ রমজান মাসে সকল গুনাহ মাফ করা হয় তাই এটি হচ্ছে গুনাহ মাপের মাস। এই একটি মাস যারা পেল তারা নিজেকে ভাগ্যবান মনে করবে। নবীজি এ মাসে কুরআন তেলাওয়াত ও খতম দিতেন।

রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তারাবির নামাজ। অনেকে রোজা রাখেন কিন্তু তারাবির নামাজ আদায় করেন না। তারাবির নামাজ একটু গুরুত্বপূর্ণ আমল। প্রতিরাতে তারাবির নামাজ আদায় করে রোজা রাখলে রোজার পূর্ণতা ঠিক থাকে। অনেকের মধ্যে তারাবির নামাজ নিয়ে বিভেদ আছে কত রাকাত পড়তে হবে। তবে এটা জানা থাকা ভালো তারাবির নামাজ নবীজি (সাঃ) কখনো কখনো ২০ রাকাত ও কখনো ৮ রাকাত আদায় করেছেন।

রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। রমজান মাসে দরুদ শরীফ পাঠ করা নির্দেশ দিয়েছেন। কারণ দরুদ শরীফ পাঠ করলে নবীজি তার উম্মতের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবেন। রমজান মাসে তোমাদের কোরআন নাজিলের মাস তাই বেশি বেশি দরুদ পাঠ করা আল্লাহ অন্যায় কাটা লাভের একটি পথ। 

আরো পড়ুনঃ

ইস্তেগফার করা রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল। রমজান মাসে তো গুনাহ মাফের মাস। এ মাসে যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আপনার গুনাহ মাফ হবে। তাই নিজের যত গুনা আছে এ মাসে ইস্তেগফার করে সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। 

দান সদাকা রমজান মাসের আর একটু গুরুত্বপূর্ণ আমল। যারা এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন তাদের গুনার খাতা মাফ হয়ে যাবে এবং নেকির খাতা খোলা হবে। তাই অনেক গরীব দুঃখী কিংবা মসজিদ এতিমখানা আছে যেখানে আপনি দান সদাকা করতে পারেন আপনার সাধ্যমত। 

রমজান মাসে লাইলাতুল কদর এর ফজিলত 

রমজান মাসে লাইলাতুল কদরের ফজিলত অনেক। রমজান মাসের কোরআন নাজিল হয়েছে এবং এই লাইলাতুল কদর এই নাযিল হয়েছিল। লাইলাতুল কদর বলতে ২৭ রমজান কে ধরা হয়। কিন্তু বিভিন্ন হাদিসে বর্ণিত আছে শবে কথার মূলত রমজান মাসের শেষ দশকের বিজোড় দিন গুলোর যেকোনো একদিন। অর্থাৎ শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭, ২৯ যে কোন একদিন হতে পারে। 

তাই বিভিন্ন উলামায়ে কেরাম এ বিজোড় রাত গুলো জেগে থেকে ইবাদত করা এবং কোরআন তেলাওয়াত করা বেশি বেশি ইস্তেগফার করার জন্য অনুরোধ করেছেন। কারণ যেই এই রাত পাবে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হবে। এ রাতে আল্লার কাছে যেভাবে দোয়া করা হয় সেটাই কবুল হয় যদিও পরম করেন আমার আল্লাহ সকল বান্দাদের মাফ করে থাকেন।

এই কদরের রাতে বেশি বেশি নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা, জিকির করা বেশি উত্তম। যেহেতু এই কদরের রাতে পবিত্র গ্রন্থ কুরআন মাজীদ নাযিল হয়েছে তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ রাতের ইবাদত অন্যান্য হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম।

২০২৫ সালের রমজান কত তারিখে 

২০২৫ সালে রমজান কত তারিখে এ বিষয়ে শাবান মাসের চাঁদ দেখার উপর নির্ভর হয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশন রমজান মাস ১ মার্চ ২০২৫ রাত পেরিয়ে ২ মার্চ ২০২৫ ভোর রাতে সেহরি খেতে হবে এটি নিশ্চিত করেছেন। অর্থাৎ ২০২৫ প্রথম রমজান রবিবার থেকে অনুষ্ঠিত হবে। আর এক মার্চ ২০২৫ রাতে তারাবির নামাজ আদায় করতে হবে। 

২০২৫ সালে ৩০ টা রোজা হবে কিনা এটি নির্ভর করবে চাঁদ দেখার উপরে। তবে গত দুই তিন বছর থেকে বাংলাদেশ ৩০ টি রোজায় পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তাই এবারও আশা করা যায় ৩০ টি রোজা সম্পন্ন হবে। এরপরও এটি অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভর করবে।

