বিকাশে ২০০০ টাকা বোনাস সবাই নিতে পারবেন নতুন তথ্য

বিকাশে ২০০০ টাকা বোনাস অফারটি আবার চালু হয়েছে। বিকাশে এই বোনাস মূলত দুইভাবে পাওয়া যায় এক রেফার করে দ্বিতীয়ত বিকাশ এজেন্ট হয়ে। এছাড়া বিকাশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে যেগুলো একমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করলে বুঝা যায়।
বিকাশে-২০০০-টাকা-বোনাসবিকাশ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর সবচাইতে জনপ্রিয় একটি ব্যাংকিং সেবা। যা সকল ধরনের মানুষ ব্যবহার করে নির্দ্বিধায় আত্মীয়-স্বজন, বন্ধু বন্ধবের, পরিবার-পরিজনের সাথে যেকোনো জায়গা থেকে লেনদেন করতে পারে।

সূচিপত্রঃ বিকাশে ২০০০ টাকা বোনাস 

বিকাশে ২০০০ টাকা বোনাস 

বিকাশে ২০০০ টাকা বোনাস পেতে কার না ভালো লাগে, তাই আজকে আপনাদের সুবিধার্থে কিভাবে বিকাশ থেকে খুব সহজে ২০০০ টাকা বোনাস পাওয়া যায় এ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা বিকাশ থেকে কিভাবে ২০০০ টাকা বোনাস পাওয়া যায় জানতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।

বিকাশে বোনাস অফারটি চালু থাকবে মূলত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। বিকাশে বোনাস পাওয়ার জন্য প্রথমত আপনাকে অবশ্যই বিকাশে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার এন্ড্রয়েড ফোন দ্বারা বিকাশ অ্যাপ টি ইন্সটল করে নেবেন। এবং বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করলে ডান সাইড এর উপরের দিকে মেনু বার রয়েছে।

মেনুবার থেকে রেফার করার অপশন আসবে সেখান থেকে আপনি আপনার আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবকে রেফার করতে পারেন। তবে রেফার তাদেরকে করতে হবে যারা আগে কখনো বিকাশ অ্যাপ বা একাউন্ট ব্যাবহার করেনি। অন্যরা যখন আপনার রেফারের মাধ্যমে বিকাশ অ্যাপটি ডাউনলোড করবে এবং সেই অ্যাপস দিয়ে লেনদেন করলে আপনি বোনাস পাবেন।

আরো পড়ুন 

প্রত্যেকটি রেফারে আপনি ৫০ টাকা করে বোনাস পাবেন। যত বেশি রেফার করতে পারবেন তত ৫০ টাকা। সর্বমোট ৪০ টা রেফার করলে আপনি দুই হাজার টাকা বোনাস পেয়ে যাবেন। অনেকে আছেন যা রেফার করেছেন কিন্তু যাকে দেখার করেছেন সে হয়তো লেনদেন করেননি তাহলে কিন্তু বোনাস পাবেন না। অবশ্যই মিনিমাম একটি লেনদেন করতে হবে।

বিকাশে ১০০০ টাকা বোনাস 

বিকাশে ১০০০ টাকা বোনাস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাপস ডাউনলোড করে বিকাশ একাউন্ট খুলতে। বিকাশ থেকে এক হাজার টাকা ফ্রি পেতে হলে আপনাকে কিছু পদ্ধতি এবং নিয়ম মেনে চলতে হবে। এ ছাড়া আপনি ১০০০ টাকা অর্জন করতে পারবেন না বিকাশে শুধু এক হাজার না এর থেকেও বেশি বোনাস পাওয়া যেতে পারে। 

প্রথমত আপনাকে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি নামাতে হবে। এরপর সেখানে ওপেন করে আপনার নাম্বার দিয়ে একটি একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর অ্যাপস এর ভেতরে উপরে ডান পাশে মেনুবার থাকবে সেই মেনু বারে গেলে অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে আপনাকে রেফার অপশনটি ক্লিক করতে হবে। 

বিকাশে ২০ টি রেফার করলে ১০০০ টাকা এবং ৪০ টি রেফারে বিকাশে ২০০০ টাকা বোনাস পাবেন। যদি আপনি বুঝতে না পারেন কিভাবে কাকে  রেফার করবেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডি তে গিয়ে বিভিন্ন ধরনের বিকাশের বোনাস অফার লিখে পোস্ট করতে পারেন এবং সে পোস্ট দেখে আগ্রহী হয়ে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হয়তো আপনাকে নক করবে। 

আরো পড়ুন

এদের মধ্যে যাদের বিকাশ একাউন্ট খোলা নাই তাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহী করতে পারেন এবং অফার সম্পর্কে জানাতে পারেন এভাবে আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে তাদেরকে রেফার পাঠিয়ে আপনি খুব সহজেই ১০০০ টাকা বোনাস জিতে নিতে পারেন। এবং তাদেরকে ও ১০০০ টাকা বোনাস জেতার জন্য আগ্রহী করতে পারেন।

বিকাশ এজেন্ট হয়ে বোনাস পাওয়া 

বিকাশ এজেন্ট হয়ে বোনাস আর অনেক সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ সাধারণ মানুষকে রেফার করার চেয়ে আপনি যদি নিজেকে স্বাবলম্বী এবং বেকারত্ব থেকে বের করতে চান তাহলে অবশ্যই আপনি বিকাশ এজেন্ট হয়ে কাজ করতে পারেন। এছাড়া বিকাশে কোম্পানিতে যুক্ত হয়ে আপনি বিভিন্ন ধরনের অফার লুফে নিতে পারেন। বিকাশ এজেন্ট হয়ে সবচাইতে বেশি অফার জেতা সম্ভব। 
বিকাশে-২০০০-টাকা-বোনাসকারণ এজেন্ট ব্যাংকিং হিসেবে বিকাশ অফার জেতার বেশি সুযোগ রয়েছে। এজেন্ট ব্যাংকিং হয়ে কাজ করলে ক্যাশ আউট, ক্যাশ ইন, রিচার্জ এবং বিকাশ একাউন্ট গ্রাহকদের খুলে দেওয়ার ক্ষেত্রে কমিশন পাওয়া যায়। এক একটি লেনদেনে ভিন্ন ভিন্ন কমিশন পাওয়া যায়। এভাবে অনেক অফার বা কমিশন পেয়ে দিনে ১-২  হাজার টাকা ইনকাম করা সম্ভব।

তাই রেফারের চাইতে বিকাশ এজেন্ট একাউন্ট খুলে বিভিন্ন ধরনের গ্রাহকদের সার্ভিস দিয়ে কমিশনের মাধ্যমে বোনাস পাওয়া সম্ভব। এছাড়া বিকাশের বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকেন। আর বিকাশ এজেন্টরা যদি অ্যাপস ব্যবহার করে সকল ধরনের লেনদেন করে থাকে তাহলে আরো বেশি কমিশনের মাধ্যমে বোনাস পেতে পারেন। 

বিকাশে প্রতিদিন ২৫ টাকা বোনাস 

বিকাশে প্রতিদিন ২৫ টাকা বোনাস পেতে চান তাহলে অবশ্যই আপনি আপনি ২৫০০ টাকা আপনার একাউন্টে এড করে ২৫ টাকা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বোনাস পাবেন। অবশ্যই এর একটা নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন দুপুর তিনটা থেকে শুরু হবে এবং বিকাল চারটার মধ্যে আপনার কার্ড অথবা ব্যাংক থেকে ২৫০০ টাকা নিজ নিজ একাউন্টে মানি এড করতে হবে।

  • বিকাশের অ্যাপ থেকে এড মানি অফারটি নিয়ে *২৪৭#নাম্বারে ডায়াল করলেই আপনি বোনাস টি পেয়ে যাবেন।
  • বোনাস টি পেতে হলে আপনার অ্যাকাউন্ট থেকে অবশ্যই লেনদেন রানিং অথবা একটিভ থাকতে হবে এছাড়া সম্ভব নয়। 
  • একাউন্টে কোন যদি সমস্যা থাকে যেমন লেনদেন করেননি কিংবা বিভিন্ন তথ্য সঠিকভাবে দেওয়া নাই তাহলে কিন্তু এই অফারটি থেকে বঞ্চিত হবেন। 
  • এছাড়া গ্রাহকের যদি একাউন্টের কোন ধরনের সমস্যা ছাড়া অন্য কোন কারণে বোনাস টি পেতে অক্ষম হন তাহলে পরবর্তী দুই মাসের মধ্যে বিকাশ আপনাকে তিনবার বোনাস করার চেষ্টা করবেন। 

নতুন বিকাশ একাউন্ট অফার 

নতুন বিকাশ একাউন্ট অফার পেতে হলে অবশ্যই আপনাকে নতুন একটি বিকাশ একাউন্ট খুলতে হবে। এবং অবশ্যই একাউন্টে বিকাশ অ্যাপস ব্যবহার করে খুলতে হবে। প্রথম বিকাশ লগইন করলেই ২৫ টাকা বোনাস পাওয়া যাবে। অ্যাপ থেকে প্রথম বার মোবাইল রিচার্জ করলে ২৫ টাকা বোনাস। দুই মাস ধরে বিল পে, সেন্ড মান, পেমেন্ট, রিচার্জ ইত্যাদি করলে ৭৫ টাকা বোনাস পাওয়া যায়।

অর্থাৎ এ অফারটি অবশ্যই ১ জানুয়ারি-৩১ মার্চ ২০২৫ পর্যন্ত থাকবে। অ্যাপ ডাউনলোড করার পরে নতুন অ্যাকাউন্ট খুললে আপনি প্রথমবার আপনার একাউন্ট থেকে যেকোনো নাম্বারে যেকোনো এমাউন্ট রিচার্জ করলেই ২৫ টাকা বোনাস পাবেন। এছাড়া অ্যাকাউন্ট খোলার ৭২ ঘণ্টার মধ্যেই আপনি ২৫ টাকা পাবেন। 

বিকাশে স্পেশাল অফার 

বিকাশে স্পেশাল অফার পাওয়ার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে চলুন সেগুলো কি কি দেখে নেয়া যাক। বিকাশ একাউন্ট খোলার পর যখন আপনি প্রথমবার রিচার্জ করবেন সে মাসেই আপনি ৩০০ টাকা বা এর চাইতে বেশি যদি অ্যাপ থেকে পেমেন্ট করে থাকেন তাহলে ২০ টাকা বোনাস পাবেন। 

অ্যাকাউন্ট খোলার প্রথম মাসের হিসাব

এছাড়া বিকাশ অ্যাপ থেকে প্রথম মাসে যদি আপনি ৩০০ টাকার বেশি বিল পে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ১০ টাকা বোনাস অফার পাবেন। এছাড়া যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে বিকাশ থেকে ৫০০ টাকা বা এর চাইতে বেশি অ্যাড মানি অর্থাৎ কার্ড টু বিকাশ করে থাকেন তাহলে ৫ টাকা বোনাস পাবেন। 

দ্বিতীয় মাসের হিসাব

অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে বিকাশ থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে ১০০০ টাকা বা এর চাইতে বেশি অ্যাড মানি করে থাকলে আপনি ১০ টাকা বোনাস পাবেন। এবং অ্যাপের সাহায্যে আপনি ১০০০ টাকার বেশি যদি সেন্ড মানি করে থাকেন তাহলে ১০ টাকা বোনাস পাবেন। এছাড়া অ্যাপ থেকে দ্বিতীয় মাসে ৩০০ টাকার বেশি পেমেন্ট করে থাকেন তাহলে ১০ টাকা বোনাস পাবেন। 

এছাড়া যদি অ্যাপ থেকে দ্বিতীয় মাসে ২০ টাকা মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে আপনি ১০ টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে সকল আলোচনা থেকে মোট ক্যাশব্যাক এর পরিমাণ নির্ধারণ করলে হয় মোট ১২৫ টাকা ক্যাশ ব্যাক বোনাস।

বিকাশে রেফার করার নিয়ম 

বিকাশে রেফার করার নিয়ম খুবই সহজ। যারা রেফার করে বিকাশ থেকে ১০০০, ২০০০, ৫০০০ ইত্যাদি টাকা ইনকাম করতে বা বোনাস পেতে চান তারা নিম্নে পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন। বিকাশে রেফার করার জন্য অবশ্যই আপনাকে একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে অ্যাপস এর ভিতর প্রবেশ করতে হবে। 

অ্যাপসে ঢোকার পর ডানদিকে একটি মেনুবার পাবেন। মেনুতে গিয়ে রেফার বিকাশ অ্যাপস এই অপশনটিতে চাপ দিতে হবে। ওখানে একটি ইউনিকোডের রেফারেল লিংক থাকবে সেটিকে কপি করবেন। কপি করার পরে আপনার সোশ্যাল মিডিয়া যেমন facebook বিভিন্ন চ্যাটের মাধ্যমে আপনার বন্ধুদের বা পরিচিত আত্মীয় স্বজনদের কাছে লিংকটি শেয়ার করবেন। 

বিকাশ এপস এর মাধ্যমে একাউন্ট খোলা 

বিকাশ এপস এর মাধ্যমে একাউন্ট খোলা সহজ। যাদের হাতে স্মার্টফোন আছে তারা খুব সহজেই অ্যাপসটি প্লেস্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। চলুন কিভাবে একাউন্ট খোলা যায় সেগুলো জানা যাক। প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করে লগইন কিংবা রেজিস্ট্রেশন বাটনে চাপ দিন। 
বিকাশে-২০০০-টাকা-বোনাসএরপর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন সেই নাম্বারটি বা অপারেটরটি পছন্দ করুন। অপারেটরটি বেছে নেওয়ার পরে নাম্বারটি টাইপ করুন। মোবাইল নাম্বার দেওয়ার পরে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি দেওয়ার পর পরবর্তী ধাপে প্রবেশ করুন। এখানে কিছু নিয়ম বা শর্তাবলী থাকবে সেগুলো ভালোভাবে পড়ে নিন এবং সামনে এগিয়ে যেতে থাকুন। 

এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনে এবং পেছনের ছবি তুলে পাঠান। কিছু তথ্য আসবে সেগুলো করে সম্মতি জানিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনার ফোনের ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি তুলুন যার একাউন্ট খুলবেন তার ছবি তুলবেন। এরপর সকল তথ্য সঠিক থাকলে সাবমিট করবেন। ভেরিফিকেশন কোডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 

কনফার্মেশন এসএমএস আসলে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে একটি পিন সেট করতে হবে। আপনার পছন্দ মত পাঁচ সংখ্যার একটি পিন অথবা পাসওয়ার্ড সেট করতে হবে। এমন পাসওয়ার্ড দিবেন না যেটা আপনার মনে রাখা অসম্ভব। তাই আপনার যে ধরনের সংখ্যা মনে রাখতে পারবেন সেরকম সংখ্যা দিয়ে একটি পিন তৈরি করবেন। পিন টি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। 

কারন সেই পিন ছাড়া আপনি আপনার বিকাশ লেনদেন কিংবা অ্যাপস এ প্রবেশ সম্ভব হবে না। সেই পিন বা পাসওয়ার্ডটি আপনি অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনি খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এরপর আপনি পিন ব্যবহার করে বিকাশ অ্যাপসে লগইন করতে পারবেন।

বিকাশ থেকে বোনাস কিছু FAQ প্রশ্ন 

১ প্রশ্ন: বিকাশ কি? 

উত্তর: বিকাশ হল ব্র্যাক ব্যাংক পি এল সি এর সহায়ক প্রতিষ্ঠান এক ধরনের মোবাইল ব্যাংকিং সেবা।

২ প্রশ্ন: বিকাশ অ্যাকাউন্ট খুললে কি ৫০০০ টাকা বোনাস পাওয়া যাবে? 

উত্তর: না, বিকাশ একাউন্ট খুললেই ৫০০০ টাকা বোনাস পাওয়া সম্ভব নয়।

৩ প্রশ্ন: বিকাশে কত রেফার করলে ২০০০ টাকা বোনাস পাওয়া যাবে? 

উত্তর: বিকাশে মোট ৪০ টি রেফার করলে বিকাশে ২০০০ টাকা বোনাস পাওয়া যাবে।

৪ প্রশ্ন: বিকাশ অ্যাপ থেকে একটি রেফার করলে কত টাকা বোনাস পাওয়া যাবে? 

উত্তর: বিকাশ অ্যাপ থেকে একটি রেফার করলে ৫০ টাকা বোনাস পাওয়া যাবে।

৫ প্রশ্ন: বিকাশে ১০০০ টাকা রিচার্জ করলেই কি ৫০ টাকা বোনাস পাওয়া যাবে? 

উত্তর: না, ঠিক আছে ১০০০ টাকা রিচার্জ করলে কখনোই ৫০ টাকা বোনাস পাওয়া সম্ভব নয় এটি ভুয়া তথ্য।

৬ প্রশ্ন: বিকাশের পিন শেয়ার করলে ১০০ টাকা ফ্রি বা বোনাস পাওয়া সম্ভব? 

উত্তর: না, বিকাশের পিন শেয়ার করলে ১০০ টাকা ফ্রি পাবোনা কখনো সম্ভব না। বিকাশের পিন কখনোই শেয়ার করা উচিত নয়। 

৭ প্রশ্ন: বিকাশের পিন ভুলে গেলে কি করা উচিত? 

উত্তর: বিকাশের পিন ভুলে গেলে চাইলে *২৫৭# এই নাম্বারে ডায়াল করে পিন রিসেট করে নিতে পারেন।

৮ প্রশ্ন: বিকাশে সর্বোচ্চ কত টাকা রাখা যায়? 

উত্তর: একজন বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার তার যেকোনো প্রয়োজনে যেকোনো মুহূর্তে একাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা রাখতে পারবেন। 

৯ প্রশ্ন: বিকাশ থেকে আসা এসএমএস বা ফোন কল সবসময়ই বিশ্বাস করা উচিত? 

উত্তর: না, শুধুমাত্র বিকাশের অফিসিয়াল নাম্বার (১৬২৪৭) থেকে মেসেজ বিশ্বাস করুন। 

১০ প্রশ্ন: বিকাশে ৫০০ টাকায় খরচ কত হয়? 

উত্তর: বিকাশে অ্যাপস এবং অ্যাপস ছাড়া উভয় মাধ্যমেই ৫০০ টাকা সেন্ড মানি লেনদেন করলে কোন চার্জ প্রযোজ্য নয়।

শেষ মন্তব্যঃ বিকাশে ২০০০ টাকা বোনাস 

উপরোক্ত সকল আলোচনা থেকে বলা যায় বিকাশে দুইভাবে লেনদেন করলে বোনাস বা কমিশন পাওয়া যায়। বিকাশে বোনাস অফার চালু হয়েছিল ২০২৩ সালে। এরপরে সাময়িক বন্ধ ছিল। আবার ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত রেফার অফার চালু হয়েছে। অর্থাৎ আপনার বিকাশ অ্যাপস থেকে আপনার পরিচিত কাউকে রেফার করলে ৫০ টাকা বোনাস পাবেন। ৪০ টি রেফারে আপনি ২ হাজার টাকা বোনাস পেতে পারেন যত বেশি রেফার তত বোনাস। 202511

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন