১ ১০০ বানান বাংলা একাডেমি বাংলা একাডেমির নতুন আবডেট অনুযায়ী

১ ১০০ বানান বাংলা একাডেমি অনুযায়ী জানা প্রত্যেক ছোট্ট শিশুদের শুদ্ধভাবে শেখানো গুরুত্বপূর্ণ। কারণ শিশুরা যখন পড়াশোনা শুরু করে তখন তাদেরকে শুদ্ধ ভাবে পড়ানো এবং শেখানো প্রত্যেক পিতা মাতার একান্ত দায়িত্ব।
১-১০০-বানান-বাংলা-একাডেমি.একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে সঠিকভাবে শেখানো এবং গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আজকের পোস্টে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা শুদ্ধ বানান, ইংরেজি বানান, মৌলিক সংখ্যা ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব। 

পোষ্ট সূচিপত্রঃ ১ ১০০ বানান বাংলায় একাডেমী 

১ ১০০ বানান বাংলা একাডেমি 

১ ১০০ বানান বাংলা একাডেমি সঠিকভাবেই শেখা প্রত্যেকের একান্ত কাম্য। তবে অনেক ছোট শিশুদের প্রথম থেকে সন্ধ্যার ধারণা দেওয়ার জন্য অবশ্য বাংলায় একাডেমি অনুযায়ী বানান শুদ্ধভাবে লিখতে এবং পড়তে শেখাতে হবে। তাদের ভিত্তি প্রস্তর গড়ার জন্য প্রথম থেকে শুদ্ধ ভাষায় লিখা এবং পড়া উচিত। 

আজকের পোস্টটি ১ থেকে ১০০ পর্যন্ত শুদ্ধভাবে বানান বাংলা বাংলায় একাডেমী অনুযায়ী দেখানোর চেষ্টা করব। অনেক শিক্ষার্থী আছেন যারা শুদ্ধভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বানান লিখতে জানেন না তাদের জন্য আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের পর থেকে সকল বানান শুদ্ধভাবে লিখতে এবং পড়তে পারবেন যদি মনোযোগ সহকারে লেখাগুলো পড়েন।

১-২০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান

১-২০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান ছোট্ট শিশুরা থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এ ধরনের সকলের জন্য আলোচনা করা হলো। যারা এ সকল বিষয় জানেন কিন্তু চর্চার অভাবে ভুলে গেছেন তারা আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন আপনাদের অনেক উপকার হবে। 

আরো পড়ুনঃ 

সংখ্যা সংখ্যাবাচক বানান গণনাবাচক
এক প্রথম
দুই দ্বিতীয়
তিন তৃতীয়
চার চতুর্থ
পাঁচ পঞ্চম
ছয় ষষ্ঠ
সাত সপ্তম
আট অষ্টম
নয় নবম
১০ দশ দশম
১১ এগারো একাদশ
১২ বারো দ্বাদশ
১৩ তেরো ত্রয়োদশ
১৪ চৌদ্দ চতুর্দশ
১৫ পনেরো পঞ্চদশ
১৬ ষোল ষোড়শ
১৭ সতেরো সপ্তদশ
১৮ আঠারো অষ্টাদশ
১৯ উনিশ ঊনবিংশ
২০ কুরি/বিশ বিংশ

২১-৪০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান।

২১-৪০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান শুদ্ধভাবে নিজে দেয়া হলো। চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন তাহলে আপনাদের পড়াশোনা গুলো চর্চা হয়ে যাবে। 

সংখ্যা সংখ্যাবাচক বানান গণনাবাচক
২১ একুশ একবিংশ
২২ বাইশ দ্বাবিংশ
২৩ তেইশ ত্রয়োবিংশ
২৪ চব্বিশ চতুর্বিংশ
২৫ পঁচিশ পঁচবিংশ
২৬ ছাব্বিশ ষড়বিংশ
২৭ সাতাশ সপ্তবিংশ
২৮ আটাশ অষ্টাবিংশ
২৯ উনত্রিশ ঊনত্রিংশ
৩০ ত্রিশ ত্রিংশ
৩১ একত্রিশ একত্রিংশ
৩২ বত্রিশ দ্বাত্রিংশ
৩৩ তেত্রিশ ত্রয়ত্রিংশ
৩৪ চৌত্রিশ চতুরত্রিংশ
৩৫ পঁইত্রিশ পঁইত্রিংশ
৩৬ ছত্রিশ ষড়ত্রিংশ
৩৭ সাঁইত্রিশ সপ্তত্রিংশ
৩৮ আটত্রিশ অষ্টাত্রিংশ
৩৯ উনচল্লিশ ঊনচত্বারিংশ
৪০ চল্লিশ চত্বারিংশ

৪১-৬০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান 

৪১-৬০ পর্যন্ত শুনতে বাচক ও গণনা বাচক শব্দের বানান শুদ্ধভাবে বাংলা একাডেমি অনুযায়ী নিজে ৬ আকারে প্রকাশ করা হলো প্রিয় শিক্ষার্থী ও ছোট শিশু শিশুদের মনোযোগ সহকারে পড়ানোর চেষ্টা করুন। 

আরো পড়ুনঃ 

সংখ্যা সংখ্যাবাচক বানান গণনাবাচক
৪১ একচল্লিশ একচত্বারিংশ
৪২ বেয়াল্লিশ দ্বিচত্বারিংশ
৪৩ তেতাল্লিশ ত্রয়শ্চত্বারিংশ
৪৪ চুয়াল্লিশ চতুরচত্বারিংশ
৪৫ পঁয়তাল্লিশ পঞ্চচত্বারিংশ
৪৬ ছেচল্লিশ ষষ্ঠচত্বারিংশ
৪৭ সাতচল্লিশ সপ্তচত্বারিংশ
৪৮ আটচল্লিশ অষ্টচত্বারিংশ
৪৯ উনপঞ্চাশ ঊনপঞ্চাশতম
৫০ পঞ্চাশ পঞ্চাশতম
৫১ একান্ন একান্নতম
৫২ বাহান্ন বাহান্নতম
৫৩ তেপ্পান্ন তেপ্পান্নতম
৫৪ চুয়ান্ন চুয়ান্নতম
৫৫ পঞ্চান্ন পঞ্চান্নতম
৫৬ ছাপ্পান্ন ছাপ্পান্নতম
৫৭ সাতান্ন সাতান্নতম
৫৮ আটান্ন আটান্নতম
৫৯ উনষাট ঊনষাটতম
৬০ ষাট ষাটতম

৬১-৮০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান

৬১-৮০ পর্যন্ত শুনতে আমার চোখ গণনা বাচক শব্দের শুদ্ধ বানান বাংলা একাডেমি আয়োজিত সকল সঠিক বানান নিচে আলোচনা করা হলো।

সংখ্যা সংখ্যাবাচক বানান গণনাবাচক
৬১ একষট্টি একষট্টিতম
৬২ বাষট্টি বাষট্টিতম
৬৩ তেষট্টি তেষট্টিতম
৬৪ চৌষট্টি চৌষট্টিতম
৬৫ পঁয়ষট্টি পঁয়ষট্টিতম
৬৬ ছেষট্টি ছেষট্টিতম
৬৭ সাতষট্টি সাতষট্টিতম
৬৮ আটষট্টি আটষট্টিতম
৬৯ ঊনসত্তর ঊনসত্তরতম
৭০ সত্তর সত্তরতম
৭১ একাত্তর একাত্তরতম
৭২ বাহাত্তর বাহাত্তরতম
৭৩ তিয়াত্তর তিয়াত্তরতম
৭৪ চুয়াত্তর চুয়াত্তরতম
৭৫ পঁচাত্তর পঁচাত্তরতম
৭৬ ছিয়াত্তর ছিয়াত্তরতম
৭৭ সাতাত্তর সাতাত্তরতম
৭৮ আটাত্তর আটাত্তরতম
৭৯ ঊনআশি ঊনআশিতম
৮০ আশি আশিতম

৮১-১০০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান 

৮১-১০০ পর্যন্ত সংখ্যা বাচক ও গণনা বাচক শব্দের বানান শুদ্ধভাবে নিচে শিক্ষার্থীদের জন্য আলোচনা করা হলো এছাড়াও যারা উপরিউক্ত বিষয়গুলো সঠিকভাবে লিখতে বা পড়তে জানেন না তারা মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনাদের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।
১-১০০-বানান-বাংলা-একাডেমি.

সংখ্যা সংখ্যাবাচক বানান গণনাবাচক
৮১ একাশি একাশিতম
৮২ বিরাশি বিরাশিতম
৮৩ তিরাশি তিরাশিতম
৮৪ চুরাশি চুরাশিতম
৮৫ পঁচাশি পঁচাশিতম
৮৬ ছিয়াশি ছিয়াশিতম
৮৭ সাতাশি সাতাশিতম
৮৮ আটাশি আটাশিতম
৮৯ ঊননব্বই উননব্বইতম
৯০ নব্বই নব্বইতম
৯১ একানব্বই একানব্বইতম
৯২ বিরানব্বই বিরানব্বইতম
৯৩ তিরানব্বই তিরানব্বইতম
৯৪ চুরানব্বই চুরানব্বইতম
৯৫ পঁচানব্বই পঁচানব্বইতম
৯৬ ছিয়ানব্বই ছিয়ানব্বইতম
৯৭ সাতানব্বই সাতানব্বইতম
৯৮ আটানব্বই আটানব্বইতম
৯৯ নিরানব্বই নিরানব্বইতম
১০০ একশো শততম