ইসলামিক ফাউন্ডেশন এর সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়া 

রমজান মাসের সঠিকভাবে সেহরি ইফতার করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন এর সময়সূচি অনুসারে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে কিছু দিকনির্দেশনা মেনে চলতে হবে। দিকনির্দেশনা গুলো মেনে চলার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করুন। সেহরির প্রস্তুতি নেওয়ার জন্য সুন্নাহ অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। 

ইসলামিক-ফাউন্ডেশন-সেহরি

সেহরি খাওয়ার সুন্নত হল শেষ সময়ের দিকে অর্থাৎ ফজরের ১৫ থেকে ২০ মিনিট আগে সেহরি খাওয়া উত্তম। হালকা কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত। পানির পরিমাণ ঠিক রাখুন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন থেকে রক্ষা পাওয়ার জন্য। না অনুযায়ী ইফতারী করা অর্থাৎ খেজুর অথবা পানি দিয়ে ইফতার খোলা। এছাড়া কিছু ফল, শরবত, ডাবের পানি ইত্যাদি রাখতে পারেন। 

রমজান মাসের কিছু দৈনিক রুটিন তৈরি করে নিন ইবাদতের জন্য। সেহরি করার পরে কিছুক্ষণ হাতে সময় রাখুন কোরআন তেলাওয়াত করার জন্য। এছাড়া তাহাজ্জত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। যেহেতু ফজরে সেটি খেতে উঠতে হয় সেটি খাওয়ার ১০ মিনিট আগে উঠে দুই রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতে পারেন। বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করুন এবং কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন চাঁদ দেখার নিয়ম ও রমজানের সময়সূচী ২০২৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন চাঁদ দেখার নিয়ম ও রমজানের সময়সূচী 2025 বিস্তারিত আলোচনা করা হলো। শাবান মাসের ২৯ তারিখে সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে তারপর দিন থেকে রমজান শুরু হয়।। চাঁদ দেখার উপর মূলত নির্ভর করে রমজান মাস। বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। 

এখানে ইসলামিক ফাউন্ডেশন সহ ধর্ম মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং বিশেষজ্ঞরা থাকেন। চাঁদ দেখা কমিটিদের সঠিক সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসের ঘোষণা বিভিন্ন ওয়েবসাইটে পাবলিস্ট করা হয় এবং মুসলমানদের জন্য রোজা রাখার প্রস্তুতি নেয়া হয়। চাঁদ দেখার পর বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী রমজান মাসের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ প্রশ্ন (FAQ) ও উত্তর 

প্রশ্ন: বাংলাদেশের রমজান ২০২৫ কখন শুরু হবে? 

উত্তর: বাংলাদেশের রমজান সম্ভাব্য তারিখ ২ মার্চ ২০২৫ আরম্ভ হবে, তবে চাঁদ দেখার উপর নির্ভর করবে। 

প্রশ্ন: সেহরি ও ইফতারের সময় কি সারাদেশে একই হবে? 

উত্তর: না, ভৌগলিক অবস্থানের ভিন্নতার কারণে একেক জায়গার ইফতার ও সময় তারিখ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

প্রশ্ন: কিভাবে সেহরির শেষ সময় জানা যাবে? 

উত্তর: ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার ও ওয়েবসাইটে সেহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে। 

প্রশ্ন: ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী ইফতার করতে দেরি হলে রোজা কি ভঙ্গ হবে? 

উত্তর: না, তবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। 

প্রশ্ন: রোজার সময়সূচিতে কি পরিবর্তন হতে পারে? 

উত্তর: পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না, তবে চাঁদ দেখে রমজান শুরু এবং শেষের তারিখ একদিন পার্থক্য হতে পারে। 

প্রশ্ন: ইসলামিক ফাউন্ডেশন কিভাবে সেহরি ইফতারের সময় নির্ধারণ করে? 

উত্তর: ইসলামিক ফাউন্ডেশন তাদের প্রকাশিত ক্যালেন্ডার এ ঢাকার জন্য নির্দিষ্ট সময় প্রকাশ করে থাকেন এবং অন্যান্য জেলার সাথে ১-৯ মিনিট যোগ-বিয়োগ করে নিতে হয়। 

শেষ মন্তব্যঃ ইসলামিক ফাউন্ডেশন সেহেরী ও ইফতারের সময়সূচি ২০২৫ 

পরিশেষে বলা যাই ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক বিষয়ে সকল আপডেট তথ্য প্রদান করে থাকেন। তাই আপনারা যারা রমজান নিয়ে খুব বেশি চিন্তিত তারা উপরে সকল বিষয়গুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে রমজান বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করতে পারেন। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ নিয়ে তাদের পার্সোনাল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পাবলিস্ট করে থাকে। আগামী ২ মার্চ ২০২৫ পহেলা রমজান অনুষ্ঠিত হবে তবে অনেকটাই চাঁদ দেখার উপর নির্ভরশীল।

202511

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন