১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় ২০২৫
অনেকে জানতে চান, ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়। তবে প্রথমেই বলে রাখি, বিভিন্ন ব্যাংকের সুদের হার বা লভ্যাংশের হার একেক রকম। এই হার নির্ভর করে ব্যাংকের নীতি ও আমানতের মেয়াদের উপর।
নিচের তথ্যগুলো নির্ভরযোগ্য ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে, তাই এটি সঠিক। ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনি মাসিক সুদের পরিমাণ ব্যাংকের সুদের হার এবং মেয়াদী আমানতের উপর নির্ভর করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়?
১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায় পোস্টটি পড়ে আজ আমরা যা যা জানতে পারবঃ
- ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায় ২০২৫
- সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায়
- সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- ২০২৫ সালে ৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- পাঁচ লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন
- ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
- কীভাবে সুদ হিসাব করা হয়?
- ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন
- শেষ কথাঃ ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
কিছু ব্যাংক এক মাস পরপর লভ্যাংশ দেয়, তবে বেশিরভাগ ব্যাংক তিন মাস পরপর লভ্যাংশ দিয়ে থাকে। কিন্তু শুধু লাভের পরিমাণ দেখলেই হবে না, আগে টাকার নিরাপত্তা দেখতে হবে। আরেকটা বিষয় হলো, আপনি চাইলে এক মাস, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, এক বছর, এমনকি সর্বোচ্চ ৩৬ মাসের জন্য টাকা ব্যাংকে রাখতে পারবেন। সময় অনুযায়ী বিভিন্ন ব্যাংকের লভ্যাংশের হার কমবেশি হয়। এই তালিকায় আমি বিভিন্ন ব্যাংকের লভ্যাংশের পরিমাণ দেখিয়েছি, আশা করি সবকিছু পরিষ্কার হয়েছে।
ব্যাংকের নাম | বার্ষিক মুনাফা ও সুদের হার | এক লক্ষ জমায় মাসে পাবেন |
---|---|---|
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক | ৭.৫০ % হতে ৮.২৫ % | ৭৫০ হতে ৮২৫ টাকা (-) ১৫% ভ্যাট |
বাংলাদেশ কৃষি ব্যাংক | ৬ % হতে ৭ % | ৬০০ হতে ৭০০ টাকা(-) ১৫% ভ্যাট |
সোনালী ব্যাংক পি এল সি | ৭.২৫% হতে ৭.৭৫ % | ৭২৫ হতে টাকা ৭৭৫ টাকা(-) ১৫% ভ্যাট |
অগ্রণী ব্যাংক পি এল সি | ৭ % হতে ৭.৫০ % | ৭০০ হতে ৭৫০ টাকা(-) ১৫% ভ্যাট |
জনতা ব্যাংক পি এল সি | ৭.৫০ % হতে ৮ % | ৭৫০ হতে ৮০০ টাকা (-) ১৫% ভ্যাট |
রূপালী ব্যাংক পি এল সি | ৬.৫০ % হতে ৭ % | ৬৫০ হতে ৭০০টাকা(-) ১৫% ভ্যাট |
বেসিক ব্যাংক লিমিটেড | ৪ % হতে ৮ % | ৪০০ হতে ৮০০ টাকা(-) ১৫% ভ্যাট |
ব্রাক ব্যাংক লিমিটেড | ৯.২৫ হতে ৯.৭৫ % | ৯২৫ হতে ৯৭৫ টাকা(-) ১৫% ভ্যাট |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ১২.২৫ % | ১২২৫ টাকা(-) ১৫% ভ্যাট |
ন্যাশনাল ব্যাংক | ১৩.৪০ % | ১৩৪০ টাকা(-) ১৫% ভ্যাট |
এক্সিম ব্যাংক | ১৩.৪৩ % | ১৩৪৩ টাকা(-) ১৫% ভ্যাট |
ব্যাংক এশিয়া | ১০.৪২ % | ১০৪২ টাকা(-) ১৫% ভ্যাট |
ইসলামী ব্যাংক পি এল সি | ৯.৩৫ হতে ১০.৭০ % | ৯৩৫ হতে ১০৭০ টাকা(-) ১৫% ভ্যাট |
ডাচ্-বাংলা ব্যাংক | ৭ % হতে ৭.২০ % | ৭০০ হতে ৭২০ টাকা (-) ১৫% ভ্যাট |
প্রাইম ব্যাংক | ৭.৯১ হতে ৮.৩৩ % | ৭৯১ হতে ৮৩৩ টাকা (-) ১৫% ভ্যাট |
আইএফআইসি ব্যাংক | ৭ % হতে ৯.৭৫ % | ৭০০ হতে ৯৭৫ টাকা (-) ১৫% ভ্যাট |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৭ % হতে ৭.৫০ % | ৭০০ হতে ৭৫০ টাকা (-) ১৫% ভ্যাট |
সিটি ব্যাংক | ৮.০৫ % হতে ১০ % | ৮০৫ হতে ১০০০ টাকা (-) ১৫% ভ্যাট |
পূবালী ব্যাংক | ৭ % হতে ৭.৫০ % | ৭০০ হতে ৭৫০ টাকা(-) ১৫% ভ্যাট |
যত কম সময়ের জন্য আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, তত কম লভ্যাংশ পাবেন—এই বিষয়টি উপরের টেবিলে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এখানে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ব্যাংকের তথ্য দেওয়া হয়েছে, যেগুলো টাকা জমানোর ক্ষেত্রে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
অনেকে জানতে চান ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যাবে। আসল সত্য হলো, ইসলামী ব্যাংক কখনো ফিক্সড (নির্দিষ্ট) পরিমাণ লাভের নিশ্চয়তা দেয় না। ইসলামী ব্যাংকসহ অন্যান্য শরিয়াহ্-সম্মত ব্যাংকের মূলনীতি অনুযায়ী, তারা লাভ বা মুনাফার নির্দিষ্ট কোনো অংক ঘোষণা করতে পারে না। কারণ, ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মুনাফা ব্যবসার লাভের উপর নির্ভর করে। এ কারণে লাভের হার কখনো বেশি আবার কখনো কম হতে পারে।
আরো পড়ুনঃ আমি প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড এখন সম্পূর্ণ অনলাইনে
যদি কোনো ইসলামী ব্যাংক আপনাকে নির্দিষ্ট লাভের প্রতিশ্রুতি দেয় এবং পরে তা ঠিকভাবে না দেয়, তাহলে আপনার কিছু করার সুযোগ থাকে না। তাই ইসলামী ব্যাংকের প্রাথমিক মন্ত্রই হলো “লাভ-ক্ষতি শেয়ার করা”। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ১০০০ ব্যাংকের তালিকায় রয়েছে। তাদের আমানতের পরিমাণ বর্তমানে এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিশ্বস্ততার দিক থেকে তারা অন্যতম একটি ব্যাংক। তবে এটা বলার অর্থ এই নয় যে এখানে নির্দিষ্ট লাভ পাবেন।
আমি কোনো নির্দিষ্ট ব্যাংককে রেফার করছি না, আবার কোনো ব্যাংকের বিরুদ্ধেও কথা বলছি না। আমি শুধু নিরপেক্ষ তথ্য তুলে ধরছি, যাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। ইসলামী ব্যাংকে টাকা রাখতে চাইলে লাভের হার সম্পর্কে সঠিক ধারণা নিয়েই রাখুন।
ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে মাসে আপনি কত টাকা লাভ পাবেন
এবার আমরা জানবো ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে মাসে আপনি কত টাকা লাভ পাবেন–এই ২০২৪ সালে ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে লাভ পাবেনঃ
সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা পাওয়া যায় ২০২৫
সোনালী ব্যাংক হলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তাই আপনার টাকা এখানে অনেকটাই নিরাপদ। এমনকি যদি ব্যাংকটি কখনো দেউলিয়া হয়, তাহলেও বাংলাদেশ সরকার আপনার টাকা ফেরত দেবে। তবে এখানে একটু সংশয়ও আছে, কারণ ইদানিং সোনালী ব্যাংকের মালিকানার প্রায় ৪৯ শতাংশ বেসরকারি খাতে চলে গেছে।
অর্থাৎ এটি পুরোপুরি সরকারি ব্যাংক আর নেই। ২০২৩ সালে সোনালী ব্যাংক মোট ৩৭২৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এটি এখনো বাংলাদেশের অন্যতম নিরাপদ ব্যাংক টাকা রাখার জন্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় এখানে টাকার নিরাপত্তা বেশি। ব্যাংকটি লাভজনক এবং মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে। সরকারের তত্ত্বাবধানে থাকার কারণে গ্রাহকদের টাকা ফেরতের নিশ্চয়তা অনেকটাই বেশি।
আরো পড়ুনঃ ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল ও সুদের হার
সুতরাং, আপনি যদি সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার টাকা নিরাপদ আছে। তবে সঠিক সুদের হিসাব ও বর্তমান রেট জানতে সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন।
সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায়
সোনালী ব্যাংক আমাদের সবার কাছে আস্থার একটি ব্যাংক। এখানে টাকা রাখা একদম নিরাপদ এবং বিশ্বস্ত। অনেকেই জানতে চান, সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা লাভ হবে? এই প্রশ্নের উত্তর সহজে বোঝানোর জন্য নিচে একটি টেবিলে উল্লেখ করা হলো।
লাভের পরিমাণ থেকে ১৫% ভ্যাট কেটে নেওয়া হবে যদি জমার পরিমাণ ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা হয়। আর যদি জমার পরিমাণ ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন কপি জমা দিতে হবে এবং তখন ১০% ভ্যাট কাটা হবে। মানে হলো, লাভের যে অংক টেবিলে দেখানো হয়েছে, সেখান থেকে ১৫% বা ১০% ভ্যাট বাদ দিয়ে হিসাব করতে হবে। আমি এখানে ভ্যাটের পরিমাণ বাদ দেইনি।
আশা করছি, আপনি যদি ১ লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখেন, প্রতি মাসে কত টাকা লাভ পাবেন তা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ১ লক্ষ টাকা ডাবল করার উপায় কী?
উত্তরঃ ১ লক্ষ টাকা দ্বিগুণ করার অনেক উপায় রয়েছে। কোন পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে তা নির্ভর করবে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সময় এবং দক্ষতার উপর। কিছু জনপ্রিয় উপায় হলঃ বিনিয়োগ, ব্যবসা, প্যাসিভ ইনকাম
প্রশ্নঃ ৩ বছরে টাকা দ্বিগুণ করার উপায় কী?
উত্তরঃ ৩ বছরে টাকা দ্বিগুণ করা সহজ নয়, তবে কয়েকটি উপায় রয়েছে যেগুলো চেষ্টা করতে পারেনঃ শেয়ার বাজারে বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি (যদিও ঝুঁকি বেশি), ছোট বা মাঝারি ব্যবসা শুরু করা, অন্য কোনো লাভজনক ব্যবসায় অংশীদার হিসেবে বিনিয়োগ করা, ব্লগ বা ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করা, ডিজিটাল পণ্য বা অনলাইন কোর্স বিক্রির মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করা
প্রশ্নঃ কোন ব্যাংক মাসিক সুদ দেয়?
উত্তরঃ বাংলাদেশে বেশ কিছু ব্যাংক মাসিক সুদ প্রদান করে। তবে সুদের হার ও শর্তাবলী ব্যাংকভেদে ভিন্ন হতে পারে। মাসিক সুদের জন্য কিছু ব্যাংক হলঃ বেসিক ব্যাংক।
২০২৫ সালে ৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
অনেকে জানতে চান, ৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা সুদ পাওয়া যায়। তবে প্রথমেই বলে রাখা ভালো, একেক ব্যাংকের সুদের হার বা লভ্যাংশ ভিন্ন হতে পারে। কারণ, এটি নির্ভর করে সেই ব্যাংকের নীতিমালা ও আমানতের সময়সীমার ওপর। নিচের তথ্যগুলো বিভিন্ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসিক লভ্যাংশ ২০২৫
মেয়াদী আমানতের ধরণঃ আপনি এক মাস, তিন মাস, ছয় মাস, নয় মাস, এক বছর অথবা সর্বোচ্চ ৩৬ মাসের জন্য টাকা ব্যাংকে রাখতে পারবেন। বিভিন্ন সময়সীমা অনুযায়ী ব্যাংকগুলো আলাদা সুদের হার প্রদান করে।
লভ্যাংশ পাওয়ার সময়ঃ
- কিছু ব্যাংক প্রতি মাসে লভ্যাংশ প্রদান করে।
- বেশিরভাগ ব্যাংক তিন মাস পর পর লভ্যাংশ দিয়ে থাকে।
টাকা নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণঃ
লাভের পরিমাণ বড় বিষয় নয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার টাকার নিরাপত্তা। তাই সুদের হার দেখার পাশাপাশি নিশ্চিত ব্যাংক নির্বাচন করুন।
উদাহরণ হিসেবে বলা যায়ঃ ৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাবেন, তা নির্ভর করবে ব্যাংকের সুদের হারের ওপর। যেমনঃ
সুদ হার যদি ৬% হয়ঃ
- বার্ষিক সুদ: ৫,০০,০০০ x ৬% = ৩০,০০০ টাকা।
- মাসিক সুদ: ৩০,০০০ ÷ ১২ = ২,৫০০ টাকা।
সুদ হার যদি ৮% হয়ঃ
- বার্ষিক সুদ: ৫,০০,০০০ x ৮% = ৪০,০০০ টাকা।
- মাসিক সুদ: ৪০,০০০ ÷ ১২ = ৩,৩৩৩ টাকা।
সুতরাং, ২০২৪ সালে ৫ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে ২,৫০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, যা ব্যাংকের সুদের হার ও আমানতের মেয়াদের ওপর নির্ভর করবে। ব্যাংকের নির্ধারিত নীতিমালা দেখে সুদের হার যাচাই করে আপনার টাকা আমানত করুন।
পাঁচ লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন
আপনি যদি ৫ লক্ষ টাকা কোনো ব্যাংকে জমা রাখেন, তাহলে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন তা ব্যাংকভেদে ভিন্ন হয়। নিচের টেবিলে আমি ব্যাংক অনুযায়ী হিসাব দেখিয়ে দিয়েছি। আশা করি এটা আপনার জন্য অনেক কাজে আসবেঃ
যত কম সময়ের জন্য আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, ততই লভ্যাংশের হার কম হবে। মূলত এই বিষয়টিই উপরের টেবিলে বোঝানো হয়েছে। এখানে বাংলাদেশের জনপ্রিয় কিছু ব্যাংকের তালিকা দেওয়া হয়েছে, যেগুলো মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং টাকা জমানোর ক্ষেত্রে ভালো রিটার্ন দিয়ে থাকে। আশা করি আপনার ধারণা পরিষ্কার হয়েছে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা লাভ পাবেন।
১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
অনেকে জানতে চান, ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায়? এই বিষয়টি কিছুটা ব্যাংকের উপর নির্ভর করে, কারণ একেক ব্যাংকের সুদ বা লভ্যাংশের হার আলাদা।
ব্যাংকের সুদের হার নির্ভর করে
- কোন ব্যাংকে টাকা রাখছেন।
- কতদিনের জন্য আমানত রাখছেনঃ
- ১ মাস
- ৩ মাস
- ৬ মাস
- ৯ মাস
- ১ বছর থেকে ৩ বছর (৩৬ মাস পর্যন্ত)।
- সুদ প্রদানের সময়ঃ
- কিছু ব্যাংক মাসিক ভিত্তিতে সুদ দেয়।
- বেশিরভাগ ব্যাংক তিন মাস পরপর লভ্যাংশ দেয়।
কীভাবে সুদ হিসাব করা হয়?
সাধারণত, আপনি যদি ১০ লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন এবং সুদের হার হয় ৬% থেকে ৮%, তাহলে লাভের পরিমাণ হিসাব করা হয় এভাবেঃ সুদের হার x মোট টাকা / ১২ = প্রতি মাসের সুদ
উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যাক
যদি সুদের হার হয় ৭%, তাহলেঃ
- ১০,০০,০০০ x ৭% = ৭০,০০০ টাকা (বছরের সুদ)
- মাসে সুদ: ৭০,০০০ ÷ ১২ = ৫৮৩৩ টাকা।
যদি সুদের হার হয় ৮%, তাহলেঃ
- ১০,০০,০০০ x ৮% = ৮০,০০০ টাকা (বছরের সুদ)
- মাসে সুদ: ৮০,০০০ ÷ ১২ = ৬৬৬৭ টাকা।
টাকা রাখার আগে শুধু লাভের পরিমাণ না দেখে টাকার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। এছাড়াও যেকোনো ব্যাংকে টাকা রাখার আগে তাদের সুদের হার এবং মেয়াদ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে লাভের পরিমাণ ব্যাংক, সুদের হার এবং মেয়াদের উপর নির্ভর করে কমবেশি হতে পারে।
তাই সঠিক ব্যাংক বেছে নিয়ে সুদ হিসাব করে আমানত রাখলে ভালো লাভের পাশাপাশি আপনার টাকা নিরাপদ থাকবে। এবার আমি নিচের টেবিলে আপনাকে একটি ধারণা দিচ্ছি। যদি আপনি ২০২৪ সালে ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখেন, তাহলে বাংলাদেশে প্রতি মাসে আপনি কত টাকা লাভ পাবেন, সেটি এখানে দেখানো হয়েছে।
১০ লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে কত টাকা লাভ পাবেন
এবার আমি নিচের টেবিলে আপনাকে একটি ধারণা দিচ্ছি। যদি আপনি ২০২৪ সালে ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখেন, তাহলে বাংলাদেশে প্রতি মাসে আপনি কত টাকা লাভ পাবেন, সেটি এখানে দেখানো হয়েছে।
শেষ কথাঃ ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যায়
টাকা দ্বিগুণ করতে হলে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা দরকার। এই আর্টিকেলে আমি আপনাকে ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে কত লভ্যাংশ পাওয়া যায় সেই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিয়েছি। আশা করি এই লেখাটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার তো করতেই পারেন, তাই না? আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আর্টিকেল নিয়ে।
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url