১ থেকে ৫০ পর্যন্ত ইংরেজি বানান

১ থেকে ৫০ পর্যন্ত ইংরেজি বানান শুদ্ধভাবে লিখতে পারা একটা ছোট্ট শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যাদের বাসায় ছোট অর্থাৎ ওয়ান টু তে পড়া বাচ্চা আছে তাদের জন্য ইংরেজি বানান বিস্তারিত আলোচনা করেছি।

সংখ্যা ইংরেজি বানান উচ্চারণ (বাংলা)
1 One ওয়ান
2 Two টু
3 Three থ্রি
4 Four ফোর
5 Five ফোর
6 Six ফাইভ
7 Seven সিক্স
8 Eight সেভেন
9 Nine নাইন
10 Ten টেন
11 Eleven ইলেভেন
12 Twelve টুয়েলভ
13 Thirteen থার্টিন
14 Fourteen ফোরটিন
15 Fifteen ফিফটিন
16 Sixteen সিক্সটিন
17 Seventeen সেভেন্টিন
18 Eighteen এইটটিন
19 Nineteen নাইন্টিন
20 Twenty টুয়েন্টি
21 Twenty-one টুয়েন্টি ওয়ান
22 Twenty-two টুয়েন্টি টু
23 Twenty-three টুয়েন্টি থ্রি
24 Twenty-four টুয়েন্টি ফোর
25 Twenty-five টুয়েন্টি ফাইভ
26 Twenty-six টুয়েন্টি সিক্স
27 Twenty-seven টুয়েন্টি সেভেন
28 Twenty-eight টুয়েন্টি এইট
29 Twenty-nine টুয়েন্টি নাইন
30 Thirty থার্টি
31 Thirty-one থার্টি ওয়ান
32 Thirty-two থার্টি টু
33 Thirty-three থার্টি থ্রি
34 Thirty-four থার্টি ফোর
35 Thirty-five থার্টি ফাইভ
36 Thirty-six থার্টি সিক্স
37 Thirty-seven থার্টি সেভেন
38 Thirty-eight থার্টি এইট
39 Thirty-nine থার্টি নাইন
40 Forty ফোরটি
41 Forty-one ফোরটি ওয়ান
42 Forty-two ফোরটি টু
43 Forty-three ফোরটি থ্রি
44 Forty-four ফোরটি ফোর
45 Forty-five ফোরটি ফাইভ
46 Forty-six ফোরটি সিক্স
47 Forty-seven ফোরটি সেভেন
48 Forty-eight ফোরটি এইট
49 Forty-nine ফোরটি নাইন
50 Fifty ফিফটি

৫১-১০০ পর্যন্ত ইংরেজি বানান 

৫১-১০০ পর্যন্ত ইংরেজি বানান শুদ্ধভাবে লিখার জন্য ছোট্ট শিশুদের, স্কুলের ছাত্র-ছাত্রী, কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য সুন্দরভাবে আলোচনা করা হলো।

সংখ্যা ইংরেজি বানান উচ্চারণ (বাংলা)
51 Fifty-One ফিফটি ওয়ান
52 Fifty-Two ফিফটি টু
53 Fifty-Three ফিফটি থ্রি
54 Fifty-Four ফিফটি ফোর
55 Fifty-Five ফিফটি ফোর
56 Fifty-Six ফিফটি ফাইভ
57 Fifty-Seven ফিফটি সিক্স
58 Fifty-Eight ফিফটি সেভেন
59 Fifty-Nine ফিফটি নাইন
60 Sixty সিক্সটি
61 Sixty-one সিক্সটি ওয়ান
62 Sixty-two সিক্সটি টু
63 Sixty-three সিক্সটি থ্রি
64 Sixty-four সিক্সটি ফোর
65 Sixty-five সিক্সটি ফাইভ
66 Sixty-six সিক্সটি সিক্স
67 Sixty-seven সিক্সটি সেভেন
68 Sixty-eight সিক্সটি এইট
69 Sixty-nine সিক্সটি নাইন
70 Seventy সেভেন্টি
71 Seventy-Tone সেভেন্টি ওয়ান
72 Seventy-two সেভেন্টি টু
73 Seventy-three সেভেন্টি থ্রি
74 Seventy-four সেভেন্টি ফোর
75 Seventy-five সেভেন্টি ফাইভ
76 Seventy-six সেভেন্টি সিক্স
77 Seventy-seven সেভেন্টি সেভেন
78 Seventy-eight সেভেন্টি এইট
79 Seventy-nine সেভেন্টি নাইন
80 Eighty এইটটি
81 Eighty-one এইটটি ওয়ান
82 Eighty-two এইটটি টু
83 Eighty-three এইটটি থ্রি
84 Eighty-four এইটটি ফোর
85 Eighty-five এইটটি ফাইভ
86 Eighty-six এইটটি সিক্স
87 Eighty-seven এইটটি সেভেন
88 Eighty-eight এইটটি এইট
89 Eighty-nine এইটটি নাইন
90 Ninety নাইটি
91 Ninety-one নাইটি ওয়ান
92 Ninety-two নাইটি টু
93 Ninety-three নাইটি থ্রি
94 Ninety-four নাইটি ফোর
95 Ninety-five নাইটি ফাইভ
96 Ninety-six নাইটি সিক্স
97 Ninety-seven নাইটি সেভেন
98 Ninety-eight নাইটি এইট
99 Ninety-nine নাইটি নাইন
100 One hundred ওয়ান হান্ড্রেড

১-১০০ পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যা 

১-১০০ পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যা শিশুদের শেখানো অত্যন্ত জরুরি। কারণ গণিতে পারদর্শী হতে হলে ছোট থেকেই মল্লিক এবং যৌগিক সংখ্যার ধারণা দেওয়া উচিত। তাই সকলের সুবিধার জন্য মল্লিক এবং যৌগিক সংখ্যা গুলো নিচে আলোচনা করা হলো।

ক্রমিক সংখ্যা অনুযায়ী মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা
১-১০ ২,৩,৫,৭ ৪,৬,৮,৯,১০
১১-২০ ১১,১৩,১৭,১৯ ১২,১৪,১৫,১৬,১৮,২০
২১-৩০ ২৩,২৯ ২১,২২,২৪,২৫,২৬,২৭,২৮,৩০
৩১-৪০ ৩১,৩৭ ৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৮,৩৯,৪০
৪১-৫০ ৪১,৪৩,৪৭ ৪২,৪৪,৪৫,৪৬,৪৮,৪৯,৫০
৫১-৬০ ৫৩,৫৯ ৫১,৫২,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৬০
৬১-৭০ ৬১,৬৭ ৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৮,৭০
৭১-৮০ ৭১,৭৩,৭৯ ৭২,৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৮০
৮১-৯০ ৮৩,৮৯ ৮১,৮২,৮৪,৮৫,৮৬,৮৭,৮৮,৯০
৯১-১০০ ৯৭ ৯১,৯২,৯৩,৯৪,৯৫,৯৬,৯৮,৯৯১০০

১  ১০০ বানান বাংলা একাডেমি-FAQ 

১ ১০০ বানান বাংলা একাডেমি প্রশ্ন উত্তর গুলো নিজে আলোচনা করা হলো।
১-১০০-বানান-বাংলা-একাডেমি.

প্রশ্ন ১: বাংলায় একাডেমি অনুযায়ী ৫৫ এর বাংলা শুদ্ধ বানান কি? 

উত্তর: পঞ্চান্ন ।

প্রশ্ন ২: বাংলা একাডেমি অনুযায়ী ৭৭ এর বাংলা শুদ্ধ বানান কি? 

উত্তর: সাতাত্তর।

প্রশ্ন ৩: বাংলা একাডেমি অনুযায়ী ৩৩ সংখ্যার সঠিক বাংলা শুদ্ধ বানান কি?

উত্তর: তেত্রিশ।

প্রশ্ন ৪: বাংলা একাডেমি অনুযায়ী 89 এর বাংলা শুদ্ধ বানান কি?

উত্তর: ঊননব্বই।

প্রশ্ন ৫: বাংলা একাডেমি অনুযায়ী এক থেকে দশ পর্যন্ত বাংলা শুদ্ধ বানান কি? 

উত্তর: এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। 

শেষ বক্তব্যঃ ১ ১০০ বানান বাংলা একাডেমি 

উপরোক্ত সকল আলোচনা থেকে বলা যায় যে বাংলা একাডেমি অনুযায়ী ১ ১০০ বানান বাংলা একাডেমি  শুদ্ধ রূপে লিখতে পড়তে জানলে স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য অনেক উপকারে আসবে। আর পরীক্ষায় ভালো করার জন্য বাংলা বানান শুদ্ধভাবে লিখতে জানা অত্যন্ত জরুরী। আজকের পোস্টটি শিক্ষামূলক সকল প্রশ্নের উত্তর এবং শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি আশা করি সকলের জন্য খুবই উপকার হবে।

202511

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন